পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] রূপের ফাদ bペQ মনে মনে হতভাগ্য পাগলটার প্রতি অত্যন্ত চটিয়া ডাক্তার বলিলেন, “আমার যথাসাধ্য আমি করব । আশা করি মেণ্ট্যাল হোমে তাকে ভৰ্ত্তি করা বেশী শক্ত হবে না। তিনি কোথায় ?” মা-সান বলিল, “তিনি সামনের বড় ড্রয়িং রুমে বসে আছেন। আপনি যান। একলা গেলেই ভাল, আমাদের দেখ লে বাবা বড় বেশী উত্তেজিত হয়ে ওঠেন ।” গৃহিণী জিজ্ঞাসা করিলেন, “আপনার সঙ্গে আরও লোক আছে ত ? তিনি ক্ষেপলে, একলা তার সঙ্গে পেরে ওঠা শক্ত ।” ডাক্তার বলিলেন, “আপনি নীচে কাউকে পাঠিয়ে দিন, আমার মোটরে দুজন লোক বসে আছে, তাদের ডেকে নিয়ে অস্থিক । ওর হাসপাতালের সহকারী, এসব কাজ করা অভ্যাস আছে। যদি বেশী বাড়াবাড়ি দেখি, এখান থেকে সোজা হাসপাতালে নিয়ে যাব।” গৃহিণী এবং মা-সান প্রায় এক সঙ্গেই বলিলেন, “সেই ভাল।” তাহার ঝি নীচে ছুটিল, লোক দুইজনকে ডাকিয়া, আনিতে । গুজরাটি ভদ্রলোক বিরক্ত হইয়া কাহাকেও ডাকিবেন কি না ভাবিতেছেন, এমন সময় গঢ়গঢ় করিয়া এক সাহেব সোজা ঘরের ভিতর আসিয়া ঢুকিল । তাহাকে সম্বোধন করিয়া বলিল, “আজ কেমন আছেন ?” বণিক ধরমদাস বিস্মিতভাবে বলিলেন,“ভালই আছি । আপনি কাকে চান ?” সাহেব বলিল, “সম্প্রতি আপনার কাছেই এসেছি । কাল আপনার শরীর বড় খারাপ গিয়েছে শুনলাম ?” ধরমদাস বলিলেন, “আপনি কে ? অামার সম্বন্ধে এসব কথা আপনি কার কাছে শুনলেন ? আমার বোধ হচ্ছে আপনি আমাকে অন্য মানুষ ভাবছেন। আমি এ বাড়ীর কেউ নই।” ডাক্তারের গোফের কোণে একটু হাসি দেখা দিল । তিনি বলিলেন, “হঁ্য, তা শুনেছি। ঘুমটুম বেশ হয় ? হজম কি রকম ?” ধরমদাস বিরক্ত হইয়া বলিলেন, “আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আমার কোনো অসুখ হয়নি। তা আপনার - مہمہم۔ এ বাড়ীর গৃহিণী এবং. র্তার মেয়ে কোথায় ? তাদের জিগগেষ করলেই আপনি নিজের ভুল বুঝতে পারবেন।” ডাক্তার বলিলেন, “র্তারা বেড়াতে চলে গেছেন। আপনি আমার প্রশ্নের উত্তর দিন না ।” ধরমদাস লাফাইয়া উঠিয়া বলিলেন, “বেড়াতে গিয়েছেন মানে ? এসব কি কাণ্ড ! তা হলে আমার হীরেগুলো কি হল ? প্রায় এক লাখ টাকার হীরে ।” ডাক্তার তাড়াতাড়ি উঠিয়া আসিয়া তাহার পিঠে হাত দিয়া বলিলেন, “আপনি শাস্ত হোন, শাস্ত হোন, আপনার জিনিয ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি ।” ধরমদাস অসহিষ্ণুভাবে ডাক্তারের হাত ঝাড়িয়া ফেলিয়া দিয়া চীৎকার করিয়া বলিলেন, “শান্ত. হব কি রকম ? আমি চোরের হাতে পড়েছি, ডাকাতের হাতে পড়েছি। আমার সৰ্ব্বনাশ হল ! পুলিশ, পুলিশ ” তিনি ঘর হুইতে ছুটিয়া বাহির হইবার উপক্রম করিতেই ডাক্তার অদ্ভুতভাবে শিষ দিয়া উঠিলেন। তৎক্ষণাং ইউনিফম পর দুইজন জোয়ান লোক ঘরের ভিতর আসিয়া ঢুকিল, এবং নিমেষের মধ্যে ধরমদাসকে এমনভাবে চাপিয়া ধরিল যে, তাহার আর নড়িবার সাধ্য রহিল ন! । ডাঃ মরফি তাহাদের হুকুম দিলেন, “নীচে অামার গাড়ীতে নিয়ে গিয়ে বসাও।” খুব খানিকক্ষণ ধস্তাধস্তি, চেচামেচি চলিল। তাহার পর ধরমদাসের মুখ বাধিয়া টানিতে টানিতে গাড়ীর মধ্যে লইয়া গিয়া ফেলা হইল। গলির লোক একটু অবাক হইয়া তাকাইল বটে, তবে সাহেব ডাক্তারকে অনেকেই চেনে বলিয়া কেহ কোনো কথা বলিল না। হতভাগ্য বণিককে লইয়া ডাক্তারের গাড়ী বিদ্যুৎবেগে অদৃগু হইয়া গেল । মঙ জী এতক্ষণ কি করিতেছিল, তাহা জানিতে পাঠকের ইচ্ছা হইতে পারে। গুজরাট বণিক উপরে উঠিয়া যাইবার আধঘণ্ট। পরেই ডাক্তারকে হাজির