পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-やかo হতজ্ঞান মৃতপ্রায় দেহের উপরে ঝাপাইয়া পড়িয়া স্বামীকে আততায়ীর হাত হইতে রক্ষা করিতে চাহিয়াছিলেন , বলিয়াছিলেন, ‘ গুরে, তোর। আমাকে মারিয়া গুর জীবন ভিক্ষণ দে । পশুরা তাহ গ্রাহ্য না করিয়! লাঠি ও দ। কুম্বাবুর বাড়ীর ধ্বংসাবশেষ চালাষ্টতে লাগিল । সাংঘাতিক অস্থিত হইয়া ও মৃথন তিনি স্বামীকে ছাড়িলেন না । তখন দুৰ্ব্বত্তেরা জোর করিয়। ক্লষ্ণবাবুব দেহ তক্টতে র্তাহাকে বিচ্ছিন্ন করিয়া দূরে নিক্ষেপ করিয়াছিল । কৃষ্ণবাবুর এক আত্মায় মুসলমানদের বন্দুকের গুলিতে আহত হইয়াছিলেন । নপন চারিদিক হইতে আগুন ধরিয়া উঠিল, তখন আর উপায় নাই দেখিয়া গুহের সকলে দরজা খুলিয়া একে এ কে বাহির হইতে লাগিলেন । আহত ব্যক্তি তখন চলচ্ছক্তিবিহীন । কৃষ্ণবাবুর ভ্রাতৃপুত্ৰ শৈলেশ এই আহত ব্যক্তিকে কাপে লইয়। ঘর হইতে বাহির হইল । চারিদিক হইতে তাহার উপর অজস্র লাঠি পড়িতে লাগিল। তবুও সে বিচলিত হইল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শত শত লোক আসিয় তাহাকে আক্রমণ করিল। গুরুতর আহত হইয়। সে পড়িয়া (গল । তখন দুৰ্ব্বত্তেরা তাহাকে হত্যা করিয়া, তাহার দেহ ঘরে থাকিতেই, তাহার প্রবাসী—আশ্বিন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড ছিন্ন বিছিন্ন করিয়া তাহার আহত হতজ্ঞান আত্মীয়কে মুত মনে করিয়া চলিয়া গেল । এক গ্রামে এক নারী প্রসব-বেদনায় কাতর, এমন সময় দুৰ্ব্বত্তের বাড়া আক্রমণ করিল। বাড়ীর সমস্ত গুহ লুষ্ঠিত ও বিধ্বস্ত করিয়া তাহার যখন সূতিকাঘরে প্রবেশ করিতে উদ্যত হইল তখন তাহাদিগকে সেই নারীর অবস্থার কথা বলা হইল । দুৰ্ব্বত্তের। তাছাতেও নিবৃত্ত ন হইয়। সেই গুহে ঢকিয় পড়িল । সেই গুহের একটি নারী সেই ক্ষিপ জনতার সম্মুখীন হইয়া বলিলেন, ওরে তোর একি কচ্ছিস, তোর কি কেউ মায়ের পেটে জন্মাস নাই, জনতার লুপ্ত মহুষ্যত্বের পানিকট বুঝি ফিরিয়া আসিল । সেদিন আর তাহার। সেখানে লুঠ করিল না। 5R এই নিদারুণ মৰ্ম্মান্তিক বিয়োগ স্থ নাটকের মাঝে মাঝেও হাস্যরসেব হইয়াছে । চার জিলার নব নিযুক্ত লাটের অনেক আমীর-ওমরাও দরকার হইবে ইহা অশিক্ষিত জনতার অবিদিত ছিল না । তাহার। সেজন্য নিজেদের মধ্যে কে আমীর-ওমরাও হইবে ভাঙ্গ আগে হইতেই ঠিক করিয় রাখিয়াছিল । এক গ্রামের একটি যাত্রীদলের পোষাকগুলি লুষ্ঠিত হয় । জনতার নেতারা এই-সকল পোষাক, তাজ উষ্ণীম পরিয়া লুণ্ঠনকারী:দিগকে চালিত করিতেছিল এইরূপ পোষাক পরিহিত কয়েকজন আমীর ওমরাহ ও সেনাপতি পুলিশ কন্তুক ধুত হইয়াছে। এক গ্রামের একজন ধনী জমিদারের চাকরের তাহার প্রভূর স্থান অধিকার করিবার আকাঙ্ক্ষা হয় । ঘটনার পূর্বদিন সে যথারীতি ধান মাড়াইয় এবং গোয়ালঘরে গরু তুলিয়া চলিয়া গিয়াছে। পরদিন সকালবেলায় সে জনতার সঙ্গে আসিয়া উপস্থিত হইল । জমিদারের বৈঠকখানায় তাহার বসিবার চেয়ারে বসিয়া ক্ষীণ রেখাপাত