পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ხ-პა8 চলিত শব্দ তফাৎ করিবার জন্য নানারূপ চিহ্ন দিয়াছেন, সে সাঙ্কেতিক চিহ্নগুলি বিশেষরূপে জানিয়া রাখিলে তবে অভিধান যে কতদূর উপকারী হইয়াছে বুঝিতে পারা যায় । বাঙ্গালা ভাষায় নানা ভাষা আসিয় মিশিয়াছে। সেগুলিও চলস্তিৰুণয় দেখাইয়া দেওয়ার বিশেষ চেষ্টা করা হইয়াছে এবং সেজন্যও ভাষার আদি অক্ষর দিয়া ভাষ৷ জানাইবার চেষ্টা হইয়াছে । বেশ সাবধান হইয়া সাঙ্কেতিক চিহ্নগুলি ব্যবহার করা হইয়াছে। অভিধানখানি যাহাতে লোকে ব্যবহার করিয়া ফল পায় তাহার জন্ত বিশেষ চেষ্ট হইয়াছে, চেষ্টা সফল হইলে আমরা সকলে স্বর্থী হইব । অভিধানের দাম ২w• করা হইয়াছে। ইহা একটু খাপছাড়া হইয়াছে—২০ বা ৩২ টাকা করিলে খাপ খাইত। কিন্তু ইহার জন্য আমরা প্রকাশককে দোষী করিতে পারি না, কারণ ভাল কাগজ দেওয়া হইয়াছে, ভাল ছাপা হইয়াছে ও ভাল বাধা হইয়াছে ; এ-সকলেরই দাম দশ বৎসরের মধ্যে দ্বিগুণ তিনগুণ হইয়া গিয়াছে; সুতরাং বইয়ের দাম ত নিশ্চয়ই বাড়িবে, কিন্তু যদি তেমন কাটুতি হয়, গুপ্তপ্রেস পঞ্জিকার মত দু-এক লাখ ছাপা হয়, তাহা হইলে দাম অনেক কমিতে পারে এবং ভরসা আছে চলস্তিকা’র কার্টুতি সেইরূপই হইবে । “চলস্তিকা"র অভিধান অংশের কথা বলিলাম, কিন্তু উহার ভূমিকায় ও পরিশিষ্টে বাঙ্গালা ভাষার শব্দশাস্ত্রের অনেক নৃতন কথা তোলা হইয়াছে। সে কথাগুলির আলোচনা নিতাস্ত প্রয়োজন, নহিলে 'চলস্তিকা’র সমালোচনা অসম্পূর্ণ থাকিয়া যাইবে । চলস্তিকার ভূমিকার y• অনা পত্রে বাঙ্গলা বর্ণমালা হইতে দীণ ‘খ’ হ্রস্ব ‘’ দীর্ঘ 'র' এবং অন্তস্থ ‘ব’ এই কয়টি অক্ষর তুলিয়া দেওয়া হইয়াছে, অর্থাৎ বর্ণমালানুক্রমে এই কয়টি অক্ষর নাই। দীর্ঘ ঋ’ হ্রস্ব ৯ দীর্ঘ ‘’ এই তিনটি অক্ষর উঠিয়া যাওয়ায় ক্ষতি নাই, কারণ সংস্কৃতে দীর্ঘ ‘’ সকলে স্বীকার করেন না, পাণিনিও করেন না। ংস্কৃতে হ্রস্ব ‘’ ও দীর্ঘ ঋ’র ব্যবহার খুব কম। বাঙ্গালায় উঠিয়া যাইলে ক্ষতি নাই, কিন্তু অস্ত্যস্থ ব তুলিলে চলিবে কি ? সংস্কৃতে অস্ত্যস্থ ব বর্গীয় ব অপেক্ষ অনেক বেশী। তাহার পর সংস্কৃতে এক শ্লোক আছে— উর্দুটে যত্র বিদ্যেতে যো ব: প্রত্যয়সন্ধিজ:। অস্ত্যস্থং তং বিজানীয়াং তদন্যে বর্গ উচ্যতে । ধাতুপাঠে অধিকাংশ ব-কারাদি ধাতুরই উৎও উট হয়,মুতরাং অস্ত্যন্থ ‘ব’ সেখানে খুব বেশী। বাঙ্গালায় ব-কারাদি শব হইলেই প্রায় ব অর্থাৎ ইংরাজি ‘বি’র মতন উচ্চারণ হয়। তাই বলির অন্ত্যন্থ ‘ব’কে তুলিয়া দেওয়া ঠিক হইয়াছে কি --TarunnoBot (আলাপ) ১৮:০০, ১৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি) প্রবুলীি—আশ্বিন ১৩৩৭ I ૭૦ન ভাগ, ১ম খণ্ড SAASAASAASAASAASAASAAAS না বুঝিতে পারি না। বর্ণানুক্রম আদি বর্ণেরই অনুক্রম। মাঝের বর্ণের ত অনুক্রম চলে না, সুতরাং প্রত্যুয়ের ‘ব’ আর সন্ধির ‘ব’ অস্ত্যস্থ ‘ব’ হইলেও বর্ণানুক্রমে তাহার উল্লেখ না থাকিলেও চলে। কিন্তু বেদ, বৈদ্য, বিবিধ এসকল জায়গায় আমরা বাঙ্গালীরা কি একেবারে ইংরাজি ‘বি’ এর মত উচ্চারণ করি ? বৰ্গীয় ‘ব’ ওষ্ঠবর্ণ। দুটা ঠোট মিলিয়া গেলে তবে উহার উচ্চারণ হয় । কিন্তু আমরা বেদ প্রভৃতি শব্দ যতই বৰ্গীয় ভাবে উচ্চারণ করি, ঠোট দুটি একেবারে মেলে না - খানিকটা ‘v’-এর মত উচ্চারণ হয়। সুতরাং বর্ণানুক্রম হইতে অস্ত্যস্থ ‘ব’কে একেবারে বাদ দিলে চলিবে না। চলস্তিক ও দেন নাই । তিনি অস্ত্যস্থ ‘ব’-এর বেলা + চিহ্ন দিয়া সারিয়াছেন । চলস্তিকার ভূমিকায় "ড়" ও "ঢ় দুটি নতুন বর্ণ বর্ণানুক্রমে যোগ করা হইয়াছে, কিন্তু আদি অক্ষর কোন জায়গায় “ড’ ‘ড়' হয় না এবং ‘ঢ’ ‘ঢ়’ হয় না—সুতরাং বর্ণানুক্রমে ও দুটি অক্ষর যোগ করা ঠিক হয় নাই। চলস্তিক অভিধানের ভিতরও কোন শব্দের আদ্যক্ষর “ড়’ ‘ঢ়’ নাই। সুতরাং ও দুটিকে স্বতন্ত্র অক্ষর না করিয়া শব্দের মধ্যস্থিত ড ও ঢ-কারের উচ্চারণ বলিয়া দিলেই হইত। চলস্তিকার ভূমিকার y০ আনা পত্রে চলস্তিকা বলিতেছেন, “সংস্কৃত শব্দের বানান যেমন সুনিদিষ্ট, অ-সংস্কৃত শব্দের তেমন নয়।” সংস্কৃত শব্দের বানান কি খুব স্বনিদিষ্ট ? বশিষ্ঠ, বসিষ্ঠ , কোশল, কোসল হয় ; শস্য, সস্ত হয় ; যুবতী, যুবতি, হয় ; স্বতরাং সংস্কৃত শব্দের বানান যে খুব স্বনির্দিষ্ট তা নয়। না হইলেও বাঙ্গালার মতন একেবারে অনির্দিষ্ট নয়—বিশেষ পারসী, আরবি, পোৰ্ত্ত গীজ হইতে যে-সব শব্দ আসিয়াছে তাহাদের বানান নাই বলিলেই হয় ; যেমন—জায়গা, যায়ুগা, জা’গা ; আপিস, আপীশ, আপীষ ; ইত্যাদি । ভূমিকায় চলস্তিকা আর যে-সমস্ত কথা কহিয়াছেন তাহার বাদ-প্রতিবাদ চলে না। শব্দগুলি সাঙ্গাইবার জন্ত, শব্দের অর্থগুলি পরিষ্কার করিয়া দিবার জন্য তিনি যে-সকল সঙ্কেত করিয়াছেন তাহাতে অন্যের কথা বলা ঠিক নয়। সে-সকল সঙ্কেতের জন্য তিনিই দায়ী। সঙ্কেতে যদি লোকের সুবিধা হয় সঙ্কেত চলিয়া যাইবে আর স্ববিধা না হইলে অন্তরূপ সঙ্কেত করিতে হইবে—সেটা লোকের স্ববিধা-অসুবিধার উপর নির্ভর করিবে । তবে একটা কথা বলিয়া রাখি। চলস্তিকার ভূমিকায় লেখা আছে,“পদarr (parts of speech) situe să gers ifre পারা যায়, সেজন্ত সৰ্ব্বত্র নির্দেশ করা হয় নাই। যেখানে সন্দেহ হইতে পারে সেখানে নির্দেশ-চিহ্ন আছে।” sèstrē citta 1: Parts of speech wtạirw