পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

じ。b" বিতর্কের মধ্য দিয়া যদি কোন সত্যে উপনীত হইতে পারি ত সে তকে আপত্তি নাই ; প্রবন্ধগুলিতে সে চেষ্টা লক্ষিত হয় না। শুধু বিতণ্ডামুলক বলিয়াই নয়, সাহিত্যের স্বরূপ সম্বন্ধে কোন বিশিষ্ট ধারণাই ইহাদের মধ্যে ফুটিয়া উঠে নাই। কথার কেরামতি দিয়া সেই অভাব পূর্ণ করিবার চেষ্টা হইয়াছে । বীরবলে’র অননুকরণীয় ভঙ্গী অনুসরণ না করিতে যাওয়াই ভাল ; বহিরঙ্গের সৌষ্ঠলে বইখানি সত্যই সুন্দর হইয়াছে । রাখালী—ঞ্জসিম উদ্ধান প্রণত ও ১০ দেওয়ান বাজার, ঢাকা হুইতে আবদুল মজিদ কর্তৃক প্রকাশিত । মূল্য এক টাকা । কবিতার বই । নানারূপ ছন্দের কারচুপি ও লেথার কায়দায় মন লখন শ্রান্ত হইয়া পড়ে তখন এই রকম সহজ সরল গ্রাম কবিতা সত্যই ভাল লাগে । পল্লীগীতি-হিসাবে রাখালীর কবিতাগুলিতে বৈশিষ্ট্য BBB S BBB BBB BB BB BBB BBBBSBBBBB BBB SBBBBS বন্ধু' অথবা বন্ধের গানের স্বরে ‘স্বজন বন্ধুরে, বাংলা ছড়া ও পল্লীগাথার স্বরে ধবনিত হইয়া উঠিয়াছে। অন্যান্ত কবিতাগুলিও গ্রাম্যজীবন লইয়া রচিত - প্রথম কবিতা রাখালী’ । "এই গায়েতে একটি মেয়ে চুলগুলি তার কালে কালে মাঝে সোনার মুখটি হাসে আঁধারেতে চাদের আলো । 歌 歇 家 মুখখানি তার কাছ৷ কাণ না সে সোনার না সে আবীর না সে করণ সাঝের গাঙে আধ-জুলো রঙীন রবির।” -এ ছবি সকলেই উপভোগ করিবে। সব কবিতা এইরূপ উপভোগ্য হইয়া ন উঠিলেও বইখানি পড়িয়। তৃপ্তি লাভ করিয়াছি। শ্ৰী শৈলেন্দ্রকৃষ্ণ লাহ। খ্রীমতী-স্ত্রীজগদীশ গুপ্ত প্রণত ও ২.৩২ কর্ণওয়ালিস স্ট্রট, কলিকাতা হইতে খ্ৰীহেমচন্দ্র বাগচী বস্তুক প্রকাশিত, ডবল ক্রাউন ষোড়শংশিত ১৮ পৃষ্ঠা। কাপড়ের মলাট- ঘাম দেড় টাকা । শব্দতত্ত্বের প্রবাসী—আশ্বিন, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ১ম খণ্ড জগদীশবাবু ছোটগল্প লিখিয় খ্যাতি অর্জন করিয়াছেন, সুতরাং উার নুতন পরিচয় অনাবশ্বক। "শ্ৰীমতী” তার লেখা সাতটি গল্প লইয়। দেখা দিয়াছে। এগুলি ইতিপূৰ্ব্বে বিভিন্ন সাময়িক পত্রে ছাগ৷ হইয়াছিল । লেখকের গল্প বলার ভঙ্গীতে বৈশিষ্ট্য আছে--ভাষাও শিষ্ট ও মার্জিত ৷ সব লেখা উচুদরের না হইলেও, প্রায়ই সুখপাঠ্য। আলোচ্য গল্পগুলির মধ্যে প্রথম শ্রেণীর রচনা নাই-ইহার চেয়ে ঢের ভালো গল্প তিনি লিখিয়াছেন । সে যাই হোক, ‘আহুতি’, ‘ঘেন্নার কথা’, ‘অবাক্ জোৎস্না ভালো লাগিল। ‘কার্য্যকারণ গল্পের humour খুব উপভোগ করিয়াছি । বইখানিতে ছাপার ভুল বেশী চোখে পড়িল না, কিন্তু চন্দ্রবিন্দুকে এমন নিৰ্ম্মমভাবে কে নিৰ্ব্বাসনে দিল ? স্বস্থানে বার-লার তার দেপা লা পাইয়া পড়িবার সময় মন তিতিবিরক্ত হইয় ওঠে। , স, ব ময়মনসিংহ কিশোরগঞ্জে হিন্দুর তুর্গতি— ( প্রথম খণ্ড ) নরহত্য, গৃহদাহু, লুণ্ঠন প্রভৃতি অত্যাচারের লিস্তম্ভ বিবরণ : হিন্দুমিশন কর্তৃক সংগৃহীত ; মুল্য দুই আন । সাম্প্রদায়িক দাঙ্গ) ও তাহার প্রতিকার—ঢাকা হিন্দুমিশন হইতে গণেশচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। মূল দুই পয়সা । এই পুস্তিকা দুইখানিতে ঢাকা ও ময়মনসিংহ জেলায় মুসলমান উপদ্রবের বিস্তারিত বিবরণ দেওয়া হইয়াছে ও তাহার প্রতিকালের উপায় নির্দেশ করা হইয়াছে। এই পুস্তকগুলিতে যে সকল বিবরণ দেওয়া হইয়াছে তাহার সমর্থক বড় জবানবন্দ হিন্দুমিশনের নিকট আছে । সুতরাং ইহাদের সাময়িক মূল্য ছাড়া ঐতিহাসিক মুল্যও আছে । পুস্তক দুইখানি ১৯ নং জয়চন্দ্র ঘোষ 'uলন, ঢাকা ( বাংলা বাজার ) এই ঠিকানায় হিন্দুমিশনের সভাপতি— শ্ৰীযুক্ত স্বামী সত্যানন্দের নিকট হইতে প্রাপ্তব ; GI

যৎকিঞ্চিৎ - শ্ৰীচারু বন্দ্যোপাধ্যায় শুনেছি শ্ৰীযুক্ত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি রায়বাহাদুরের পরম উৎকৃষ্ট বাঙ্গাল শব্দকোষ প্রথম সংস্করণ নি:শেষ হয়ে গেছে ; তিনি দ্বিতীয় সংস্করণ প্রকাশ করবার জঙ্ক যছকাল থেকে একজন প্রকাশক খুজছেন, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত একজন প্রকাশকও উদযোগী হয়ে অমন মহামূল্যবান পুস্তক প্রকাশের ভার গ্রহণ করেন নি। যিনি এই সংকৰ্ম্মে অগ্রসর হবেন, তিনি বঙ্গবাসীর ও বঙ্গভাষীর পরম বন্ধুর কাজ করবেন। - খ্ৰীযুক্ত জ্ঞামেশ্রমোহন দাস মহাশয়ের বাঙ্গল ভাবার অভিধানেরও দ্বিতীয় সংস্করণ করা শীঘ্রই আবশ্বক হবে ; তিনি কিছুদিন পূৰ্ব্বে বঙ্গবাণী ও বঙ্গভাষীদের কাছে শব্দ-সাহায্য প্রার্থনা করেছিলেন ; কিন্তু দুঃখের বিষয় আজ পৰ্য্যন্ত কোনো ব্যক্তি এদিকে দৃকপাত করেন নি। অধ্যাপক মারে সাহেব যখন নিউ অকৃ"কর্ড ডিক্শনারী সঙ্কলন করুবার গুপ্ত ইংরেজীভাষী লোকদের কাছে শব-সাহায্য প্রার্থন করেছিলেন তখন ইংলণ্ড স্কটল্যাণ্ড আয়ালাও ক্যানাডা অষ্ট্রেলিয়া দক্ষিণ-আফ্রিকা থেকে ও য়ুরোপের বিভিন্ন দেশ থেকেও লক্ষণধিক লোক তাকে শব্দ ও শব্দের ইতিহাস ও প্রয়োগ সংগ্ৰহ ক’রে দিয়েছিলেন । বঙ্গীয়-সাহিত্য-পরিবৎ-পত্রিকায় দু-একজনকে ছাড়া আর কোনো লোককে এই কৰ্ম্মে ব্ৰতী দেখতে পাই না। প্রবাসীর বেতালের বৈঠকে মধ্যে মধ্যে স্থ-চারটা শবেীয় সন্ধান দেওয়া হয়েছে। গত বৎসর জ্যৈষ্ঠ মাসের ভারতবর্ষে শ্ৰীযুক্ত অমিয়ময় দাস মহাশয় “বঙ্গভাষার সস্থিত পালিভাষার সংমিশ্রণ” সম্বন্ধে কিঞ্চিৎ আলোচন৷ করেছেন ।