পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о হাসি কান্না— শ্ৰীকৃষ্ণবিহারী দত্ত প্রণীত । ইংরাজ—শ্ৰীঅতুলকৃষ্ণ মিত্র প্রণীত । ভূঠের বেগার—শ্ৰীক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ প্রণীত। তিনখানিই কথোপকথনের ছলে লিখিত সুতরাং নাটক বলিতে হয় । কিন্তু এগুলি যে কি ছাট ভস্ম তা বলিতে পারি না । যেমন রুচি কদয়া তেমনি লিখিবার ভঙ্গী চুম্বন্য । সমালোচনা নিম্প্রয়োজন । পুণোর জয় --শ্ৰীহুধাকৃষ্ণ বাগচি প্রণীত সচিত্র ডিটেক্টিভ উপন্যাস । শ্ৰীপচকড়ি দে সম্পাদিত। প্রকাশক শীজীবেন্দকুমার দত্ত, চট্টগ্রাম । একেবারে ত্রাস্পশা যোগ । বইখানার আগাগোড়ী অসামঞ্জস্য । নাম সচিত্র, চিত্র কিন্তু নাই। দীনেশ বাবু ভূমিকা লিথিবেন তিনি কিন্তু লিখেন নাই । প্রথম লাইনেই গ্রন্থকারের টববর মস্তিষ্ক "নিবিড় অরণ্যের সম্মুখভাগে একটি পম্পোদ্যান” কাল্পনা করিয়াছে । এষ্টরূপ প্রতি ছত্রে অস্বাভাবিকতার ছড়াছডি। চোর ডাকাতের দল বুক্ষকোটরে লুকাইল আর ডিটেকটিভ গাছের গায়ে একটা ফুটোর মুখে অণুবীক্ষন লাগাইয়া সব দেখিল । লেখক চক্ষে অণুবীক্ষন কখনো দেখিয়াছেন কি এবং অণুবীক্ষনের দ্বারা কি হয় জানেন কি ? যাহার নিজেরা না শিথিয়৷ গ্রন্থকাররূপে পরকে শিক্ষা দিবার স্পর্দা করে গুহারা কখনো সিদ্ধিলাভ করে না। পাপচিত্র দেখাইতে গিয়া যাঙ্গার কদাচারের প্রকাশ চিত্র ভদ্রসমাজে উপস্তিত করে তাহারা সাহিত্যদরবারে দ্বগু পাইবার যোগ্য । গ্রন্থকারের স্ত্রীশিক্ষা ও বিধবা বিবাহ একটা ধুরী স্থানাস্থান কালাকাল জ্ঞান নাই বক্ততা ও গুরুগিরি করিয়াছেন। একজন যুবতী বিধবাকে দিয়া হঠাৎ একজন অপরিচিত পুরুষের সম্মুখে গ্রন্থকার বিধৰ বিবাহের সপক্ষে যে সব যুক্তির অবতারণা করিয়াছেন তাই কুলনারীর পক্ষে লজ্জা ও অপমানেরই বিষয় ---প্রন্থকার এক জায়গায় বলিয়াছেন—“পাঠক বোধ করি লেখককে অতিশয় নির্লজ্জ ভাবিতেছেন... আধুনিক যুবক-সম্প্রদায়ের রুচির প্রতি লক্ষ্য করিয়৷ আমাদের স্যায় হতভাগা লেখকগণকে বই লিখিতে হয় তা নির্লজ্জক্ট বল আর গালষ্ট দাও লেখক গ্রহণ করিতে বাধা ।” আহা বেচারী। দয়া করিয়া খেলনী ংবরণ করিলাম—এমন কদৰ্য্য ক্লঘস্থ কষ্টয়ের সমালোচনী লিথিয়। তাহাকে কলঙ্কিত করিব না। রেখা লীযষ্টীলমোহন বাগচী, বি-এ, প্রণীত । ডবল ক্রাউন ষোড় শংশিত ৯৬ পৃষ্ঠা । মূলা বারে আনা । এখানি কবিতাপুস্তক । যতীন্দ্র বাবুর পরিণত লেখনীয় কবিতাগুলি পরম উপভোগ্য হইয়াছে । তাহার শব্দচিত্র, ছন্দের অনাহত লীলা ও ঝঙ্কার, এবং ভাবের রমণীয়ত! ইহাতে পরিপক্ক । লাভ করিয়াছে । এই নবীন কবির কবিতাগুলি সরস ও সুখপাঠ্য। তবে কোন কোন কবিত। রবীন্দ্রনাথের ভাবের প্রতিধ্বনি হইয় পড়িয়াছে মনে হয়। এটিক কাগজে পরিষ্কার ছাপা— বহিরাবরণটিও নয়নরঞ্জক হইয়াছে । মুদ্র-রাক্ষস । প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড -“খাদ্য”-শ্ৰীচুনীলাল বস্তু, এম, বি, এফ, সি, এস প্রণীত, সাহিত্যসভার গ্রন্থ প্রচার বিভাগ হইতে প্রকাশিত। মূল্য ১ এক টাকা । গুরুদাস লাইব্রেরী প্রভুঞ্জি সকল বিশিষ্ট স্থলেই পাওয়া যায়। ডাক্তার চুনীলাল বহু সৰ্ব্বজনবিদিত। তিনি বঙ্গীর গভর্ণমেন্টের সহকারী রসায়নিক পরীক্ষক। আজ পচিশ ত্রিশ বৎসর যাবৎ এই কাযে কুমাগম ব্ৰষ্ঠী থাকিয় কতই অভিজ্ঞতালাভ করিয়াছেন। সুতরাং খাদ্য সম্বন্ধে মতামত দিতে কেষ্টই ঠাহীর সমকক্ষ নতেন। আর আমাদের দেশে খাদ্যের বড়ষ্ট দুর্দশা । যেমন অভাব তেমনি অজ্ঞ * ও অবহেলা ! আমাদের দেশে নাটক নভেল অনেক আছে কিন্তু প্রকৃত শিখিবার বষ্ট বড়ই কম। বিশেষ বাঙ্গালী ভাষায় খাদ্য সম্বন্ধে ভালপুস্তক অতিশয় বরল । আমাদের আয়ুৰ্ব্বেদায় ও পাশ্চাত্য বৈজ্ঞানিক মন্ত উভয়ই বিশদরূপে অনুশীলন ও সামঞ্জস্ত করিয়া এ পুস্তকথানি লিখা । আর এই বইখানি ভাষা ও ভাবে বড় সরল ও প্রাঞ্চল। এই সব নানা কারণে রায় বাহাদুর ডাক্তার চুনীলাল বসুর খাদ্য" সম্বন্ধে পুস্তকখানি সাধারণের পক্ষে অতিশয় উপকারী ও জ্ঞান প্রদ হইয়াছে । খাদ্য সম্বন্ধে সাধারণ বিষয়ের অনুশীলন ছাড়াও এই পুস্তকের আর একটু বিশেষত্ব আছে। কার্য্যগতিকে সে বিশেষত্বটুকুর ঠাঙার যেমন জানিবার অবসর এমন আর কাহারও নাই, সেটি আমাদের দেশের খাদ্যের ভেজাল সম্বন্ধে । কি কি দিয়। সচরাচর পাদ্যের ভেজাল চলে, ও তাতে কিরূপ স্বাস্থোর খানি হয়, ও কেমন করিয়াই বা সেগুলি চেনা যায়, ও তন্নিবরণেরই বা উপায় কি, এই সব অ itলখক কথা অস্তি বিশদরূপে অনুশীলন করা গুচয়াছে। থাঢ়োর ভেজালে, যথা দুধ ঘি ল ইতাদি৬ে. আমাদের দেশে, বিশেষ কলপ তাহে, লোকের BBD BBD DD DDS BB BB BBBS BBBBS gBBBS টাইফইড, কলেরা, বেরীবের প্রভৃতি রোগ সব আচারেরই দোষে ঘটে। দুধ অভাবে ও দুধের দোষে কত শিশু রোগগ্ৰস্ত হয় ও মারা যায়। শিশু বয়সে পাড়াভাবে দুৰ্ব্বল গুইলে জাশয় দুৰ্ব্বলতা ত অনিবালা হয় । হাজারে আমাদের দেশে তিনশত ত্রিশটি শিশু মারা যায়। যদি চর্ণবাবুর লেখা মত অবলম্বন করিয়া এষ্ট সবের প্রতিকার হয়, দেশের কত উপকার হইবে। তিনি যেমন সাধারণ লোকদের এবিষয়ে সতর্ক করিয়া হশিক্ষা দিয়াছেন তেমনি সরকার বাহাদুরদেরও অনুনয় করিয়া এবিষয়ে হস্তক্ষেপ করিতে বলিতে ছাড়েন নাই। এবং উপায়েরও কতক আভাস দিয়াছেন। বিশেষ ভাব এত সহজ ও লিখিবার ভাব এত সুবোধা ও মধুর যে আমাদের দেশের গৃহলক্ষীদের হাতে এই জ্ঞানভাণ্ডার পড়িলে নিঃসন্দেহ অশেষ সুফল ফলিবে । আমরা এই পৃন্তকখানি ঘরে ঘরে দেখিতে চাই। শ্ৰীইন্মাধৰ মল্লিক।