পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] কাধে করিয়া লষ্টয়া যায়—ভাড়া ২ টাকা এবং মাগুল ১॥০ টাকা, কাজেই একজন লোক উঠিতে ৩০ টাকা খরচ। র্যাহারা সবল তাহারা ঘোড়ায় চড়িয়া উঠেন, ঘোড়ার ভাড়া ১॥০ টাকা এবং মাগুল ১০ টাকা । আমরা কিন্তু একটা দুঃসাহসিক সঙ্কল্প করিয়া ফেলিলাম—পায়ে স্থাটিয়া মুণ্ডরী যাইব । স্থানীয় দুই একটা লোক বলিল *সে আপনার পরিবেন না—বিশেষতঃ সন্ধা আসিতেছে, শীতে ও অন্ধকারে বড় কষ্ট পাইবেন । আমরা ভাবিলাম আমাদের সামর্থ্য কতটুকু একবার পরীক্ষা করা যাউক । এখানে মাল লইয়া যাইবার জন্ত বিস্তর গুর্থ কুলি মিলে। ইহার বেশ বলবান ও কষ্টসহিষ্ণু ; সচরাচর একমণ, কেহব। দেড়মণ মোট লইয়া ৭৮ মাইল পথ পাহাড়ে উঠিয়া থাকে—মজুরি ছয় আনা পয়সা মাত্র। দুইজন কুলি সঙ্গে লইয়া আমরা পৰ্ব্বতারোহণ আরম্ভ করিলাম । রাজপুরে সাহেবদের বড় বড় হোটেল ছাড়াইয়া, হিমালয়ান গ্লাস ওয়ার্কসের পাশ দিয়া যাইতে হইল । এই কারখানাটী এক্ষণে বন্ধ রহিয়াছে। এদেশে কাচের কারখানার উপর যেন অভিসম্পাত আছে, বাঙ্গালাতেও ত কয়ট কাচের কারখানা ফেল হইয়া গিয়াছে। রাজপুরে মাগুল-ঘরে মাশুল দিয়া পৰ্ব্বতারোহণ করিতে হয়। প্রতি কুলির উপর দেড় আন মাশুল লাগিল । এই পাহাড়ী রাস্তাটা বর্ষায় বড় ভাঙ্গিয়া চুরিয়া যায়—মিউনিসিপ্যালিটীকে অনেক অর্থ ব্যয় করিয়া ইহার মেরামত করিতে হয়, সেইজন্তই এই মাগুলের ব্যবস্থা । হৃষিকেশ তীর্থযাত্ৰিগণের উপরও মাগুল চাপান আছে। হৃষিকেশ রোড ষ্টেসন হইতে আসিবার সময় প্রতি টিকিটের উপর এক আন মাগুল ধরা আছে । এই টাকায় বদরিকাশ্রমের পথ মেরামত হয়। যতই উপরে উঠতে লাগিলাম ততই দুরাৎ দূরতর প্রদেশ চক্ষুগোচর হইতে লাগিল, প্রতি বেকের মুখে একট নূতন ছবি। যিনি কখনও পৰ্ব্বতে আরোহণ করেন নাই তিনি জীবনের একটা মুখে বঞ্চিত সন্দেহ নাই । এ সময় পাহাড়ে উঠতেছে অতি কম লোক-—দলে দলে লোক কেবল নামিতেছে। বিবি ও দুৰ্ব্বল সাহেবগণ ভ্রমণ-কাহিনী >> X ডাণ্ডি চড়িয়া নামিতেছেন, সবল সাহেবগণ ঘোড়ায় চড়িয়া নামিতেছেন, সকলেই এই বাঙ্গালী কয়টার দিকে বিস্ময়বিস্ফারিত-লোচনে তাকাইতে লাগিলেন। মাঝে মাঝে বহুসংখ্যক খচ্চর (mule) এবং কুলি পিপীলিকা-শ্রেণীর দ্যায় নামিতেছে। অৰ্দ্ধেক পথ উঠিবার পর একটা বিশ্রামস্থানে কিছুক্ষণ বিশ্রাম করা গেল। আমাদের গুর্থ কুলিছুইটীর সহিত আলাপে জানিলাম তাহার রাজপুত, তাহাদের আত্মীয় স্বজন রেজিমেণ্টে আছে। দুষ্ট তিন বৎসর অন্তর একবার স্বদেশ নেপালে যাইতে ইচ্ছা করে ; তবে অনেকে রাজপুরেই বসবাস করিতেছে আর দেশে যায় না । ইহারা বলবান হইলেও সুস্থ নহে, এই সময় অনেকে বোথারে (জরে) ভুগিতেছে । ইহার কারণ বোধ হয় যথেষ্ট পরিমাণ খাদ্যের ও পরিচ্ছদের অভাব। একটা ছিন্ন কম্বল ভিন্ন শত নিবারণের আর কিছুই নাই, খাদ্যও পর্য্যাপ্ত নহে, কাজেই তাহদের চেহারা রুগ্ন এবং অঙ্গপ্রত্যঙ্গ বেমানান। তাহাদের স্ফৰ্ত্তির মধ্যে একটু রক্সিপান (মদ্যপান )। কিছুক্ষণ পরে স্বৰ্য্য ডুবিয়া গেলেন কিন্তু সৌভাগ্যক্রমে চন্দ্র আমাদের পথ আলোকিত করিতে লাগিলেন । রাস্তার ধারে একটা রাজসই প্রাসাদে নেপালের ভূতপূৰ্ব্ব zosta sist (Ex-Prime Minister) RtH Fftstg= | সহরের উপকণ্ঠ হইতে ‘বিজলা’-বাতির আলো পাওয়া যাইতে লাগিল । হরিদ্বার ষ্টেসনের সেই বৃদ্ধ ভদ্রলোকটী বলিয়া দিয়াছিলেন “লাণ্ডেীরে আর্য্য ধৰ্ম্মশালায় গিয়া বাস করিবেন।” মুগুর ও লাণ্ডেীর পাশাপাশী সহর। লাণ্ডোরের বাজারের নিকট রাস্ত হইতে অনেকটা নামিয়া গিয়া আর্য্যধৰ্ম্মশালা । উহার নিকটেই উদাসী-সম্প্রদায় কর্তৃক নিৰ্ম্মিত একটা ধৰ্ম্মশাল আছে। দুইটী ধৰ্ম্মশালাই সুন্দর বাঙলো—কাচ ও কাষ্ঠনিৰ্ম্মিত—দাজ্জিলিঙের বাড়ীর দ্যায়। আর্য্যধৰ্ম্মশালাটী দার্জিলিঙের লাউইস সেনিটেরিয়মের *ytg q#& &feiïR c?!t&t& (well-furnished) 1. 3è বৎসর হইল আর্য্যসমাজী জনকয়েক ভদ্রলোকের ব্যয়ে এইটী নিৰ্ম্মিত হওয়ায় মুগুরী বাসের যে কি পৰ্য্যন্ত সুবিধা হইয়াছে তাহা বলা যায় না। বাসের জন্য কিছুই দিতে হয় না ;