পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

م ) بن সাধারণত: সেই গ্রামেষ্ট লোকবসতি অধিক । ঘরে দুই দিকে দরজা থাকে। দরজাগুলি তিন ফুটের অধিক উচ্চ নয় । কেহ আক্রমণ করিলে পলায়ন করিবার জন্ত গুপ্ত দরজা আছে। ঘরগুলি বৃত্তাকারে স্থাপিত এবং বৃত্তের মাঝখানে রাজা লা নেতার বাস । রাজাকে পাহার দেওয়া সকলের একটা কৰ্ত্তব্যের মধ্যে। ঘরগুলি উচ্চে ৪ ফুট, দৈর্ঘ্যে ৮১০ ফুট এবং প্রস্থে ৬৭ ফুটের অধিক হয় না । বড় বড় কতকগুলি গাছের পাতাষ্ট উত্তম বিছান । রাত্রি প্রভাত হক্টলে প্রায় সকলেষ্ট আচাৰ্য্য সংগ্রহের জন্ত বাতির হয়। পূৰ্ব্বদিনের পাতা ফাদ, গৰ্ত্ত প্রভৃতির অনুসন্ধান করাই প্রথম কাৰ্য্য। অবশিষ্ট যাহার। থাকে, গ্রাম পাতারার ভার তাহাদেরক্ট উপর । কোনো কোনে! গাছের পাত হাতে মুড়িয় ইঙ্গর চুরুটের মত ব্যবহার করে । এই বামন মানবদের সহিত বাহিরের কৃষকদের মাঝে মাঝে ভীষণ সংঘর্ষ হয় । কারণ, ইহারা তাঙ্গদের জিনিস রাত্রে চুরী করে । ইহাদের মধ্যে কোনো নৈতিক নিয়ম না থাকায় চুরি করার বড় সুবিধা । কোনো জিনিস পছন্দ হইলেই ইহার লইয়া পলায়ন করে । এইজন্ত কৃষকগণ মনে করে, এ জাতি পৃথিবী হইতে লুপ্ত হইলেই পৃথিবীর মঙ্গল । বামনগুলি অস্ত্র শস্ত্রে সজ্জিত না থাকিলে অনেকগুলি মিলিয়াও ক্লষকদের একজনের সহি ত পারিয়া ওঠেন । কিন্তু অস্ত্র হাতে থাকিলে একজনেও সমান অস্ত্রধারীর সহিত যুদ্ধ করিতে সক্ষম। আমাদের দলের অনেক সাহসী সৈন্ত রাইফেল বন্দুক লইয়াও ইতাদের সহিত পারিয়া উঠে নাই । অতি অল্প সময়ের মধ্যেই ৫৬টী বিষাক্ত তীরে বিদ্ধ হইয়া তাম্বুতে ফিরিয়া আসিয়াছে। বামনর৷ সৰ্ব্বদাই সতর্ক থাকে। আমাদের দলের লোকগুলি সম্মুখে কাহাকেও না দেখিলেই অসতর্ক হয়, এবং কোথা হইতে সেই সময় অদৃশু ভাবে তীর আসিয়া গারে বিদ্ধ হইয় তাহার সমস্ত উৎসাহের অবসান করিয়া দেয় । বামন মানবদের শরীরে একপ্রকার দুর্গন্ধ আছে, তাহা দ্বারাই দূর হইতে তাহাদের অস্তিত্ব বা আগমন টের

  • iोंeग्नां थीझ !

কত শতাব্দী হইতে ইহার এই জঙ্গলে বাস করিতেছে প্রবাসী –আ গ্রহায়ণ, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড তাহা নির্ণয় করা দুরূহ। ফিসাবে যাহা পাওয়া যায় তাহাতে খ্ৰীষ্টের জন্মের ১৫০০ বৎসর পূৰ্ব্বে Rameses qą R নিউলিয়া দেশ জয় করেন সেই সময় হইতে অর্থাৎ আজ ৩৫ শতাব্দী ধরিয়া টঙ্গরা এখানে বাস করিতেছে । তাহারা এতদিন অসভ্য, বৰ্ব্বৱ থাকিলেও যখন এত শতাব্দীতে পৃথিবী হইতে লুপ্ত হইয়া যায় নাই তখন আশা করা যায় ভবিষ্যতে ইগর সভ্যমানবশ্রেণীভুক্ত ইষ্টবে। আফ্রিকায় বনের মধ্য দিয়া যে রেলপথ গিয়াছে এবং তাঙ্গাতে তাহারা যে সভ্যমানবের সংস্পর্শে ত্যাসিতেছে ইহাঙ্গ আমার অনুমান সাফল্যের পূর্বস্বচন । সুশীলা । ভাগ্যচক্রে ত্রয়োদশ পরিচ্ছেদ ঘণ্টাখানেক পরেই দেখা গেল পাটি ঘখের মধ্যে একেল অধীরভাবে পদচারণা করিতেছে । সে এমনি উত্তেজিত হইয়া উঠিয়াছিল যে ঝটিকাসস্কুল সমুদ্রে নৌকা যেমন করিয়া কেবলই উঠে ও পড়ে তেমনি করিয়া তাহার হৃৎপিণ্ডট কেবলই উঠিতে ও পড়িতেছিল। তাহার মুখের সে কোমলতা আর নাই—কী একটা জঘন্ত হিংস্রতায় সে মুখখান ভরিয়া উঠিয়াছে। খাচার সিংহের মত সে ঘরের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া আস্ফালন ও গর্জন করিতে লাগিল !—সে কি ইঙ্গারই জন্ত এতদিন ধরিয়া এত কৌশল, এত পরিশ্রম, এত শক্তি অপব্যয় করিয়াছে ! একখানি মাত্র চিঠি, তাঙ্গার গুটিকয়েক লাইনে প্রেমের কোমল সম্ভাষণ, তাকাতেই সমস্ত পণ্ড ! না, না, কখনোই না-— সহস্রবার না ! ভাবিতে ভাবিতে চোখের সামনে দিগন্তরেখায় ভবিষ্যতের একটা ছবি ফুটিয়া উঠিল । সে চিত্রটা কী ভয়ঙ্কর । তাহার মধ্যে মৃত্যুর সে কী ভীষণ তাওব নৃত্য চলিতেছে, সন্মুখে দারিদ্রের কী ভয়াবহ শুষ্ক মরুভূমি ! উঃ! তাহারই মধ্যে সে নিক্ষিপ্ত হইবে । ভয়ের উত্তেজনায় তাহার দেহের সমস্ত শিথিল শিরাগুলা রক্তপ্রবাহে স্বীত হইয়া উঠিল । সে মনে মনে জোরের সহিত বলিল—ন, কখনোই না ;—সমস্ত বাধা জয় করিতেষ্ট হইবে। DDBB BSHSHHDD HBD BBuH Bu BBtS