পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] এতদ সংলগ্ন ও ইহার অন্তর্গত প্রদেশ (dependencies)। —বিভাগসংখ্যা দেওয়া নাই, আয় ৭৭ লক্ষ ৩৮সহস্র মুদ্র । ( ১৫ ) দাক্ষিণাত্য প্রদেশ ৮ট সরকার ও ৭৯টী পরগণায় বিভক্ত। ইহার রাজকর, ১ ক্রোর, ৬২ লক্ষ, ৪৭৫০ মুদ্রা । ( ১৬ ) বেরার প্রদেশ-১০ট সরকার ও ১৯১টী ক্ষুদ্র পরগণায় বিভক্ত । এ প্রদেশের রাজস্বের আয় ১ ক্রোর, ৫৮ লক্ষ, ৭৫০০ মুদ্রা । (১৭) ক্যাগুিস ( থান্দেশ ) প্রদেশ এ প্রদেশকে মেনুষী বৃহৎ বলিয়া পরিগণিত করিয়াছেন । ইহা হইতে আয় ১ ক্রোর ১১ লক্ষ ৫ সহস্র মুদ্রা । (১৮) বাগলানা--( ? ) প্রদেশের ৪৩ট পরগণা তইতে ৬৮ লক্ষ, ৮৫ সহস্র মুদ্র রাজস্ব আদায় হইত। ( ১৯ ) নন্দে ( ? )-- বিভাগের উল্লেখ নাই । ৭২ লক্ষ মুদ্রা এ প্রদেশ হইতে আদায় তষ্টত । ( ২০ বাঙ্গালী প্রদেশ--- দুঃখের বিষয় ইহার বিভিন্ন বিভাগের আদৌ উল্লেখ করেন নাই। প্রবন্ধান্তরে অন্তান্ত দেশ ঐতিহাসিকের বর্ণনা হইতে এ ভ্রম সংশোধিত হইবে । এ প্রদেশের রাজস্ব অন্যান্ত প্রদেশ অপেক্ষ অনেক অধিক, প্রায় দ্বিগুণ। চিরদিনই বঙ্গভূমি রত্নপ্ৰসবিনী। কয়েক বৎসর পূৰ্ব্বে “ভারতী” পত্রিকায় প্রকাশিত, “দুইশত বৎসর পূৰ্ব্বে” প্রবন্ধে, অন্ত বৈদেশিক পৰ্য্যটক-প্রদত্ত বর্ণনায় এ অনন্ত ধনরত্নসমৃদ্ধ মুজলাম্বফলাশস্তস্যামলা প্রদেশের অগণিত ধনরত্নরাজির কথা বর্ণনা করিয়াছি । কৌতুহলী পাঠকেরা এ প্রসঙ্গে সে প্রবন্ধের অমুসরণ করিতে পারেন। এ প্রদেশের আয় ৪ ক্রোর মুদ্ৰা ! সাধে বর্ণিয়ে ও আবুল ফজল ষ্টতাকে স্বৰ্গ পলিয়া উল্লেখ করিয়াছিলেন । ( ২১ ) উঝেন ( উজ্জয়িনী ) প্রদেশ-বিভাগসংখ্যা নাই, আয় দুই ক্রোর । { ২২ ) রাগেমল (রাজমহল ? ) প্রদেশ—বিভাগের উল্লেখ নাই, রাজস্ব আদায় এক ক্রোর পঞ্চাশ সহস্র মুদ্রা । (২৩) বিজাপুর ও কর্ণাট প্রদেশের অধিকাংশ– বিভাগসংখ্যা নাই। রাজস্ব আদায় ৫ ক্রোর। ( ২৪ ) গোলকুও ও কর্ণাট প্রদেশের বাকী অংশ– সংকলন ও সমালোচন—মোগলসম্রাটের রাজকর >や° বিভাগের উল্লেখ নাই, রাজস্ব আদায় ৫ ক্রোর । এ প্রসঙ্গে আমরা বৎসর পূৰ্ব্বে “বঙ্গদর্শনে” প্রকাশিত “রঙ্গ মঙ্গল” প্রবন্ধে গোলকও প্রদেশের হীরকখনি হইতে সমাহৃত উৎকৃষ্ট চীরক রাজ কর স্বরূপ গৃহীত হইয়া মোগলরাজ ভাণ্ডার সমৃদ্ধ করিত এ কথার উল্লেখ করিয়াছি । এস্থলে পাঠক মঙ্গাশয়ের সে কথার স্মরণ রাখিধেন । এই চতুৰ্ব্বিংশতি প্রদেশ অর্থাৎ অওরঙ্গ জেবের অধিকৃত সমগ্র মোগলশাসিত ভারতবর্ষের রাজকর ৩৮ কোটী ৭ লক্ষ ৯৪ সহস্র মুদ্রা । এতদ্ব্যতীত রাজ্যের যে অদ্যান্ত আয় ছিল তাহারও উল্লেখ করিতেছি । মেকুৰী বলেন যে সে সব স্বত্রে আয়ও প্রায় ইহার সমান বা কিঞ্চিদধিক । ইহার বিস্তৃত তুলনাস্থচক তালিকা মেনুষী দেন নাই সুতরাং শেষোক্ত স্থত্রে প্রাপ্ত রাজকর যে বিভিন্ন প্রদেশ চক্টতে রীতিমত সংগৃহীত রাজকর হইতে অধিক হইবে এ কথায় সত্য তক্টলেও, যদি সমগ্র ভারতের রাজকর সকল হিসালে ৮০ ক্রোর ধরা হয় তাহা হইলে সে অকুমান অন্তায় চয় না । আমরা প্রবন্ধান্তরে আকবর, জাহাঙ্গীর, সাজাহান ও অওরঙ্গ জেলের সময়ের মুসলমান ঐতিহাসিকগণের তালিকা ও উক্ত নৃপতিদের স্বলিখিত ( যাহ্বার স্বলিখিত জীবনী আছে ) বৃত্তান্ত হইতে এবং বিদেশীয় পর্য্যটকদের পদত্ত বর্ণনা কষ্টতে সংগ্ৰহ করিয়া মোগল-সম্রাটদের গৃহীত রাজকরের এক তুলনামূলক তালিকা দিব । টঙ্গর সহিত ইংরাজ-সংগৃহীত আধুনিক ভারতবর্ষের রাজকরের তুলনা করিলে আমরা বিষয়টা বেশ স্পষ্ট বুঝিতে পারিব । যে সব প্রদেশের পাশ্বে একটা প্রশ্নস্থচক চিহ্ল ( ? ) আছে তাহারও সম্বন্ধে সত্যাসত্য আগামী প্রবন্ধে নির্ণীত কয়েক কিছু সন্দেহ হয় । হক্টলে । উক্ত তালিকায় আর একটী বিষয় প্রণিধানযোগ্য । রাজস্বের আদায় হিসাবে লিঙ্গাপুর ও গোলকু ণ্ড প্রথম ও বাঙ্গালী প্রদেশ দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে। বহুদিন হইতে বাঙ্গালা প্রদেশের ধনরত্নের থ্যাতি চলিয়া আসিতেছে! আমরা পরে দেখিব যে সত্যপ্রিয় ঐতিহাসিক আবুলফজলও মেমুখীর একথার সমর্থন করিয়াছেন।