পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] লঞ্জিকাক্ষার প্রস্তুত হয় । উহার প্রস্তুতপ্রণালী “Report on Punjab Products” a foetta ross হইয়াছে ॥৫ রাসায়নিক পরীক্ষা ।—ডাঃ উদয়চাদ দত্ত সজ্জিকাক্ষার পরীক্ষা করিয়া লিখিয়াছেন যে উহ্য অবিশুদ্ধ কাৰ্ব্বনেট অব সোডা। আবর্জন—সালফেট অব সোডা, পটাশ ইত্যাদি । আমি পরীক্ষা করিবার জন্ত কতিপয় স্থান হইতে সজ্জিকাক্ষার আনয়ন করি কিন্তু আক্ষেপের বিষয় যে সজ্জিকাক্ষার লইয়া নমুনা-বিভ্রাটে পতিত হইতে হইয়াছে। কোনটি অপরটির সহিত বর্ণে মিলে নাকোনটি শ্বেত, কোনটি ধূসর, কোনটি জলে সম্পূর্ণ দ্রবণীয়, আবার কোনটি জলে দ্রবণীয় নহে । প্রথম নমুনা । চট্টগ্রাম হইতে কোন কবিরাজ মহাশয়ের প্রদত্ত। উহাতে কাৰ্ব্বনেট খুব কম। দেখিতে ধূসর বর্ণের গুড়া, কোনওরূপ মৃত্তিক হইবে । দ্বিতীয় নমুনা । কলিকাতার কোনও বেণের দোকানে ক্রীত । ইহা সাজিমাটি । তৃতীয় নমুনা । কলিকাতার কোনও প্রসিদ্ধ কবিরাজের দোকান হইতে ক্রীত । দেখিতে শ্বেতবর্ণ । কাৰ্ব্বনেট নাই। জলে সম্পূর্ণ দ্রবণীয়। উহা সলফেটু অব সোডা এবং ক্লোরাইড অব সোডা (Sulphate and Chloride of Sodium )— HS GS TURTR ংমিশ্রণ, ক্লোরাইডের ভাগ খুব কম। চতুর্থ নমুনা । কলিকাতার অপর কোন প্রসিদ্ধ Fবিরাজের দোকান হইতে ক্রীত। ইহাও উপরোক্ত Iালফেট ও ক্লোরাইড অব সোডার সংমিশ্রণ । ক্লোরাইডের টাগ অল্প । উপরোক্ত তৃতীয় ও চতুর্থ নমুনার রাসায়নিক পরীক্ষা ইতে দেখা যাইতেছে যে কবিরাজ মহাশয়েরা সালফেটু বে সোডাকে (ক্লোরাইড অব সোডা মিশ্রিত) সর্জিকাগর বলিয়া ব্যবহার করিতেছেন। লী ব্লাঙ্ক ( Le lane)এর মতে প্রস্তুত Salt cake নামক পদার্থ ষ্ট বক্ষাররূপে প্রচলিত হইতেছে।

  • Dutt's ไ\/ zef ๕-กรก็๓ RA - -31- - -- .----

আয়ুৰ্বেদ ও আধুনিক রসায়ন ➢ ዓ© মৃত্যু, মধ্যম ও তীক্ষ ক্ষার এই তিনপ্রকার ক্ষার সুশ্ৰুত অস্ত্রচিকিৎসায় বহুল পরিমাণে ব্যবহার করিয়াছেন। আধুনিক আয়ুৰ্ব্বেদচিকিৎস হইতে অস্ত্রচিকিৎসা বহুকাল বিদায় গ্রহণ করাতে এই সকল ক্ষার পদার্থ আর ব্যবহৃত হয় না । কিন্তু এই প্রাচীন ক্ষারপাকবিধি আধুনিক বিজ্ঞানসম্মত বলিয়া আমরা এখানে ইহার উল্লেথ না করিয়া থাকিতে পারিলাম না । মৃদুক্ষর-পূর্বেই উল্লিখিত হইয়াছে যে যব ভিন্ন আরও অনেক স্থলজ বৃক্ষল তার ভস্ম হইতে ক্ষার প্রস্তুত করা হইত। ঘণ্টাপারুল, কুড়চি, অশ্বকৰ্ণ, পরিভদ্রক প্রভৃতি বৃক্ষকে দগ্ধ করিয়া তাঙ্গদেৱ ভস্ম হইতে এই মৃদুক্ষর প্রস্তুত হইত। সংক্ষেপে ইহার বিবরণ এখানে প্রদত্ত চষ্টল, র্যাতারা সবিশেষ জানিতে ইচ্ছা করেন তাহার সুশ্রীতের চিকিৎসাস্থানে ক্ষারপাকবিধি পাঠ করিবেন। ঘণ্টাপারুল ভস্ম দুই ভাগ, কুড়চি প্রভৃতির ভস্ম এক ভাগ মোট সমুদায় ৩২ সের মাত্রায় গ্রহণপূর্বক ১৯২ সের জল ( বা গোমুত্র ) সঙ্গ মিশ্রিত করিয়া বস্ত্রদ্বারা ২১ বার ছাকিয়া লক্টবে। তৎপরে সিটেগুলি বাদ দিয়া ক্ষারঞ্জল একখানি বড় কড়ায় রাপিয়া চুল্লীর উপর জাগ দিবে ও ধীরে ধীরে হাতা দ্বারা নাড়িতে থাকিপে । যখন দেখিবে যে বেশ স্বচ্ছ, রক্তবর্ণ, তীক্ষ ও পিচ্ছিল ইষ্টবে তখন আবার বস্ত্র দ্বারা পুনরায় ছাকিয়া সিটে বাদ দিবে। এইরূপে প্রস্তুত *togwi ots (mild carbonated alkali) হক্টবে। মধ্যমক্ষার-—ঐ মৃদুক্ষার অর্থাৎ কাৰ্ব্বনেট হইতে মধ্যম*tą (caustic alkali) virgs FfRTE Eētos আধুনিক রাসায়নিক, চুণের সহিত কাৰ্ব্বনেটকে উত্তপ্ত করেন। মুশ্রুতও তাহাষ্ট করিয়াছেন। উপরোক্ত ক্ষার জলের ১॥• সের আলাদা রাখিয়া বাকি জল চুল্লীর উপর চাপাইলে এবং বাটশর্ককা ( ਜੋ ), o&#1 (burnt limestone), ঝিনুক ও শঙ্খনাভি এই চারি দ্রব্য অগ্নিতে দগ্ধ করিয়া ষে চূর্ণ প্রস্তুত হইবে তাহার মোট ৪ সের উক্ত পৃথককৃত ১ সের ক্ষারজলস পেষণপূর্বক চুল্লীস্থ ক্ষার