পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] স্বপ্রকাশ ( উপনিষদের, “ন তত্র সুৰ্য্যোভাতি ন চন্দ্রতারকং নেমা বিদ্যুতে ভাস্তি কুতোহরমগ্নিঃ। তমেব ভাস্তমমুভাতি সৰ্ব্বমূ তস্ত ভাস৷ সৰ্ব্বমিদং বিভাতি । শ্লোক অবলম্বনে ) পুজার শঙ্খ বাজিয়া স্তব্ধ হয়েছে কতক্ষণ, পড়া হ’য়ে গেছে পূজার মন্ত্র নিদ্রিত তবু মন । সন্ধ্যা-আঁধার এসেছে ঘনীয়ে সারাটী বিশ্ব দেখি আবছায়ে, কেহ নাই তবু পশে যেন কানে গম্ভীর আবাহন, মোহ-ঘোর সম ছুটিতে না চায় নিদ্রিত তবু মন । ওগো পুরোহিত কি আছে তোমার মন্ত্র সম্মোহন ?--- শুনায়ে অামায় কর সে মন্ত্রে নিশ্বাসে সচেতন । গাহ স্বর্গের মহা সঙ্গীত কর এ চিত্তে ংশয়াতীত মহাপুরোহিতে মেঘের মতন ক’রোনা সংগোপন, জাগ্রত কর নব আনন্দে নিদ্রিত মোর মন ! তুচ্ছ সেথায় শাস্ত্রের কথা মন্ত্র উচ্চারণ, প্রকাশ তাহার স্বর্য্যের মত উজ্জল দরশন ! অথবা তথায় চন্দ্র তারক{ স্বৰ্য্যের ভাতি নাহি যায় দেখা তাহারি দীপ্তি উজ্জল করে নবীন সন্ন্যাসী ›ዓ¢ বিজলী, বহ্নি দীপ্তিবিহীন নিদ্রিত যেথা মন । শ্ৰীইন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। নবীন সন্ন্যাসী উনবিংশ পরিচ্ছেদ । পরদিন বেল নয়টার সময় গদাই পাল দরিয়াপুরে পৌছিয়া, মথুরানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে কাৰ্যকৰ্ম্ম, কাগজপত্র ও তহবিল বুঝিয়া লইল । বৈকালে মথুরানাথ গৃহযাত্রা করিলেন । নুতন কাযে ভৰ্ত্তি হইয়া গদাই অত্যন্ত সাধুভাব ধারণ করিল । নাপিত ডাকাইয়া নিজের গোফযোড়াটি কামইয়া ফেলিল। কার্য্যের অবসরে একটি হরিনামের ঝুলি হাতে করিয়া খড়ম পায়ে দিয়া বেড়াইতে লাগিল । ব্রাহ্মণ দেখিলেই সাষ্টাঙ্গ প্ৰণিপাত। সাধু সন্ন্যাসী পাইলে, কাছারিতে আনিয়া তাহাদের চৰ্ব্বচোষ্য আহারের বন্দোবস্ত করিতে লাগিল । ছোট বড় সকল শ্রেণীর স্ত্রীলোককে মাতৃ সম্বোধন করিয়া, অন্যায় উপার্জনের সহিত গোরক্ত ও ব্রহ্মরক্তের তুলনা দিয়া, গরীব দুঃখী প্রজাকে নিজের পুত্রস্থানীয় স্বীকার করিয়া, অল্পদিনেই গদাধর গ্রামে বিলক্ষণ পশার করিয়া লইল । সকলেই তাহার দয়াধৰ্ম্ম দেথিয়া চমৎকৃত হইয়া গেল । এইরূপে এক সপ্তাহ অতীত হইল। সপ্তাহান্তে গদাই কল্যাণপুরে গিয়া প্রভুর সহিত সাক্ষাৎ করিল। একটি নির্জন কক্ষে বাবু বসিয়া ছিলেন, সেইখানেই গদাধরের তলব হইল। বাবু বলিলেন—“কি হে গদাই— ওদিকের সব খবর কি ?” “আজ্ঞে আপনার শ্রীচরণ-আশীৰ্ব্বাদে সব মঙ্গল । আমি গিয়ে পৰ্য্যন্ত ২৭২%• তসিল হয়েছে। পনেরো দিনের মধ্যে আরও তিন চরিশো টাকা তসিল হবার আশা আছে। ছোটলোক প্রজ কিনা—বড় সব ঠেটা ।” “বেশ। মহালের সব গ্রাম দেখা হয়েছে ?” “আজ্ঞে নী—সব হয়নি। কতকগুলো এখনও বাকী ১১টা আবৰি ठूहीकृछि אה"מר", ולה- הידיד" וייזדיי " יריי"