পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য ] লঙ্কায় বৌদ্ধ বিহার X > বেদ বা “সমস্ত আমগাছ হইতে ঐটি ছাড়া অন্তগুলি বাদ দিলে কি গাছ থাকে ?” “ঐ আমগাছটি থাকে।” রাজার বুদ্ধিপ্রাখৰ্য্যে সস্তুষ্ট শুষ্টয় মহেন্দ্র তাহাকে শিষ্যত্বে গ্রহণ করিলেন । ঐ স্থানের আম্রকাননে প্রতি বৎসর জ্যৈষ্ঠ পূর্ণিমার সময় মহেন্দ্রের স্মরণোদেশে মহামেলা হয় । সমগ্ৰ সিংহল হইতে সহস্ৰ সহস্ৰ লোক মিহিন্তাল পৰ্ব্বতের উপর সমাগত হয় । ডে-ডো-ধুয়া বিহারও অতি প্রসিদ্ধ। ঐস্থান দেখিবার জন্ত আমরা সেখানে উপস্থিত হইলে আমাকে অনুরোধে পড়িয়া সেখানকার হলে বক্তৃতা দিতে হয়। আশ্চর্যের বিষয় এই যে আধ ঘণ্টার মধ্যে লোকালয় হইতে দুরে অবস্থিত সেই স্থানে মহাজনত ইষ্টয়া গেল। বক্তৃত৷ শ্রবণে তথাকার লোকের খুব উৎসাহ দেখিলাম। রাত্রি একটার সময় বক্তৃত। শেষেও ভিড় কমে নাই। জনতা না কমিলে আমরা বাহির হইতে পারি না, জনতাও আমরা না গেলে কমে না । ব্যাধ । বিহারটি সমুদ্রের ধারে । রাত্রে যে ঘরে আমাদের বাসা পাষ্টয়াছিলাম তাঙ্গার পাদদেশে সমুদের ঢেউ আঘাত করিতেছিল। সমুদের হাওয়ায় দিবসের সমস্ত ক্লাস্তি দুরে গেল । সমুদ্রেব ভীষণ গৰ্জনে রাত্রি ৪॥০ টার সময় নিদ্রাভঙ্গ হক্টলেও কোন অবসাদ বোধ করি নাক্ট । সেখানে একটি হাসপাতাল আছে। তথায় একজন ডাক্তার ছিলেন কিন্তু বহুকাল রোগ না থাকায় তিনি স্থানান্তরে গিয়াছেন, এখন একজন কম্পাউণ্ডার আছেন। তাহার নিকট শুনিলাম ঔষধগুলি অব্যবহৃত অবস্থায় পড়িয়া আছে, ২৫ বৎসরের মধ্যে কোন রোগ সেখানে দেখা যায় নাই। স্থানটির নাম ডডন-ভুর । ইহার একদিকে সমুদ্র অপর দিকে এক হ্রদ। এই স্থানের বিহার শৈলবিম্বারাম লঙ্কার মধ্যে সৰ্ব্বাপেক্ষা স্বাস্থ্যকর ও সুদৃশু স্থান । আমরা গলে গিয়াছিলাম। সেখানে রাবণকোট নামে একটি পৰ্ব্বতপও প্রায় অদ্ধ মাইল সমুদ্রমধ্য পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছে। প্রবাদ এই যে রামচন্দ্রের সহিত যুদ্ধকালে বহু সৈন্তের বিনাশ দেখিয়া রাবণ হিমালয়ে বিশল্যকরণী আনিতে লোক পাঠান। কিন্তু কেহই ঐ