পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& R উপদেশ দিয়াছিলেন। যমুনার পরপারে বৈষ্ণব বল্লভভট্টের আলয়েও কিছুদিন বাস করিয়াছিলেন। সেই দিন হইতে আজ পর্য্যস্ত পড়ে বাঙালী প্রয়াগে গিয়াছেন। সেথানকার স্থায়ী বাসিন্দা ইষ্টয়া রহিয়াছেন, তাতাদের পুত্রকল্প্যার বাংলা অপেক্ষা হিন্দিই ভালো বলিতে পারে । আজকাল বাংলা ভাষার চর্চা প্রসার লাভ বোধ হয় | পশ্চিমের সঙ্গবের মধ্যে পারাণসী ও বৃন্দাবনের পবেষ্ট এলাহাবাদের বাঙালী অধিবাসীর সংখ্যা অধিক । দুই সঙ্গরে ধৰ্ম্মার্থী ও মুমুক্ষুর বাস, এলাঙ্গাবাদে সব বিষয়কৰ্ম্মীর বাস । লাভ করিলেন তখন তাঙ্গদের পূর্বপরিচিত বাঙালী কৰ্ম্মচারীদিগকে সঙ্গে করিয়া সে দেশে লক্টয়া যান । সুত্রে এলাহাবাদে বাঙালীর প্রাধান্ত । সে দেশে নিজেদের সদগুণে ইংরেজ ও হিন্দুস্থানীর শ্রদ্ধাপাত্র ভক্টয়াছিলেন । এলাহাবাদে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা বাঙালীর দ্বারা । পরলোকগত নীলকমল মি এ ও কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজ ব্যয়ে দুইটি স্কুল চালাহঁতেন । এই কালী বাবু সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ পক্ষে থাকায় যথেষ্ট লাঞ্ছনা ভোগ করিয়াছিলেন । সালে বাঙালী ও হিন্দুস্থানার চেষ্টায় এলাকাবাদের প্রধান কলেজ স্থাপিত হয় । মিওর সেণ্টাল কলেজ প্রতিষ্ঠার জন্ত উদ্যোগী বাঙালীদের মধ্যে পরলোকগত প্যারীমোহন বন্দ্যোপাধ্যায় ও রামেশ্বর চৌধুরী প্রধান । যমুনার উপর প্রথম পাক ঘাট নিৰ্ম্মাণ করিয়া দেন রামধন মুখোপাধ্যায়। তাহা বহু বৎসর হইল যমুনার স্রোতে ভাসিয়া গিয়াছে। অধুনা লাল রামচরণ লাল যমুনার উপর আর একটি সুন্দর ঘটি করিয়া দিয়াছেন । রামেশ্বর চৌধুরীর দানে এলাহাবাদের বহু প্রতিষ্ঠান—Alfred Park, Thornhill and Mayne Memorial Building, 5rș3 iata প্রভৃতি—পরিপুষ্ট !

  • Utitotoa tortotosh Fighting Munsii— যোদ্ধা মুন্সেফ—নামে সমধিক পরিচিত । সিপাহী বিদ্রোহের সময় তিনি বিদ্রোহীদের সহিত রীতিমত যুদ্ধ করিয়াছিলেন।

অনেকে করিতেছে (2)이지 ংরেজ যখন প্রথম এই প্রদেশে তাধিকার সেই অনেক বাঙালী ՏԵ ԳՀ: প্রবাসী—পৌষ, ১৩১ ১০ম ভাগ, ২য় খণ্ড যোদু মুন্সেস প্যাকামোহন বন্দ্যোপাধ্যায় । তাঙ্গৰ অকাল মৃত্যু ণ এ চলে তিনি ভাষ্টকোটের জজ শুঠতে পারিতেন । এক্ষণে তাহ। বঙ্গ আত্মায় শ্ৰীসক্স প্রমদাচরণ বন্দোপাধ্যায় এলাহাবাদ হাইকেটের সুযোগ্য বাঙাণী శ్రీ డ్రీ | বাবা মাধো দাস তাঙ্গর সাধুতা ও ধৰ্ম্মনিষ্ঠার জন্ত বলতে গেলে এলাহাবাদের শ্রেষ্ঠ বাঙালী । তিনি মুসলমান-মুফিসাঙ্গত্যে ছিলেন । সৰ্ব্বধৰ্ম্মে সমদৰ্শিতার জন্ত চন্দু মুসলমান খ্ৰীষ্টান, পণ্ডিত মৌলবী পাদ্রা, প্রভৃতি বহু দূরদেশ গুস্ততে তাহার সৎসঙ্গ সম্ভোগের \ge জন্ত আসিতেন । বর্তমান বাঙালার মধ্যে মহামহোপাধ্যায় পণ্ডিত ক্রযুক্ত আদিত্যরাম ভট্টাচাৰ্য্য মহাশয় সকলের পরম শ্রদ্ধেয় । তাহার দাদা শ্ৰীযুক্ত বেণীমাধব ভট্টাচাৰ্য্য বৃদ্ধতম বাঙালী । তিনি সিপাহী বিদ্রোহের সময় ইংরাজের সৈন্তবিভাগে কৰ্ম্ম করিতেন। এখনো তিনি বেশ কৰ্ম্মঠ আছেন । ফ্যানি পার্কস নাম্নী একজন ইংরেজ পৰ্য্যটিক প্রাচীন এলাহাবাদের একটি কৌতুককর বর্ণনা র্তাহার Wanderings of a Pilgrim in quest of the Picturesque নামক পুস্তকে লিপিবদ্ধ করিয়াছেন । তাহাতে জানা যায়