পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 о о অলস অদৃষ্টবাদী ভারতসন্তানে মনুষ্যত্ব গৌরবের সমুচ্চ সোপানে দিতে পুনঃ প্রতিষ্ঠান । গাও র্তাবি গান যে দেবতা সাব বিশ্বে দিতে মচা প্রাণ পরিপূর্ণ স্নেহভরে দিল বরষণ আনন্দ অমৃত ত’তে শুভ পরশন। শ্ৰীফণিভূষণ মুখোপাধ্যায়। সৈয়দ আলি ইমাম শ্ৰীযুক্ত সত্যেন্ত্র প্রসন্ন সিংহ ভারত গবৰ্ণমেণ্টের ব্যবস্তাসচিবের পদ ত্যাগ করায় তাঙ্কার স্থানে ব্যাবিষ্টার ও বাঙ্গল গবর্ণ মাননীয় সৈয়দ মালি ইমাম । মেন্টের ষ্টাণ্ডিং কৌন্সেল ত্রযুক্ত সৈয়দ আলি ইমাম নিযুক্ত প্রবাসী—পৌষ, ১৩১৭ SAASAASAASAASAASAASAA S SSSS হইয়াছেন। ইনি যোগ্যতম ব্যক্তি না হইলেও অযোগ্য নহেন । ইনি সুবক্তা, বিবেচক ও আইনজ্ঞ। সুতরাং ইহার নিয়োগে অসন্তুষ্ট হইবার বিশেষ কারণ নাই । ভারতবাসী গবর্ণমেণ্টের যে কোন পদেষ্ট নিযুক্ত হউক, শাসননীতির কোন পরিবর্তন করিতে পারিবেন না । যেরূপ উচ্চপদস্থই হউন তাতাকে কেবল হুকুম তামিল করিতে হুইবে মাত্র। সুতরাং নিযুক্ত ব্যক্তির যোগ্যতা নিক্তিতে ওজন করা একপ্রকার পণ্ডশ্রম । যাহাই হউক, গবর্ণমেণ্টের নিদিষ্ট গণ্ডীর মধ্যে থাকিয়াও দেশের হিতসাধন কিয়ৎ পরিমাণে সম্ভবপর। আশা করি সৈয়দ সাহেব তাহা করিবেন। তিনি রাজনীতিক্ষেত্রে হিন্দু মুসলমানের একান্ত স্বাতন্ত্র্যবাদী নহেন । ইহাও আশার কথা । সিন্ধুর মাতৃত্ব অনও বপুল সিন্ধু চলোৰ্ম্মি-মুখর, কল্লোলিয়া লুটিতেছে অনন্ত বেলায়। তিল্লোলে চিল্লোলে উঠে একাগ্র-সুন্দর ফেন-পুষ্প পূত অর্ঘ্য দেবতার পায় । দীর্ণ বক্ষ-বন্ধ টুটি ফুটে আৰ্ত্তনাদ,— কতে, “দেহ ফিরাইয়া অভাগীর ধন । সমুদ্র মন্থন এ ত নহে বিশ্বনাথ, হায় এ যে জননীর অন্তর মন্থন !" উন্মাদিনী বিবসনা উৰ্ম্মি-বাহু তুলি তনয়ে কাড়িতে চাহে হৃদয়ে কৌতুকে ; নিষ্ফল আবেগ শুধু দিগন্ত আকুলি’ আপনি ফিরিয়া আসে আপনার বুকে । উদ্ধে গৃহচারা চন্দ্র পলকবিহীন, আৰ্ত্ত মাতৃ-অঙ্ক চাহি’ আড়ষ্ট তুহিন ! ঐহেমেন্দ্রলাল রায় s.a.wesawasas==asa" শু১ ও ৬২নং বৌবাজার ষ্ট্রট, কুন্তলীন প্রেস হইতে শ্রীপূর্ণচন্দ্র দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত