পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য। ] স্বাভাবিক ও কৃত্রিম গুছা ত্ৰিমূৰ্ত্তি ( ইস্তিগুষ্ঠা )। স্থানে স্থানে গভীর গৰ্ত্ত ছিল -আমাদের চালকের ইঙ্গিতমতে সেই সকল স্থানে আমাদিগকে পায় ষ্টাটিয়া চলিতে হইয়াছিল । দুর্গম পথ চলিয়। আমি ম্যাটামীর ফরাসী দুগে পহুছিলাম । পথিমধ্যে কোথায় কেমন করিয়া যেন আমি আমার ব্যাগটি হীরাইয়। আসিয়াছি। ফরাসী ছুcগর অধ্যক্ষ মহাশয় পূৰ্ব্বেই তারযোগে আমার আগমনসংবাদ পাইয়াছিলেন । তিনি আমাকে সাদরে গ্রহণ করিলেন । অতি প্রাচীনকালে পৃথিবীর সকল দেশেই পৰ্ব্বতগুহায় একদল লোক বাস করিত এবং এখনও কোনো কোনো অসভ্য জাতি পৰ্ব্বতগুহায় বাস করে, কিন্তু বর্তমান মুসভ্য ইংলণ্ডে যে এখনও গহবরবাসী এক সম্প্রদায় লোক থাকিতে পারে ইছা আমাদের কাছে বাস্তবিকই আশ্চর্য্যের বিষয় । এই লোকগুলি বহু প্রাচীনকাল হইতে খোদিত পৰ্ব্বতগহবরে অতি স্বর্থে ও শান্তিতে বাস করিতেছে । ওয়াইড, ওয়ার্লড পত্রিকায় মিঃ এ, ষ্ট, জনসন ইংলণ্ডেব কতকগুলি প্রাচীন গহবরের বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন । নিম্নে তাঙ্কার সার সংকলন করিয়া দিলাম । জগতে সভ্যত। বিস্তারের সঙ্গে সঙ্গে মাতুবের চিস্তা ও আবিষ্কারশক্তিয় যথেষ্ট বুদ্ধি হইয়াছে। তাহার ফলে খোদিত গহবরে বাস করা ছাড়িয়া দিয়া সভা মানৰ এখন ইট চুণ, স্বরকি দ্বার গৃহ নিৰ্ম্মাণ করিয়া তাহাতে ৰাস করিতে পছন্দ করে। কিন্তু এখনও ইংলণ্ডের অনেকে গুহ নিৰ্ম্মাণ করা অপেক্ষা পাহাড় খুড়িয়া ৰাস করিতে ভালবাসে এবং প্রকৃতি দেবীর অtশ্রয়ে অতি মুথে ও শাঙ্গিতে বাস করে। উরচেষ্টারসায়ারস্থি হু কিডারমিনষ্টারের অনতিদূরে উন্নত কিনভার রিজ নামক পৰ্ব্বত অবস্থিত। ইহার শিখরপ্রদেশে অতি প্রাচীন একটা দুর্গের ভগ্নাবশেষ দেপা যায়। গবাদ যে মাসির দেশের রাজা উল্‌ফহিয়ার ৬৫৭ হইতে ৬৭০ খ্ৰীষ্টাব্দের মধ্যে ইহা ধ্বংস করিয়াছিলেন। রিগুটি দৈর্ঘ্যে অনুমান ঠিন মাইল। এই সমস্ত স্থান ব্যাপিয়৷ নানাবিধ গহবর দেখা যায় এবং সে সমস্তই পাহাড়ের গা খুড়িয় ৰাহির করা হইয়াছে। অতি অল্পদিন কয় স্থানীয় স্বাস্থ্যোন্নতি-সমিতি সেই ভগ্ন স্তপগুলি খডিয়া বাড়ির করিয়াছে। ভগ্ন গহ্বরগুলি ছাড়াও কতকগুলি গৃহ আছে, তাঙ্কাতে এখনও লোকবসতি দেখা যায়। অধিবাসীরা বলে যে তাঙ্কার চেয়ে উত্তম বাসস্থান তাহারা চাহে না । বাহির হইতে যতগুলি অসুবিধার কথা আমরা মনে করি প্রকুত পক্ষে তেমন কোনো অসুবিধাই নাই । রিজের লাল পাথরগুলি অতি সহজেই অস্ত্র দ্বার ইচ্ছামত কাটা যায় কাজেই সমস্ত গহ্বরে আবখ্যক মত ঘর, দরজা, জানাল, এমন কি টেবিল, আলমারি ও দেরাজ পর্যাস্তুও প্রস্তুত করা হইয়াছে । বাহিরের দেয়ালে বিশেষ কোনো কারুকার্য্য করা হয় নাই । বায়ু ও জালে প্রবেশের জন্ত যথেষ্ট বন্দোবন্ত করা রহিয়াছে। গৃহের মধ্যস্থিত সমস্ত আবখ্যকীয় জিনিষগুলি লাল পাথরে প্রস্তুত । প্রত্যেক গৃহেই রান্ন করার জঙ্ক ষ্ট্রোভ বা উনন গৌড় রহিয়াছে । শীতকালে গৃহগুলি উত্তপ্ত করিবার জন্ত অগ্নিকুও ও চিমনীর বন্দোবস্ত আছে । সাধারণতঃ দেয়ালগুলিতে ও ছাদে রং করা এবং জমি কাঠ দিয়া মুড়িয়া দেওয়া । যদিও ইহার কোনোই আৰগুৰুত झिल न करुन *tशराe-ञित्रे -**~ SumitaBot (আলাপ) ১১:৫০, ২৫ মার্চ ২০১৬ (ইউটিসি) SumitaBot (আলাপ) SumitaBot (আলাপ) ১১:৫০, ২৫ মার্চ ২০১৬ (ইউটিসি) fo