পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- ο প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩১৭ গদাইপালের দুশ্চিন্তু । চাকরী লইয়াছে। বোধ হয় ছোট বাবুর কাছে সে গদাধরের গুণাগুণ ব্যাখ্যা করিতে আসিয়াছিল । মনে জানে ছোট বাবু লোকটা ভারি কড়াক্কড়। যদি শুনেন গদাধরের জেল হইয়াছিল—সে একজন পাকা জালিয়াৎ— তবে স্কয় ত তিনি জ্যেষ্ঠকে বলিয়া গদাধরকে অৰ্দ্ধচন্দ্র দিবার ব্যবস্থা করিবেন । কিন্তু রমণ যদি সে অাশ৷ করিয়া থাকে, তবে তাহার দুরাশা—কারণ সৌভাগ্যবশতঃ বড় বাবু এমন নীতিবায়ুগ্ৰস্ত ননীর পুতুল নহেন যে এই সব কথা শুনিয়াই মূচ্ছিত হইয়া পড়িবেন। ভাবিতে ভাবিতে গদাধরের কলিকার আগুন নিবিয়া গেল। হু কাটি মুখে দিয়া দুই চারিবার কসিয়া টান দিয়া দেখিল—ধূম বাকির হয় না। তখন সে স্থ কাটি নামাইয় রাখিয়া পুনরায় চিন্তা করিতে লাগিল।—তাকার মনে হইল—“আচ্ছ আজ আমি যখন বাবুর কাছে বিদায় নিতে { ১০ম ভাগ, ২য় খণ্ড গেলাম—তখন তিনি আমার সঙ্গে ভাল করে কথা কইলেন না কেন ? আমার মুখের পানে চাইলেন না পর্য্যস্ত। আমার উপর কি বিরক্ত হয়েছেন ? হয় ত ছোট বাবু আমার নামে তাকে কিছু বলে থাকবেন। নইলে বাবুর ভাবটা আমন বদলে গেল কেন ? আমার জেল হয়েছিল বলে অথবা আমি জাল করেছি গুনে বড় বাবু কখনই আমার উপর বিরক্ত হন নি। নিশ্চয়ই রমণ ঘোষ আমার নামে লাগিয়েছে যে আমি লোকটা অত্যন্ত নিমকহারাম—বিশ্বাসঘাতক । নইলে জেলের কথা শুনে ত বাবুর কাছে আমার কদর বেড়েষ্ট গিয়েছিল। এখনও বেশ দেরী চয়নি। এখন ছোট বাবুর আহ্নিক করবার সময়—হয় ত এখনও রমণ ঘোষ বসে আছে। বাবুর আহ্নিক শেষ হবার আগে যে সে তার দেখা পায়, এমন ভরসা কম । যেতে হল –থলরটা নিতে হল । নইলে সমস্ত রাত্রি ছটফট করতে হবে—রাত্রে আমার নিদ্রে হবে না ।” গদাধর উঠিল । তখন সন্ধা উত্তীর্ণ হইয়াছে—বেশ অন্ধকার । ধরে কুয়ারে চাবি বন্ধ করিয়া গদাঙ্গ বাহির হইয় গেল। কাছারিবাড়ীতে উপস্থিত হইয়া দেখিল, অন্ত সকল আমলার প্রস্থান করিয়াছে-- কাছারিতে তালা বন্ধ। প্রাঙ্গন জনশূন্ত—কেবল দুই একজন দরোয়ান সদর দরজায় বসিয়া আছে । একজন দরোয়ান বলিল—“বাবু আবার আসিলেন যে ?” গদাই বলিল—“একখানা জরুরি কাগজ ফেলে গিয়েছিলাম—সেখান দরিয়াপুর নিয়ে যেতে হবে—তাই একবার এসেছিলাম। কাছারি ত দেখছি বন্ধ হয়ে গেছে।”—বলিয়া গদাধর মোহিতলালের বৈঠকখানার · দিকে চাহিল । দেথিল একটি খোলা জানালা দিয়৷ আলোক নির্গত হইতেছে । ধীরে ধীরে সেইদিকে অগ্রসর হইল। সে জানালাটা পশ্চাৎদিকের দেওয়ালের—ভূমি চইতে কিছু উচ্চ। জানালার নিম্নে কতকগুলা শেওলা ধরা ভাঙ্গা ইট পড়িয়া আছে, তাহা ছাড়া সেখানে কচুবন ও আগাছার জঙ্গল। গদাই পা টিপিয়া টিপিয়া সেই জানালার নিয়ে গিয়া দাড়াইল । জানালী উচ্চ হওয়াতে ভিতরের কিছু দৃষ্টিগোচর হইল না। কেবল এই ভাবিয়া