পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సా8 S99ళేు হয়েছিল এই ইটালীয় শিল্পের সৌন্দর্ষ্যে আর সাহিত্য রসে। তখন এই ফ্লোরেন্স নগরই সেই শিল্পী ও সাহিত্যিক মহলের কেন্দ্র ছিল। কত দূর-দূরান্ত দেশ থেকে রসিক, গুণীরা আসত ভ্রমরের মধু আহরণের মত ৫ । দাম্পত্য জীবন এই নগরে শুধু পিপাসা মিটাবে বলে। তাই আজও চলাফেরায় তারই স্মৃতি-বোধ উপলব্ধি করছি। নগরের প্রাচীর থেকে আরম্ভ করে আকাশভেদী ধৰ্ম্মমন্দিরে, সাধারণের সভাগুহে, কাঠের পাটায়, ক্যানভাসে শিল্পীদের সৌন্দর্ঘ্য-বোধ বসন্তে কাপণ্যহীন অপধ্যাপ্ত মঞ্জরীর মতই ফুটে উঠেছিল। বতিচেলি, রাফায়েল ও অন্ত রূপকারের একদিন যে-Rন্দরীদের সৌন্দৰ্ঘ্য দেখে রং-রেখায় তা ছবিতে ফুটাবার চেষ্টা করেছিল, আবার তাদেরই প্রেরণায় দাস্তেকে প্রেমের কবি করে তুলেছিল— সেই স্বন্দরীরা এখনও যেন ছবির ক্যানভাস ছেড়ে ফ্লোরেন্সের রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে। তাই ত বতিচেলির ভেনাসের, রাফায়েলের মাতৃমূৰ্ত্তির আর কবি দ্বাস্তের আরাধ্য স্বন্দরীর সলঙ্গভাব আজও চলার পথে মেয়েদের মুখে দেখতে পেয়ে চমকে উঠতে হয় । এমনই চাদিনী রাতে এই ক্লোরেন্স নগরেই বিদেশী শিল্পীরা কফিথানায়ু ব’লে তাদের ইটালীয় স্বপন্থীদের সঙ্গে ঠিক আমাদের মতই হয়ত আলাপের স্বযোগ পেত। ভ্রমণ থেকে ফিরে এসে আমরা ইণ্ডিয়া হাউসের কাজে রীতিমত লেগে গেলাম। আমাদের কাজের সুবিধার জন্ত ইণ্ডিয়া হাউসে সব চাইতে উচু একটা কাচের ছাদওয়াল ঘর ষ্টুডিওতে পরিণত করা হ’ল । দেওয়ালের গায়ে একটু কাং ক’রে বড় বড় কাঠের পাতলা তক্ত লাগিয়ে ড্রইং বোর্ড করা হ’ল । যে-সব দেওয়ালে ছবি আঁকা হবে তার ঠিক মাপে বড় বড় পাতলা কাগজ কেটে যে-সব বিষয় স্বাকব তার ডিজাইন স্বরু করলাম। ইণ্ডিয়া হাউসে ট্রেড কমিশনারের বিভাগ আছে। সেই বিভাগ থেকে যে-ঘরে ভারতের সকল প্রদেশের নানা রকম শিল্পবস্তু প্রদর্শিত হয় তার নাম প্রদর্শনী-গৃহ । ঐ ঘরের চার দিককার দেওয়ালে চারখানা অৰ্দ্ধ গোলাকৃতি আকারের ছবি আঁকবার ভার নিলেন রণদা উকিল ও স্বধাংশু চৌধুরী প্রত্যেকে ছু-খানা করে। রণদা উকিলের আঁকবার বিষয় ছিল টোরী রাগিণী ও ঈদের চাদ। স্থধাংশু চৌধুরীর ৬ । কৰ্ম্মজীবন আঁকবার বিষয় ছিল আনারকলী ও বঙ্গাপূজা। লাইব্রেরী রুমের ও একটা দেওয়ালে অৰ্দ্ধ গোলাকৃতি বড় ছবি স্বাকবার ভার নিলেন ললিত সেন এবং বিষয় নিৰ্ব্বাচন করলেন— বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দ ও অন্তদের সঙ্গে তার পরে কে এই ধর্শ্বের ভার গ্রহণ করবেন তাই জিজ্ঞাসা করছেন। আমাকে অঁাকতে হয়েছে বড় গম্বজ বা