পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^రెiులేక Tন্দ্ৰাহছাভয়াজঙ্গT % প্রয়োজন, তাহলে আধুনিক স্কুলের সবদিককার কাজ छाद्र बन डारणब ७हे जडिभउ e মুখ্যাতি জানতে সকলে দেখতে পেত । দেওয়ালের কাজ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই স্তর অতুল বদলী হলেন এবং স্তর বি. এন. মিত্র হাই কমিশনার হলেন। পূৰ্ব্বে আমরা আভাস পেয়েছিলাম, অনেক কাজ করতে হবে এবং আঁকবার দেওয়ালও অনেক ছিল । ভারতগবন্মেণ্ট দিল্লী হ’তে স্তর বি, এনকে হঠাৎ একথান। তার করলে যে,এই দফায় আর বেশী কাজ করান হবে না, তাই চার জন আর্টিষ্টকে ডোম আঁকা শেষ হলেই দেশে পাঠাতে হবে। সেই জন্য ডোম অ্যাক হলেই আমাদের কাজ শেষ ক’রে দেশে ফিরতে হ'ল। প্রত্যেকের নিজ নিজ অংশের ছবি শেষ করতে প্রায় দশ মাস লেগেছিল, অবশ্য কারো একটু আগে ও পরে। ছবি শেষ হ’লে অফিশিয়াল কায়দায় ছবির উন্মোচন হয়েছিল। সম্রাট ও সম্রাজ্ঞী বিশেষ করে ঐ সব কাজ দেখবার জন্তে ইণ্ডিয়া হাউসে এসেছিলেন। কাজ সব দেখে খুব স্বখ্যাতি করেছেন এবং এখানেই যাতে এই কাজ সমাপ্ত না হয় ও ক্রমে আরও সব দেওয়াল পরে আঁকা হয় তার জন্তে ব’লে গেছেন। স্তর উইলিয়াম রথেনষ্টাইনের চিঠিতে আমরা পেরেছি। আজকাল বিলাতে দেওয়াল-চিত্রকে জনসাধারণের সভাগৃহে বা অস্ত সব ঐ ধরণের বাড়িতে প্রচলন করবার একটা আন্দোলন চলছে। কিছু দিন পূৰ্ব্বে স্যর উইলিয়াম রথেনষ্টাইন আলোকচিত্র সহযোগে রয়েল ইন্‌ষ্টিটিউট অফ ব্রিটিস আর্কিটেক্টে এক বক্তৃতা দিয়েছিলেন। তাতে তিনি দেখিয়েছেন, আজকাল যে-সব সভাগৃহ, সিনেমা হাউস, বিশ্ববিদ্যালয় ও ধৰ্ম্মমন্দির ইত্যাদির বড় বড় বাড়ি হচ্ছে, তাতে প্রথম থেকেই যেমন বসবার ঘর, লাইব্রেরী, বকৃত-ঘর নির্বাচন করা হয় ঠিক তেমনি কতকগুলো দেওয়ালেও দেওয়াল-চিত্র অণকবার উপযোগী ক'রে দেওয়াল প্রস্তুত করা উচিত। স্থাপত্যশিল্পের যেমন একটা প্রয়োজন আছে বাড়িটাকে স্বন্দর ভাবে গড়ে তোলার তেমনই দেওয়াল-চিত্রেরও একটা প্রয়োজন আছে। আমাদের দেশে৪ পুরাকালের মত আবার রাজপ্রাসাদ থেকে আরম্ভ করে সামান্ত কুটীরেও ভারতীয় অভিরুচিতে শিল্পীর রং আর রেখার টানে যাতে সুন্দর হয়ে উঠতে পারে তারই চেষ্টা করতে হবে। % ইণ্ডিয় 33 শ্ৰীচারুচন্দ্র রায় সকল দেশেই অনুরূপ ধুয়া উঠিয়াছে—বাই ব্রিটিশ, বাই ফ্রেঞ্চ' ইত্যাদি। সুতরাং ভারতবর্ষে বাই ইণ্ডিয়ান’ ধুয়া না উঠিবে কেন ? ভারতবর্ষ চিরদিন—অন্তত: একালে-পরের মুখেই ঝাল খাইয়া আসিয়াছে। আমাদের এ কথাগুলো হয়ত অনেকের ভাল লাগিবে না । ভারতবাসী ভারতীয় জিনিষ ছাড়া কিনিবে না, দেশের টাকা দেশে থাকিবে, এতে আবার কাহার কি আপত্তি হইতে পারে! ব্রিটিশ বলিতে যাহা বুঝায়, ফ্রেঞ্চ' বলিতে যাহা বুঝায়, ইণ্ডিয়ান বলিতে যদি তাহাই বুঝাই ত তাহ হইলে বাই ব্রিটিশ, বাই ফ্রেঞ্চ, বাই ইণ্ডিয়ান একই कर्षो हरेड-७य९ क्ण७ अष्ट्रव्रण इ३७ । SS প্রকৃতপক্ষে ইউরোপের কোন জাতি—ইংরেজ, ফরাসী, জৰ্ম্মান, ইতালীয় ইত্যাদি যদি বাই ইউরোপীয়ান’ বলিত তাহা হইলে ‘বাই ইণ্ডিয়ান’ বলিতে তাহারই অনুরূপ অর্থ স্বচিত হইত। ফরাসী মনীষী মঃ ব্রিয়। কথিত ইউরোপীয় ফেডরেশান যদি কার্ধ্যে পরিণত হুইত, তাহা হইলে আমেরিকার প্রতিদ্বন্দ্বী এক ফেডরেশান গড়িয়া উঠিত এবং বাই ইউরোপীয়ান বলিয়া ধু তুলিলে অর্থনৈতিক ও রাজনীতিক ক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বী শক্তি গড়িয়া উঠিবার সহায়তা হইত। স্বতরাং তখন ‘বাই ইউরোপীয়ান’-এর একটা প্রয়োজন হইত। বর্তমান অবস্থায় কোন ইউরোপীয় জাতি বাই ইউরোপীয়ান’ বলিবে না ; পরন্তু ইউরোপ যে একসূত্রে বন্ধ নহে, তাহারই প্রমাণ