পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Seషి ── ཨ་ཨཱ་ཨཱི།──- ། এভাবে হয় না দেখিয়া কমলা ধমক দিয়া উঠিল— কি হয়েছে ? কি বলবি তুই ? পান্থর রাগ একটু যা শান্ত হইয়া আসিতেছিল, পুনরায় তাহা মাথা চাড়া দিয়া উঠিল। বলিল—বলে দেব আমি—বলে দেবই—তুই মার ধাড়ি থেকে আমসত্ত্ব চুরি করে দিল, কতদিন দিয়েছিল, সব আমি ব'লে দেব— —এই কথা, তা বলগে যা—বলিয়া কমলা হাসিয়া ফেলিল। নির্ভাবনায় পাশে কুন্ত্রীদের বাড়ি চুকিয়া পড়িল । পান্থ দাড়াইয়া দাড়াইয়া ভাবিল, কি করা যায়। নানারূপ ইতস্ততঃ করিয়া লেও দিদির পিছু ধরিল। মেটে ঘরের অন্ধকার কোণে দুই সখী মহানন্দে গল্প করিতেছিল। পাকু সেখানে গিয়া দাড়াইল, কেহই মনোযোগ করিল না। ८कझ् किडू बटन न cनशिग्ना नद cनzष *ाष्ट्रहे कषा বলিল। আস্তে আস্তে বলিল—আমি বলে দেব না দিদি -আচ্ছা—বলিয়া কমলা কুম্ভীর সহিত যে-প্রসঙ্গ হইতেছিল, তাহারই কি একটা জবাব দিল। দু-জনে হাসিয়া গড়াইয়া পড়িল । श्राष्ट्र मैंफ़ॉहेम्ना चाcछ । ক্ষণ পরে কহিল-ও দিদি, চল— সাড়া না পাইয়া পুনরায় কহিল—বেলা যে পড়ে গেল, কখন যাবি ? —কোথা ? হাসিয়া কানের কাছে মুখ আনিয়া ফিস্ ফি করিয়া পাচু বলিল—সেই যে বললি বাড়ি গিয়ে আমসত্ত্ব দিবি— যাবিনে ? शनिभ्थ कूडौ जिलांना कब्रिण-कि बरन ? ब्रनख्रण कभणां दिब्रङ झहैबाहिण । बजिण-८कांषांe একদও খির হয়ে বলবার জো আছে ? স্বাক্ষস ছেলের কেবল খাবার ভাবনা । বলছে, আমসত্ব দাও। S99ళీ> এখুনি এনে দিচ্ছি। কত খাৰে খেও—বলিতে বলিতে কুন্তী আমসত্ব জানিতে বাহির হইয়া গেল, কমলাও সেই সঙ্গে। ফিরিয়া আসিয়া দেখা গেল, পান্থ নাই, চলিয়৷ গিয়াছে। কমলা কহিল—বাড়ি চলে গিয়েছে। ঐ যে তোর সামনে রাক্ষস বললাম—ভায়ের আমার মান গিয়েছে। সত্যি কুষ্ঠী, আমি ভাবি অনেক সময়, অনেক দিন ত ওরা নেবো নেবো করছে, গিয়ে সেখানে থাকৰ কেমন করে ? প্রাচুকে সঙ্গে নিয়ে ধাৰ— কুন্ত্ৰী খিলখিল করিয়া হাসিয়া উঠিল –পারবি লো, পারৰি—একবার বরের ঘর ক’রে দেখ, শেষে আর ভাই-টাই কিছু মনেও থাকবে না— কমলা আপনার মনেই বলিয়া চলিল—তার উপরে আজ আবার খামক মেরে বসলাম। মুখখানা একেবারে রাঙা হয়ে গেছে—পাচটা আঙলের দাগ পড়ে গেছে••• আজ একখানা চিঠি হারিয়ে ফেলেছে— —চিঠি ? কবে এল রে ? কি লিখেছে, দেখালি নে আমায় ? কমলা বিমর্ষমুখে বলিতে লাগিল—আমিই বড় দেখতে পেলাম তার— বজ্ঞ ভাবনা হয়েছে ভাই, এখন একটু ইয়ে চলেছে—মানে সেই চিঠির পর থেকে। আমার অপরাধ, একবার দিন-দুই দেরি হয়েছিল চিঠি দিতে— তাই হেনে-তেনে কত কি লিখল। আমিও তেমনি কড়া কড়া জবাব দিয়েছি। কুন্তী বলিল—বেশ করেছিল, খুব করেছিল। ওদের ॐ ८कवण जश जषां कष-यूरब्रान उ छांब्रि । जांबांब्र দেখিস, সামনে এসে কি রকম করবে— কিন্তু কমলা ইহাতে বিশেষ ভরসা পাইল না। বলিতে লাগিল—কি যে মতিগতি হ’ল, কেন যে जिथणांभ-वख्छ छद्र हटव्ह छहे, शनि ब्रां८णब्र यांषांच्च দেশান্তরী হয়ে যায়। পাছু হতভাগা চিঠি হারিয়ে এল, অাজকে আবার কি লিখেছে কে জানে ?-বলিয়া ক্ষণকাল क्लिडाकून ऋष हूण कब्रिश पाकिब अfद्रा शwारेण । बजिण-वांफ़ि दाढ़े-८कफे इति किं ? कृफ़िरब cनटब याफ़ि