পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাতিক মোহেল জে+জাড়ো ও প্রাচীন সিন্ধুতীরের সভ্যতা beS ( মিশরের মন্দির প্রাচীরের মত ) তাহাতে মনে হয় খুব সম্ভব ইহার উপর আরও ঘর ছিল, কুণ্ডের চারি পাশ ঘিরিয়া একটা জুইতলা দালানের দিকে সেই সব ঘরের মুখ ছিল। কুণ্ডের উপর হয়ত ছাদ ছিল না ; অথবা সম্ভবত পুরু কোনো চন্দ্ৰাতপ দিয়া ইহা ঢাকা থাকিত । এই অদ্ভূত বাড়িটি সম্ভবত ধৰ্ম্মকার্ধে ব্যবহৃত হইত, এখনকারই মত তখনও ভারতে দেব-মন্দিরে প্রবেশের পূৰ্ব্বে স্নানাদি করা হয়ত রীতি ছিল। এই কুণ্ডযুক্ত সৌধটি স্তপধ্বংসাবলীর পাশেই , হয়ত নগরে এই সৰ্ব্বোচ্চ ধ্বংসাবলীটি পুরাকালে দেব-মন্দিরই ছিল ; তাহারই উপর পরে বৌদ্ধদের স্তপ নিৰ্ম্মাণ করা কিছুই বিচিত্র নয়। কারণ জগতের ইতিহাসে সৰ্ব্বত্রই পবিত্র স্থানগুলি ৰংশপরম্পরায় তাহাদের পবিত্রত রক্ষা করিতে চেষ্টা করিয়াছে। সেকালের সিন্ধুর দেবমন্দিরের বিশেষত্ব জানা থাকিলে কতকগুলি গৃহকে ঐ আখ্যা দেওয়া চলিত। দেবমূৰ্ত্তি হইতে পারে এমন সম্পূর্ণ একটি মূৰ্ত্তিও পাওয়া যায় নাই। মহেন-জোদাড়োর অধিবাসীদের দেবপূজার মত শারীরিক পরিচ্ছন্নতা রক্ষা করা একটা মস্ত বিশেষত্ব ছিল। কয়েকটি গৃহ ছাড়া প্রত্যেক গৃহেই শরীর প্রক্ষালনের জন্ত বাধানো সান, স্বন্দর করিয়া মেজেতে ইট জুড়িয়া তৈয়ারী, তাহ আবার ঘরের একটা ইকাণের দিকে ঢালু ; সেইখান হইতে দেয়াল ফুটা করিয়া মর্জামা বাড়ির বাহিরে রাস্তার নর্দামায় জল লইয়া ফেলে। দরিত্র পল্লীতে ঘরের জল বাহিরে একটা বড় মাটির পাত্রে গিয়া পড়িত, এবং তাহা হইতে ধীরে জমিতে মিশিয়া স্বাইত ; শক্ত কোনো জিনিষ পড়িয়া থাকিলে মেথর তাহা পরিষ্কার করিয়া লইত। बज़ बज्रं ब्रांबंधंब्र खल-निष्ां॰नर्व्ंांगॆौ छिष९ङ्कांद्म リすで”で “。-。『ア。 ও উন্নত সভ্যতার পরিচায়ক। বড় রাস্তাগুলির দুইপাশে ইট বাধান বড় বড় জলপথ, ছোট ছোট গলির এবং পাশের বাড়ির নর্দামাগুলি সিধা সমকোণভাবে ইহাতে আসিয়া পড়িয়াছে। এগুলি খোলা পড়িয়া থাকিত না । শোওয়ান, খাড়, হেলান ইত্যাদি নানাভাবে ইট মোঙ্কেন-জো-দাড়োর রাস্তার নামা দিয়া সেগুলি ঢাকা । বৃহৎ কুণ্ডের নিকটস্থ পথের বড় বড় গভীর নন্দামাগুলি (সম্ভবত স্বন্ধুর হইতে নদীপথে আনীত পাথর দিয়া ঢাকা, কারণ ৫৬ মাইল मूबइ ७३ স্থানটিই পাথর পাইবার নিকটতম খনি । মাটির তলার ড্রেন মেরামত ৪ পরিষ্কার করিবার জন্য এই সব পথগুলি খোলা হইত কল্পনা করা যায়। ঠিকাদারের মেরামতি ড্রেনের দামী পাথরগুলি খুলিয়া লইয়া মাঝে মাঝে ইট ঢাকা দিয়া আবার রাস্তা চাপা দিয়া দিত দেখিলে, মনুষ্য ধৰ্ম্ম ষে চিরকালই এক রকম না বলিয়া পারা যায় না। তিন জায়গায় আজ পর্য্যস্ত আশ্চর্য্য বড় নর্দামা পাওয়া গিয়াছে। সিন্ধুদেশের লোকেরা খিলান গাধিতে বোধ হয় জানিত না, তাই এই গভীর নর্দামাগুলি দুই ধার দিয়া পাথর ক্রমে অগ্রসর করিয়া ঢাকা দেওয়া। কিন্তু কুয়া বাধাইবার সময় খিলানের মত করিয়া কুঠারাকৃতি ইট ব্যবহার করিতে ইহাদের দেখা গিয়াছে। এই নামার_