পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s)e ভলা দিয়া নীচু হইয়া মানুষ বেশ স্থাটিয়া যাইতে পারে। এইরূপ একটি জলপথ বৃহৎ কুগুটির জল-নিষ্কাশন করিত, কিন্তু কুণ্ডের যে-মুখ দিয়া জল এই গহ্বরে পড়িত সেটি চওড়ায় ও উচ্চতায় মাত্র এক এক ফুট, এবং বড় নৰ্দ্দামী জলনিঃসরণের পথ গুলির মেজেতে এইরূপ ছোট ছোট নালি কাটা আছে ; স্বতরাং কুণ্ডের জল-ঐ মেজের নালি দিয়াই অনায়াসে বহিয়া যাইতে পারিত বোঝা যায়। ভবে এত বড় গহবরাকৃতি ঢাক-দেওয়া জলপথের এবং উপর হইতে পরিষ্কার করিবার জন্য মানুষ নামিবার গৰ্ত্ত রাখার যে কি প্রয়োজন ছিল এই প্রশ্ন মনে আসে। কুণ্ডে জল বোঝাই কি করিয়া হইত তাহাও আর এক প্রশ্ন। এই বাড়িটার একটি পূৰ্ব্বদিকের ঘরে মন্ত একটি कूबा चांटछ, किड डांश इ३८ड कू७ जन जांनिवाब কোনো পথ নাই ; জল এখান হইতে তুলিয়া ঢালিবারও কোনো কলকজার প্রমাণ নাই। কেহ কেহ বলেন যে, স্কুণ্ডের জ্বল বাহির করিয়া দিবার পর, গৰ্ত্ত দিয়া মাহুষ ૭૭ S99āు নামিয়া বড় ড্রেনটি পরিষ্কার করিত ; তাহার পর সেই ড়েনের অপর প্রান্তের জল বাহির হইয়া যাইবার মুখটি বন্ধ করিয়া দেওয়া হইত ; তাছার পর কোনো খাল হইতে পারস্ত দেশীয় জল-চক্রের সাহায্যে জলপ্রণালীটির উচ্চ মাথা পৰ্য্যন্ত জলে বোঝাই করা হইত। নিকটতম নদীশাখা কি খাল পর্য্যন্ত এই নর্দামাটির মাথা অবধি জল বোঝাই করিলে, উন্ট পথে যে-জল আবার কুণ্ডে গিয়া চুকিত, তাহা আন্দাজ পাচ ফুট গভীর হইত। কিন্তু দুঃখের বিষয় নৰ্দ্দামাটির বহিঃপ্রান্তের মুখ কতক ইট-সন্ধানী বৌদ্ধভিক্ষুর এবং কতক সময়ের অত্যাচারে ভাঙিয়া পড়িয়াছে, স্বতরাং মানব-ইতিহাসের এই:উষাকালে এই নগরবাসীদের যে, এতখানি আশ্চৰ্য্য কল্পনাশক্তি ও দক্ষতা ছিল তাহার স্পষ্ট প্রমাণ দেওয়া যায় না। পথের নর্দামার বেশীর ভাগের তলা কাচ থাকিত, তাহাতে জলট ক্রমে মাটির ভিতর মিলাইয়া যাইতে পারিত । কাদাটা মেথরে পরিষ্কার করিয়া লক্টত ; তাহাদের নর্দামায় নামিবার জন্ত দুইধারে পী-রাখিবার যে স্থান ছিল তাহা এখনও কোনো কোনো গৰ্ত্তে দেখা যায়। আর এক রকম নর্দমার তলা ইট দিয়া বাধান থাকিত, তাহার বাড়তি জল উপরের একটা ফুটা দিয়া বাহির হইয়া যাইত, নীচে স্থানাগারের এক অংশ শক্ত জিনিষ পড়িয়া থাকিত। কালপ্রবাহে ধ্বংসস্ত প-; গুলির বাহিরের ঢাল নষ্ট ও ক্ষয়প্রাপ্ত হওয়াতে রাজ