পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫ পাৰ্মিপোলিস ৷ শতস্তম্ভ প্রাসাদের অবশিষ্ট পাইবার জন্ত, কিন্তু আস্তরিক টানও কিছু আছে সন্দেহ नाई ! 舉 豪 舉 পারস্তদেশের আর্ধ্য-সভ্যতার কথা এর আগেই লিখেছি। আৰ্য-সভ্যতার মূলে কি অর্থাৎ আর্য্যদের সভ্যতা লাভ হ’ল কোথা থেকে সে কথার উত্তর এখনও সম্পূর্ণ পাওয়া যায়নি, তবে একথা বোধ হয় ঠিক যে, সে-সভ্যতার বিকাশ এশিয়া ভূমিখণ্ডেই হয়েছিল। যাই হোক, ইতিহাসে আমরা পাই যে, ৬০৬ খৃঃ পূৰ্ব্বাদে অক্ষর-দেশের পতন এবং নিনেভার ধ্বংস বাবিলদেশীয় রাজা নৰুপাল-উষ্ণুর এবং মিডিয়া বা মাদ-দেশীয় রাজা হবখশত্র এ দুই জনে করেন। মাদ-রাজ হবখশত্র ইরাণদেশের উত্তরে আর্য্য-মাদজাতির অধিপতি ছিলেন। প্রসিদ্ধ প্রত্নতত্ত্ববিদ দ্য মর্গানের মতে এই মাদদাতি খৃ: পূ: ২••• বৎসরের কাছাকাছি উত্তরপারস্তে প্রবেশ করে। তারপর অস্বর-দেশের ইতিহাসে ১১•• খৃঃ পূৰ্ব্বাৰে টিগলথ পিলেসর, ৮৪৪ খৃঃ পূৰ্ব্বাবে দ্বিতীয় শন্মানেলের ৮১৯ খৃঃ পূৰ্ব্বাবে তৃতীয় আদাদ নিরারি ৭৪৪ খৃঃ পূৰ্ব্বাৰে চতুর্থ টিগলখ পিলেসর, ৭২২ খৃঃ পূৰ্ব্বাবে দ্বিতীয় সারগণ ইত্যাদি অস্কররাজগণের মাদজ্ঞাতির বিরুদ্ধে অভিযানের কথা পাওয়া যায়। কিন্তু মাদজাতির श्रङ्कथांन दां ब्रांखाझांशन ७ई छ्यर्थ नरबब्र गभग्नई झ्छ । ইহার মৃত্যুর পর (৫৮৪ খৃঃ পূৰ্ব্বাস্বে ) ইহার পুত্ৰ ইষ্টবেণ্ড রাজত্ব বজায় রাখতে পারেন নাই । 聯 ইতিমধ্যে ইরাণের অন্তর্গত আনশান দেশের হখামনিষ্য বংশীয় আর্য্যরাজগণ প্রবল হয়ে উঠেছিলেন । সেই বংশেরই পঞ্চম নৃপতি ( মহান ) কুরুশ ইষ্টবেণ্ডকে পরাজিত করে ইরাণের অধিপতি হন। এই হগামনিৰ্য্য বংশের রাজত্বকালেই ইরাণের গৌরব পৃথিবীবিস্তৃত হয়। এই বংশেরই কম্বুজ, ( Cyrus ) কুরুশ, দারয়বহুষ, xstro (Xerxes), w3cwrgw6 ( Artaxeraxes ) ইত্যাদি প্রবল প্রভাপ নৃপতির রাজত্বকালে পারষ্ঠের আৰ্য্যজাতি এবং পারস্তদেশ প্রাচীন সভ্যজগতের শীর্ষে স্থান পায় । গ্ৰীক বিজেতা আলেকজাণ্ডারের অভিধানে হখামনিৰ্য্যরাজকুলের পতন, তারপর যবন সেলিউকিডদের রাজত্ব, তারপর পার্থব-বংশের উত্থান ও পতন, পার্থবিদের ধ্বংসকারি আধা শাশানিয় রাজকুলের বিকাশ, চরম উৎকর্ষ