পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্ত্তিব বিসেতুন ( বেছিইন ) গিরিগাত্রে ঐ মহারাজাধিরাজের তিন ভাষায় লিখিত কীলকলিপি অঙ্কুশাসনের প্রারম্ভেই অাছে। দারয়বহুষের বিরাট সাম্রাজ্য পূৰ্ব্বদিকে গান্ধার, ( কেহ । কেহ বলেন, সিন্ধু-প্রদেশের মাক্রানও ) শকস্থান হইতে হারাবতি (হিরাট ) শত্তগোঁস্ (সাট্রাগৌডিয়া ) স্থগুড ( সোঘাডিয়ান ), বাখত্রিস (ব্যাক্টিয়া , গোরাসমিয় হরইব ( এরিয়া ), জরঙ্ক ( ড্রাজিয়ানা , পার্থব ( পার্থিয়া ) বর্কান ( হিকানিয়া ) মাদ ( মিডিয়া ), উবজ ( সুসিয়ান ), বাবিরুষ ( বাবিলন ), অস্ত্রর ( আসিরিয়া ), অরবায়ু ( আরবদেশ ; সিরিয়া এবং পালেষ্টাইন ) মুদ্রায় ( ইজিপ্ট ) যউনা ( যবনদেশ, গ্রীক-উপনিবেশ সহিত ) স্পাঙ্গা আমন ( আৰ্ম্মেনিয়া ) কটপটুক ( কাপাডোসিয়া ) পধান্ত বিস্তৃত ছিল। এই সম্রাটের সেনাবাহিনী গ্রীসের অধিকাংশ জয় করিয়া ডানিয়ুব নদী হইতে ভলগা ( রুশিয়া ) নদীর তীর পৰ্যন্ত আভযান করে আসে। যে ম্যারাথন যুদ্ধের কথা পাশ্চাত্য ঐতিহাসিকেরা এতদিন আমাদের মহা ঘটা করে

  • הפאשהחf*

. ১২৯ গ্রীকদের । অর্থাৎ ইয়োরোপিয়দের ) শ্রেষ্ঠতার দৃষ্টান্ত হিসাবে শুনিয়ে আসছিলেন, এখন প্রমাণ হচ্ছে যে, সেটা পাসিপোলিস। থবয়র্যের নরবৃৰ তোরণ