পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tv t : . . ¢बांद ब्लड़ेौ به انگلیسی است. : ...... م.: : . S3? cर गचांनं वशग्राबैौ गवांश्ट्रू निरङ cध्रब्रहछन, সে সন্মান আমরা সকলকে দেব। যে পারবে না দিতে ধিক তাকে । ভাইকে তাই বলে গ্রহণ করতে বাধা দেয় যে-সমাজ, ধিক্ সেই জীর্ণ সমাজকে। সব চেয়ে বড়ো তীক্ষতা তখনই প্রকাশ পায় যখন সত্যকে চিনতে পেরেও মানতে পারিনে। সে ভীরুতার ক্ষমা নেই। অভিশাপ অনেক দিন থেকে আছে দেশের উপর। সেই জন্তে প্রায়শ্চিত্ত করতে বসেচেন একজন। সেই প্রায়শ্চিত্তে সকলকে মিলতে হবে, সেই মিলনেই আমাদের চির-মিলন স্থক হবে। মৃত্যুর বৃহৎ পাত্রে তার প্রায়শ্চিত্ত তিনি আমাদের সকলের সামনে ধরলেন, এগিয়ে দিলেন আমাদের হাতের কাছে। গ্রহণ করো সকলে, ক্ষালন कद्रव्रां★iांशं । भक्ल झटत । ॐांद्र c*ष कषां वांछ त्रांभि তোমাদের শোনাতে এসেচি। তিনি দূরে আছেন, কিন্তু তিনি দূরে নেই। তিনি আমাদের অন্তরেই चाँप्रश्न । शनि चौश्न लिएउ झ्म्न छैiएक श्रोभरलग्न छाप्छ, তবে অস্ত থাকবে না পরিতাপের । মাগা হেঁট হয়ে যাবে আমাদের। তিনি আমাদের কাছে যা চেয়েচেন, তা দ্বন্ধহ, দুঃসাধ্য ব্ৰত। কিন্তু তার চেয়ে দুঃসাধ্য কাজ তিনি করেচেন, তার চেয়ে কঠিন ব্ৰত র্তার ৷ সাহসের সঙ্গে যেন গ্রহণ করতে পারি তার দেওয়া ব্ৰত। যাকে আমরা ভয় করচি, সে কিছুই নয়। cन यांब्र, भिषा। cन गङा नग्न ; भांन्द न चांभब्र তাকে । বলে আজি সবাই মিলে, আমরা মানব না সেই মিথ্যাকে। বলে, আজ সমস্ত হৃদয় দিয়ে বলে, ভয় কিসের ? তিনি সমস্ত ভয় হরণ করে বসে আছেন। মৃত্যু-ভয়কে জয় করেচেন। কোনো ভয় যেন আজ থাকে না আমাদের । লোক-ভয়, রাজ-ভয়, সমাজ-ভয় কিছুতেই যেন সঙ্কুচিত না হই আমরা । তার পথে তীরই অন্ত্রবর্তী হয়ে চলব, পরাভব ঘটতে দেব না তার। সমস্ত পৃথিবী আজ তাকিয়ে আছে, যাদের মনে দরদ নেই তারা উপহাস করচে। এত বড়ো ব্যাপারটা সত্যই উপহাসের বিষয় হবে যদি আমাদের উপরে কোনো ফল না হয়। সমস্ত পৃথিবী আজ বিশ্বিত হবে যদি তার শক্তির আগুন আমাদের সকলের মনের মধ্যে জলে ওঠে, যদি সবাই বলতে পারি, জয় হোক তপস্বী, তোমার তপস্যা সার্থক হোক। এই জয়ধ্বনি সমুদ্রের এক পার থেকে পৌছবে আর এক পারে, সকলে বলবে সত্যের বাণী অমোঘ, ধস্ত হবে ভারতবর্ষ। আজকের দিনেও এত বড়ো সার্থকতায় যে বাধা দেবে সে অত্যন্ত হুেয়, তাকে তোমরা ভয়ে যদি মানো তবে তার চেয়ে হেয় হবে তোমরা । জয় হোক সেই তপস্বীর যিনি এই মূহূর্ভে বসে আছেন মৃত্যুকে সামনে নিয়ে, ভগবানকে অন্তরে বসিয়ে, সমস্ত হৃদয়ের প্রেমকে উজ্জল করে জালিয়ে । তোমরা জয়ধ্বনি করে তার, তোমাদের কণ্ঠস্বর পৌছুক তার আসনের কাছে, বলে তোমাকে গ্রহণ করলেম, তোমার সত্যকে স্বীকার করলেম । আমি কীইবা বলতে পারি। আমার ভাষায় জোর কোথায় ? তিনি যে ভাষায় বলচেন ষে কানে শোনবার নয়, যে প্রাণে শোনবার, মানুষের সেই চরম ভাষা, নিশ্চয়ই তোমাদের অস্তরে পৌছেচে । 穩 আমাদের সকলের চেয়ে বড়ো সৌভাগ্য, পর যখন আপন হয়। সকলের চেয়ে বড়ে বিপদ, আপন যখন পর হয়। ইচ্ছে করেই যাদের আমরা হারিয়েচি ইচ্ছে করেই আজ তাদের ফিরে ড'কো-অপরাধের অপমান হোক, অমঙ্গল দূর হয়ে যাক। মানুষকে গৌরব দান করে মহুষ্যত্বের স্বগৌরব অধিকার লাভ করি।

  • ोखिनिळकडन eहै चांचिन, २७७>