পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S99ఖి তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখে তুমি। বড়ো দুঃখ তার, তারো স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে, এমন ক-জন মেলে, যারা তা ধরতে পারে । কাচা বয়সের ইন্দ্রজাল লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে । কথাটা কেন উঠল তা বলি ; মনে করো তার নাম নরেশ । সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো f এত বড়ো কথাটা বিশ্বাস করব-যে সাহস হয় না,— না করব-যে এমন জোর কই । একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড় । আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জলতা । আর তারা সবাই কি আবিষ্কার করেচে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে । গেল মেল-এর চিঠিতে লিখেচে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্র নাইতে । বাঙালী কবির কবিতা ক-লাইন দিয়েচে তুলে, সেই যেখানে উৰ্ব্বশী উঠচে সমুদ্র থেকে। তারপরে বালির উপর বসল পাশাপাশি,— সামনে স্থলচে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নিৰ্ম্মল সূৰ্য্যালোক ।