পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ope పాక09షా প্রস্তুত, তখন হিন্দুসমাজের পক্ষ হইতে কোন বাধার জাশঙ্কা নাই। তবে ব্রিটিশ রাষ্ট্ৰীয় নেতাদের পক্ষ হইতে ভারতীয়দের কত যে-কোন ব্যবস্থারই খুং আবিষ্কৃত হইতে পারে। কারণ,শক্তির দর্প হেতু যখন মি ম্যাকডান্ড प्रशंका श्रादौब्र शमशन् चांद्रग्रां९नर्गक “अदनङ" হিন্দুদের শক্রতাসাধন বলিয়া কুব্যাখ্যা করিতে পারিয়াছেন, তখন অল্প কোন প্রকার ধৃষ্টতাই যে স্বার্থাদ্ধ কুটরাজনীতিবিশারদদের অসাধ্য নহে, তাহা বুঝা কঠিন নয়। কিন্তু ত্রিটিশ জাতি ও ব্রিটিশ পলিটিশিয়ানরা যাহাই বলুন করুন, হিন্দু সমাজ আত্মশুদ্ধি দ্বারা স্বসংহত হইলেই আমরা সঙ্কট হইব । এরূপ সমাজের অসাধ্য ও অনধিগম্য কিছু থাকিবে না । বঙ্গের সেন্সসে ভুল প্রতিবারের সেন্সসেই কোন-না-কোন কারণে ভুল থাকিতে পারে । গত বৎসর যে সেন্সস লওয়া হয়, তাহাতে, রাজনৈতিক কারণে, সাম্প্রদায়িক রেষারেষিতে এবং কোথাও কোথাও কংগ্রেসওয়ালা হিন্দুদের সেন্সসের বিরোধিতায়, অনেক ভুল থাকিবার সম্ভাবনা । ১৮ই সেপ্টেম্বরের লিবার্টি কাগজে প্রযুক্ত বি সি লাহিড়ী নামক একজন পত্ৰলেখক নেত্রকোণার সেন্সসে এইরূপ কিছু ভুল দেখাইয়াছেন। গত ৭ই জুলাইয়ের কলিকাতা গেজেটে নেত্রকোণার মুসলমান ও হিন্দুদের মোট সংখ্যা ও লিখনপঠনক্ষমদের সংখ্যা নিম্নলিখিতরূপ দেওয়া হয়। পুরুষ। স্ত্রীলোক । মুসলমান "అ:3 AS हिन्दू 8 ২১৬ ૨ase লিখনপঠনক্ষম মুসলমান ১৭৫১ 尊8&9 \3e R ইহাতে দেখা যাইতেছে, যে, নেত্রকোণার মুসলমান পুরুষ ও স্ত্রীলোকদের মোট সংখ্যা হিন্দু পুরুষ ও স্ত্রীলোকদের মোট সংখ্যা অপেক্ষ অনেক কম হইলেও, লিখনপঠনক্ষ মুসলমান পুরুষ ও স্ত্রীলোকদের মোট সংখ্যা লিখনপঠন হিন্দু পুরুষ ও স্ত্রীলোকদের চেয়ে অনেক বেশী । মুসলম পুরুষ ও স্ত্রীলোকেরা সকলেই লেখাপড়া জানিলে তা शcथब्रहे विबद्र श्हेtद' क्रूि cनजाकांक्षाब्र श्मूिबा नि বিষয়ে এতটা অনগ্রসর, বিশ্বাস হয় না। পত্রলেখ बजिएउटझन, cनथाप्न कय कब्रेिच्च २०० छन श्लूि प्लेकै মোক্তার এবং তাঁহাদের প্রায় ৩০০ জন হিন্দু কেরানী মুহ আছেন। গবন্মেষ্ট ও জমিদারদের অধীনে এক শতে উপর হিন্দু কৰ্ম্মচারী আছেন। সমনজারী প্রভৃতি করিব জন্ত দুই শতের অধিক হিন্দু পিয়াদা আছেন। পঞ্চা:ে উপর হিন্দু ডাক্তার কবিরাজ আছেন । হিন্দু ব্যবসাদার:ে সংখ্যা হাজারের কম নয়। র্তাহারা সবাই কিছু বি লেখাপড়া জানেন । স্কুলগুলিতে হিন্দু ছাত্রদের সংখ্যা হাজারের কম হইবে না। 娜 স্বতরাং দেখা যাইতেছে, যে, লিখনপঠনক্ষম হিন্দু!ে সংখ্যা অত্যন্ত কম করিয়া লেখা হইয়াছে। পত্রলেখ বলিতেছেন, এই হাস্যকর অশুদ্ধ সংখ্যার প্রতি স্থান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হইয়াছিল, কিন্তু তাহা সম্ভবতঃ কোন ফল হয় নাই। এই বিষয়ে গবন্মেণে অনুসন্ধান করা উচিত । কাহার কর্তৃত্বে কাহা নেত্রকোণায় লোকসংখ্যা ও লিখনপঠনক্ষমের সংস্থা ইত্যাদি গণনা করিয়াছিল ? বিশেষ দ্রষ্টব্য পূজার ছুটি –আগামী ১৭ই আশ্বিন (৩রা অক্টোব সোমবার হইতে ৩০শে আশ্বিন । ১৬ই অক্টোবর রবিবার পর্য্যস্ত প্রবাসী-কাৰ্য্যালয় ও প্রবাসী প্রেস : থাকিবে । ছুটির ভিতর অত্যন্ত জরুরী ভিন্ন যে-সব চিঠি ও অর্ডারাদি আসিবে তাহা কাৰ্য্যালয় খুলিবার যথোচিত সম্পাদিত হইবে।