পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ স্বন্দরম্” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” আগ্রহণক্ষ্মণ, ১৩৩৯ : হ্ব সংখ্যা లక్నిs ఇtel }

ః ఇతి

আশীৰ্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর অভাগা যখন বেঁধেছিল তার বাস। কোণে কোণে তারি পুঞ্জিত হোলো জীবনের ভাঙা আশা ঘরের মধ্যে বুকের কাদনগুলা উড়িয়ে বেড়ায় ধূলা । দৃষিয়া রুষিয় উঠে নিরুদ্ধ বায়ু, শোষণ করিছে আয়ু । যেখানে সেখানে মলিনের লাগে ছোওয়া, দীপ নিবে যায়, তীব্রগন্ধ ধোওয়া রোধ করে নিঃশ্বাস, কঠোর ভাগ্য হানে নিষ্ঠুর ভাষ ৷ ওরে দরিদ্র, চেয়ে দেখ, তোর ভাঙা ভিত্তির ধারে, অসীম আকাশ, কে তারে রোধিতে পারে। সেথা নেই বন্ধন, প্রভাত-আলোকে প্রতিদিন আসে তব অভিনন্দন ।