পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ રૈi —ওর নাম করুণাময়ী চৌধুরাণী, ওঁরই জমিদারী, বাবা ওঁর দেওয়ান ছিল। কিন্তু উনি ত নেই। —কেন, কি হয়েচে ? —আপনার মনে নেই, আপনাকে সোনাপুরে বলেছিলাম উনি আর ওঁর জ্যাঠামশায় ডুবে মারা যান ? —ই, এখন মনে পড়চে বটে। ওঁর স্বামী আছেন ত ? —কেউ নেই। ছোট মেয়ে বিয়ে হয়েছিল তার পরেই বিধবা । ওঁর জ্যাঠামশায় ওঁকে থান কাপড় পরতে দিতেন না, একেবারে শুধু হাতেও থাকতে দিতেন না । হরিনাথের ইচ্ছা হইল কাৰ্ত্তিকের সঙ্গে কোলাকুলি করে। মনের আনন্দ কোনমতে চাপিয়া বলিল, অনেক গয়না পরতেন ? —শুধু ছু-গাছি চুড়ি আর হাতে একটা আংটা। —কি রকম আংটী ? —দু-পাশে ছু-খানা হীরার মাঝখানে একটা চুনি। হরিনাথ কষ্টে হৃদয়ের আনন্দ সংবরণ করিল। ফার্ভিক ফড় ফভু করিয়া সকল কথা বলিয়া ফেলিতেছে, তাহার নিকট হইতে সমস্ত কথা বাহিত্ন করা আবশ্যক। হরিনাথ বলিল, আচ্ছ, কাৰ্ত্তিক বাবু, ওঁরা যে ডুবে মারা যান তা কি ক’রে স্থির হ’ল ? —চিঠি এল, বাবা লোকজন নিয়ে কত খোজ করলে, কিছুই পাওয়া গেল না । —ওঁদের সঙ্গে কি মোটর ছিল ? —ন, বাড়ির মোটর নিয়ে যেতে বাবা বারণ করেছিল, দরকার হ’লে তারা ভাড়া করতেন । —এখন বিষয় কার? কাঞ্জিক ফোটোগ্রাফের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, এর এক বোন আছেন তার । —র্তার কে আছে ? —এক মেয়ে । —বিয়ে হয়েচে ? -ना, कथा इष्क्र । —কোথায় ? SzS zz SGaaTi AAAAA 00 S S S S S S ν αντιεπ ---.rরদিও Htrii ষ্ট্রোবস कि: Y ! 诽 S99ణిు কান্তিক এক গাল হাসিয়া কহিল, আমার মা বলেচে আমার সঙ্গে বিয়ে হবে । হরিনাথ বলিল, বেশ, বেশ, খাসা স্বপাত্রে পড়বে। ফোটোগ্রাফখানি হরিনাথ কাৰ্ত্তিকের হাত হইতে লইল । বলিল, আমার বলতে সাহস হচ্চে না, কিছু টাকা হ’লে তোমার কাজে লাগে ? —টাকা আবার কার কাজে লাগে না ? হরিনাথ পকেট হইতে ছোট থলি বাহির করিয়া একখানা একশো টাকার নোট কাৰ্ত্তিকের হাতে দিল । কাৰ্ত্তিক মনে করিয়াছিল বড়-জ্যের সন্দেশ খাইবার জন্তু দুইটা টাকা দিবে, একশো টাকার নোট দেখিয়া হতভম্ব হইয়া গেল। কহিল, আপনি ত গরিব মানুষ। এত টাকা দিচ্চেন কেন ? —আমি যার কাজ করি সে ত আর গরিব নয় । তোমার হাজার টাকা পাবার কথা, তাও এর পর পাবে। —বলেন কি, হাজার টাকা ? আমি কি করেচি ? —তাও এর পর জানতে পারবে । এখন একটা সিগারেট খাও । হরিনাথ ব্যাগ খুলিয়া এক টিন উৎকৃষ্ট সিগারেট কাৰ্বিককে দিল । কাৰ্ত্তিক উন্টাইয়া-পাণ্টাইয়া দেখিয়; বলিল, এ সিগারেট যে খায় সে আবার গরিব ? আপনি কিছু একটা মনে ক’রে এই রকম ক’রে বেড়াচ্চেন । —তাই হবে । আমি বর্ণচোরা আম। দেখ কাৰ্ত্তিক, তোমাকে একটা কথা বলি । আমাদের এতক্ষণ যে কথা হ’ল সব বাজে । —তা হ’লে এ নোটখানা আর সিগারেটের টিনও বাজে ? —ণ্ডগুলো না হয় কাজের হ’ল । এই ফোটোগ্রাফের কথা বলচি। তুমি যার কথা বলছিলে এটা তার ফোটে। নয় তা ত বুঝতেই পারচ । কাৰ্ভিক মাথা চুলকাইতে লাগিল, বলিল, কিন্তু দেখতে ঠিক এক রকম। —আমারও তাই আশ্চৰ্য্য মনে হচ্চে। তুমি ধার নাম করলে তাকে আমি কেমন ক’রে চিনৰ ? অার তিনি ত মারা গেছেন। এ ধার ছবি তিনি বেঁচে - -- . יי יי ייו ויואי אושןcas}ס "------صحصحیح صحسیستعنخسنسخه مهندسی سیاسیم . - و