পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ ধবলগিরি ২১৭ চতুর্দশ অনুশাসন এই ধৰ্ম্মলিপি দেবতাদের প্রিয় প্রিয়দশী রাজা লিখাইয়াছেন । এই লিপি কোথাও সংক্ষিপ্ত, কোথাও মধামাকারে, কোথাও বা বিস্তৃতভাবে লিখিত হুইয়াছে। সৰ্ব্বত্র সকল সম্ভবপর নহে, আমার রাজ্যও বহু বিস্তৃত । আমি অনেক লিখাইয়াছি ও অনেক লিখাইব। স্থানে স্থানে পুনঃপুনঃ বলা হইয়াছে, কেবল ঐ সকল অর্থের মধুরতার জন্য । কি উদ্দেশ্যে ? প্রজারা ঐরূপ করুক। কোথাও কোথাও অসম্পূর্ণ লেখা হইয়াছে, উহা সে দেশের জন্য হউক, কিংবা বিশেষ বিবেচনাপূর্বক হউক, অথবা লিপিকর-প্রমাদই হউক । পৃথকৃ অনুশাসন প্রথম দেবতাদের প্রিয়ের বাক্যামুসারে তোসলির মহামাত্র wo নগরব্যবহারককে এইরূপ বলিবে—আমি ইচ্ছা করি আমার মত প্রচারিত হউক ও সকলে সেইমত কাৰ্য্য করুক। তোমাদের প্রতি উপদেশ আমার উদ্দেশ্যসাধনের মুখ্য উপায়। তোমরা বহু সহস্ৰ জীবের ভাবধানে নিযুক্ত আছ । তোমরা সজ্জনদিগের প্রীতি আকর্ষণের চেষ্টা করিবে। সকল মনুষ্যই আমার সন্তানতুল্য, আমার সস্তানগণের ঐহিক ও পারত্রিক মঙ্গল ও স্বপেচ্ছার ন্যায় আমি সকল মন্থয্যের জন্যই তাহ প্রার্থন করি। তোমরা হয়ত সমাকৃরূপে আমার অভিপ্রায় বুঝিতে পার নাই, কেহ কেহ হয়ত আংশিকভাবে বুঝিয়াছ। যাহাতে আমার অভিপ্রেত-নীতি স্বপ্রতিষ্ঠিত হয় সে-বিষয়ে লক্ষ্য রাখিবে । কোন লোকের বন্ধন বা অন্য প্রকার দৈহিক দণ্ড ঘটিলে, অথবা বন্ধুনদশায় কাহারও মৃত্যু হইলে অনেক লোকে দুঃখপ্রাপ্ত হয়। দণ্ডদান সম্বন্ধে তোমরা মধ্যপথ অবলম্বন করিবে। এই সকল কারণে সফলতা লাভের বিঘ্ন ঘটে, যথা—ঈর্ষ, মধ্যবসায়হীনতা, নিষ্ঠুরতা, লঘুতা, অকুৎসাহ, আলস্য ও "ীর্ষস্থরতা। বাহাতে তোমাদের এ সকল দোষ না থাকে সেইরূপ চেষ্টা করিবে। আমার উদ্দেশ্যসিদ্ধি وف۔بس۔-Rb করিতে হইলে অধ্যবসায় ও ধৈর্ষ্যের প্রয়োজন । অলস ব্যক্তি কখনও উৎসাহমুক্ত হয় না, সকলের অগ্রসর হইবার চেষ্টা করা উচিত। তোমরা তোমাদের কৰ্ত্তব্যের প্রতি লক্ষ্য রাখিবে । তোমাদিগকে বলা যাইতেছে যে, তোমরা মনে রাখিবে, এই সকল উপদেশ দেবতাদের প্রিয়ের অন্থশাসন । ইহার পালনে বিশেষ ফললাভ, ব্যতিক্রমে বিশেষ অণ্ডভ যাহারা আদেশপালনে অকৃতকাধ্য হয় তাহাদের স্বর্গারাধন ও রাজারাধনা উভয়ই হয় না। সম্যকৃরূপে ইহা পালন না করিলে আমার সস্তোষ লাভ করিতে পারিবে না, বিশেষরূপে পালন করিলে স্বৰ্গলাভ করিবে ও আমার নিকট অঋণী হইবে। প্রতি তিয্য ( পুৰ্য্য। ) দিবসে এই লিপি শ্রবণ করাইবে, অবসরমত অন্ততঃ একজনকেও শুনাইবে । এইরূপে আমার অভিপ্রায়সিদ্ধির চেষ্টা করিবে । এই উদ্দেশ্যে ইহা লিখিত হইল যে, নগরব্যবহারক সৰ্ব্বদাই দেখিবে যে, নগরবাসীদিগের অকারণে অবরোধ বা কায়িক দণ্ডভোগ না ঘটে । এই উদ্দেশ্যে আমি প্রতি পঞ্চম বৎসরে ধীর, ক্রোধশুন্য, হিংসাবিরত প্রচারকগণকে চারিদিকে আমার আদেশ প্রচারের জন্য পাঠাইব, র্তাহার। আমার উদেশ্য জ্ঞাত হইয়া আমার উপদেশানুসারে কাৰ্য্য করিবেন। উজ্জয়িনী হইতে প্রতি তিন বৎসরে কুমার এইরূপ প্রচারক পাঠাইবে, তক্ষশিলা হইতেও এইরূপ হইবে। প্রচারকগণ চারিদিকে ভ্রমণ করিয়া কৰ্ত্তব্যপালনের চেষ্টা করিবেন । রাজাদেশে তাহার। কাৰ্য্য করিতেছেন ইহাই তাহারা স্মরণ রাখিবেন। দ্বিতীয় দেবতাদের প্রিয়ের বচনাচুসারে তোসলির কুমার এবং মহামাত্রদিগের প্রতি বক্তব্য যে, আমার মত প্রচারিত হউক, এবং সকলে তদনুসারে কার্য্য করুক । তোমাদের প্রতি আমার উপদেশ আমার উদ্দেশ্যসাধনের মুখ্য উপায়। সকল মনুষ্যই আমার সন্তানতুল্য। আমার সম্ভানগণের মঙ্গল ও মূখলাভের ন্যায় আমি সকল মনুষ্যেরই ঐহিক ও পারত্রিক সকল প্রকার স্বখেরই ইচ্ছ। করি । তোমরা যদি জানিতে চাহ যে, অবিজিত প্রত্যস্ত