পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮২ বঙ্গলোরে প্রবাসী বাঙালী সেখানে অলস্থান কালে অভিনন্দিত করেন । অভিনন্দন প্রধান উপলক্ষ্যে প্রবাদী বাঙালী স্ত্রী-পুরুষ বালক-বালিকা সকলে সাগ্রন্থে যোগদান করিয়াছিলেন। বঙ্গলোরে বাঙালী সম্মিলনী-- বঙ্গলোৱে ইণ্ডিয়ান ইনস্টটিউট অব সায়েঙ্গের অধ্যাপক প্রাক্তার প্রফুল্লচন্দ্র গুহ ডি.এসসির উৎসাহে ও চেষ্টায় গত ১২ই কাৰ্ত্তিক শনিবার শ্ৰীযুক্ত ভোলানাথ বঙ্গোপাধ্যায়ের গৃহে বঙ্গলোরে প্রথম বার্ষিক বাঞ্চালী সম্মিলনীর অধিবেশন হয়। তদুপলক্ষে সহরের সমগ্র বাঞ্চালা যোগদান করেন। সন্মিলনীর অস্কাঙ্ক কার্যোর পর বালকগণের ক্রীড়া প্রতিযোগিতা ও তৎপর সমবেত সভাগণের একটি আলোকচিত্র গ্রহণ মহিলা-সংবাদ কলিকাতা ব্রাহ্ম বয়েজ স্থলের প্রধান শিক্ষক শ্ৰীযুক্ত বিপিনবিহারী চক্ৰবৰ্ত্তীর কন্য। শ্ৰীমতী বীণ। চক্রবর্তী কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে দর্শনশাস্ত্রে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করিয়া উত্তীর্ণ হইয়াছেন। তিনি ছাত্রীদের মধ্যে প্রথম এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে চতুর্থ হইয়া অনাস সহ বি-এ পাস করেন। তিনি র্তাহার কৃতিত্বের জন্য বিশ্ববিদ্যালয় হইতে একটি স্বর্ণপদক পাপ্ত হন। করা হয়। অতঃপর নাটকাভিনয় ও ঐতিভোজন ૬ig૧ મજિાનીદ્ર কার্য্য সমাপ্ত করা হয় । প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন— প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের অভ্যর্থনা-সমিতির কার্য্যাধাথ শ্ৰীযুক্ত কিরণচন্দ্র সিংহ জানাইতেছেন প্রবাসী বঙ্গ-সাহিত্য সম্মেলনের দশম অধিবেশন এ বৎসর বড় দিনের অবকাশে এলাহাবাদে হুইবে । দিন—২৭, ২৮ ও ২৯এ ডিসেম্বর ধাঁধা হইয়াছে। মাননীয় বিচারপতি স্তর লালগোপাল মুখোপাধ্যায় মহাশয় অভ্যর্থনা সমিতির সভাপতি নিৰ্ব্বাচিত হইয়াছেন।