পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՋՆ8 $ పై পারস্তের-পৰ্ব্বতমালা। উপত্যকায় যাযাবরদিগের উাবুর ছাউনি &o যাযাবর-জাতীয় আরও এক শ্রেণীর অধিবাসী আছে, ঘাহা আমাদের দেশে এখন প্রায় লোপ পেয়েছে। এদের ঘরবাড়ি বলতে পশমী কাপড়ের তাবু, দেশ বলতে খোলা মাঠ, ধনদৌলত অর্থে ভেড়া ছাগল উট ইত্যাদি পশু এবং হাল সাকিম যেখানে পশুর পাল চরচে সেই প্রান্তর । আধুনিক সভ্যতার হিসাবে এদের অবস্থা নিতান্তই খারাপ—খাওয়া থাকা পরণ বা শয্য, কোনটাই সুবিধার নয়—কিন্তু তাতে যে এরা কষ্ট বোধ করে বা নাগরিকদের হিংসা করে বলে মনে হয় না । সাধারণ লোকদের মধ্যে যারা অবস্থাপন্ন, তারা প্রায় সকলেই ফরাসী বা আমেরিকান হবার চেষ্টা করছে। দরিদ্রদের অল্পচিন্তাই সার, তাদের বিদেশের সঙ্গে সম্পর্ক চাকরি বা কাজের জোগাড়ের জন্য বা রাজাদেশে কবিরাটাকাটাদহাৰমাজও কক্ষেপ •ריי" רשויור"aי ס যে বিদেশী পোষাক পরতে হয় সেই পৰ্য্যন্তই। অবস্থাপঃ দলের মধ্যে এখন প্রধানত দু-রকম মনোবৃত্তির লোকই বেশী দেখলাম, এক দল ইটালীর ফাসিস্মোর মতাবলম্বী, দেশে প্রবল সামরিক শক্তি স্থাপনের জন্য ধা-কিছু প্রয়োজন তাহার জন্য উদ্দীপনাপূর্ণ চেষ্টায় ব্যস্ত, অন্য দল বিদেশী বিলাস-স্থখাম্বেষী । অন্যপ্রকার চিস্তাম্রোতের ক্ষীণধারা মাঝে মাঝে দেখা যায়, তবে সেটা অত্যন্ত @际强1 এদেশবাসী ভারতীয়দের মধ্যে অধিকাংশই অশিক্ষিত— বেশীর ভাগই মোটরের চালক বা ব্যবসায়ী হিসাবে এখানে আছে। তাদের সঙ্গে এদেশীয়দের সম্ভাব বা সহানুভূতি বিশেষ নেই, তবে স্পষ্ট বিদ্বেষও সে-রকম কিছু আছে বলে মনে হয় না। ভারতীয়দের -- :T - SAAAAAAASAAAASLSLLLSTTTTSS TTTSYYSAAAA .به حیه