পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ পারস্ত-ভ্ৰমণ ২৮৫ মেশেদ মুরঘাৰ । কুরুষের প্রাসাদের ভগ্নাবশেষ সম্পর্কে স্থবিচারের অভাবের কথাও দু-এক জনের কাছে শোনা গেল। সে-বিষয়ে সত্যমিথ্যা বিচারের সময় বা স্থযোগ আমাদের ছিল না, শুধু একথা বুঝলাম যে, এদেশে ( অর্থাৎ বিদেশ মাত্রেই ) ভারতীয় মাত্রেই অসহায়, তাদের যথার্থ প্রতিনিধি কেউ এখানে নেই, স্বতরাং সকল বিষয়েই স্থানীয় রাজকৰ্ম্মচারীদের অনুগ্রহের উপর নির্ভর করেই চলতে হয়। মোটের উপর এদেশে এখন ঘর-গোছানো চলেছে— তবে গোছাবার লোক এবং অর্থ দুইয়েরই অভাব । অন্যান্য বিষয়ে এরা আমাদেরই মত, তবে পরাধীন জাতির মধ্যে ঘরোয়া বিবাদ, পরস্পরের ছিদ্র অম্বেষণ, ধর্মের নামে অত্যাচার ইত্যাদি যতটা থাকে, ততটা এখন এদেশে নেই। সভ্যতার হিসাবে, অর্থাৎ শিক্ষা কুষ্টি বা আধুনিক বিজ্ঞানসম্মত যন্ত্রপাতির ব্যবহারে এরা আমাদের চেয়ে