পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-: " " --> FETTITUT V: ? S509āు ইক্ষণহীনের পথে। দূরে পাহাড়ের কোলে গ্রাম অনেক পিছাইয়া আছে। কিন্তু স্বাধীনতা অনেক দোয ক্ষালন করে, স্বতরাং এরা আমাদের চেয়ে অগ্রসর, একথা স্বীকার করতেই হবে। 馨 警 豪 ইংরেজী ভাষাটার বিশেষ কদর এদেশে নেই। যার বিদেশী ভাষা শিক্ষা করে তাদের মধ্যে শতকরা ৯৫ জন ফ্রেঞ্চ শেখে, বাকী লোক ইংরেজী, জাৰ্ম্মান বা অন্য ভাষ৷ শেখে। বোধ হয় সম্প্রতি ঐশ্বৰ্য্যশালী আমেরিকার দিকে দৃষ্টি পড়ায় কিছু বেশী লোক ইংরেজী ভাষার দিকে ঝুকেছে, এবং কিছু লোক কাজ-কারবারের গতিকেও সেদিকে যাচ্ছে, নইলে এদের মতে শিক্ষা বা সভ্যতার পথ হিসাবে ইংরেজী ভাষা বা ইংরেজী শিক্ষাপদ্ধতি কোনটাই বিশেষ স্থবিধার নয়। বুশিরের গভর্ণর প্রথম এই কথা আমাকে বলেন এবং তারপর আরও অনেকের কাছেই এষ্ট কথা শুনেছিলাম। এরূপ সিদ্ধান্তের কারণ যাই হোক, এটা সত্যি যে যদি কেউ এদেশে সহজ ভাবে চলাফের বা দেখাশুনা করতে চান, তবে ফারসী ভাষার অভাবে ফ্রেঞ্চ ভিন্ন তার গতি নাই। ফারসী ভাষাও আমাদের দেশে যা শেখান হয় তার সঙ্গে আধুনিক ফারসী ভাষার অনেক প্রভেদ আছে, বিশেষতঃ উচ্চারণ ও