পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ পারস্য-জেমণ Հեհ ইগণহানের পথে । চায়ের দোকান অলঙ্কারে। শ্ৰীযুক্ত ইরাণী ফারসী ভাষায় দক্ষ বলেই আমাদের দেশে পরিচিত—এমন কি, তার এই ভাষায় লেখা বই বোম্বাই বিশ্ববিদ্যালয়ে পাঠ্য—কিন্তু এখানে আসার দিন-কয়েক পর থেকেই তিনিও দোভাষীর সাহায্যে কথাবার্তা চালাতে লাগলেন। কবির জন্তু ত দোভাষী ছিলই—আমার সম্বল ভাঙা ফ্রেঞ্চ এবং পুতুলনাচের মত অঙ্গভঙ্গী ! শিরাজে শিক্ষা-বিভাগের এক রাজকৰ্ম্মচারী আমাদের . Lwrళల శాfe afసాగా a*Ftr_ూగాగా, \ణాణా సౌజా. . . ইস্ফাহানের পথে । লেখকের গাড়ি পিকল নিযুক্ত হলেন। তিনি প্রথমত হাত-পা মেড়ে আমাদের সঙ্গে কাজ চালাবার চেষ্টা করলেন, তাতে উভয় পক্ষেই হাস্যরসের ফষ্টি ছাড়া আর কিছু হয় না দেখে আমি ভয়ে ভয়ে ভাঙা ফ্রেঞ্চে কথা বলতে আরম্ভ করি । ফল মন্ত্রবৎ হ’ল, কেননা দু-চারটা কথা বুঝতে পারলে বাকীট ইঙ্গিতেই চলে। এর পর যেখানেই ঠেকেছি ঐ ভাষা ব্যবহার করলেই একজন-ন-একজন সমঝদার পেতাম ।