পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ S9లిశు চারিদিকে ছোট ছোট ঘর এবং প্রত্যেক ধরেই একটি দুটি কবর রয়েছে। প্রত্যেক কবরের শিয়রে লম্বা সেজে মোমবাতি জলছে এবং কবররক্ষীর দল ক্রমাগতসেগুলি পরিষ্কার ক’রে জালিয়ে রাখছে। এমনিই একটি ঘরে আরবীবের ছেলের সমাধি। সমাধির সামনে সকলে দাড়ালেন, জরথুষ্ট্রীরা নিঃশব্দে ঠোট নেড়ে পরলোক গত আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন, আরবাবের ছোট ছেলেটি তার দাদার কবরের চারিধারে মোমবাতি ইশফাহান। পথের পাশে চেনার বুথের দৃপ্ত জেলে সাজাতে লাগল। প্রার্থন শেষ হতে একে একে সকলেই কবর দুয়ে অভিবাদন করলেন। তার পর নিঃশব্দে সকলেই ফিরে এলেন। এই ছেলেটি এগার বৎসর আগে বিদ্যাশিক্ষার জন্য টেহেরান থেকে বুশীয়ার যাবার পথে এই আবাদের কাছেই দিনের বেলায় রাজপথের উপর দ্বস্থার গুলিতে আহত হয়ে মারা যায়। সঙ্গীরা তাকে কবর দিয়ে টেহেরানে ফিরে যায়। সে সময়ের তুলনায় এখন is,