পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথঘাট কত নিরাপদ হয়েছে সেকথা ভাবলে নূতন শাহের রাজত্বের প্রশংসা না ক’রে থাকা যায় না। 来源 幕 杀 আবাদেহ একটি ছোট শহর। চাৰ্য, কাঠের খোদাইয়ের কাজ, এবং এক রকম জুতো তৈরি করা ইস্ফাহান। কাপেট বোন৷ এখানকার লোকের প্রধান পেশা। সন্ধ্যার অন্ধকারে বাজার-হাট যতটা পারা যায় দেখা গেল, ফিরে এসে রাত্রের খাওয়া খেয়ে বিশ্রাম। পরদিন সকালে ৭টায় আবার ইস্ফাহানের পথে মণ্ডলী হওয়া গেল। এবার পথ ক্রমেই আগের ইশফাহান। বাজারের এক অংশের দৃষ্ঠ চেয়ে ভাল হ’তে থাকৃল। পথের মধ্যে প্রায়ই রাস্তামেরামতি কুলীর দলের সঙ্গে দেখা হ’তে লাগল। মাঝে মাঝে যাযাবরদের দলও দেখা যাচ্ছিল, শীতের শেষে তারা ভেড়া ছাগলের পাল নিয়ে উপরের উপত্যক অধিতাকায় চলেছে। ছগিলগুলির লম্ব শিং, ছোট এবং ঝাকড় লোমযুক্ত বিলাভি ছাগলের মত –ভেড়াগুলি সবই সুস্থ । এবারে ৪ সেই আগের মতই অহুৰ্ব্বর প্রাস্তরের মধ্য দিয়ে পথ চলেছে। দু-পাশের পাহাড়ের গায়ে গৈরিক, পাটল, বেগুনী, পিঙ্গল ইত্যাদি অপরূপ নানা বর্ণের ছায়ু, কুয়াসা ও রোদের হেরফেরে ক্ষণে ক্ষণে বদলে চলেছে ৷ পাহাড়ের কোলে যেখানে একটি ঝরণা দেখা দিয়েছে সেখানেই একটি গ্রাম, দু-চারটি বাগান, শস্তের ক্ষেত ইত্যাদিতে ধূসর প্রান্তরের মাঝে এক ঝলক উজ্জল হরিং রং মাখিয়ে দিয়েছে। উপত্যকার পথে গাড়ী ঘুরে ঘুরে নীচে নামতে আরম্ভ করল। একটি বাক ঘূৰ্বতেই সামনে ছোট একটি পাহাড়ে নদী দেখা গেল। নদীর মধ্যে একটি ছোট পাহাড়, সেটা দূর থেকে প্রথমে কি-রকম অদ্ভুত খাজকাটা এবং গুহায়-ভরা বলে মনে হ’ল। ঠিক যেন পাহাড়ট। কেটে সারি সারি উচু-নীচু অসমান বাড়ি-ঘর কে থাকে থাকে সাজিয়েছে। কাছে এসে দেখা গেল, সত্যি-সব্জিাই