পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুগ্রহায়ণ পাহাড়তলীর ঘটনা ঘটিয়াছে। পাহাড়তলীর ঘটনাসম্পর্কে আসামীরা ধৃত হয় নাই। সুতরাং, আসামী ধরিয়া না দিতে পারার কিংবা তাহাদের সন্ধান দিতে না-পারার অপরাধে অবৈতনিক চাটগাবাসী হিন্দুদের যদি পাইকারী শাস্তি হইতে পারে, তাহা হইলে সরকারী বেতনভোগী চাটগাবাসী হরেক রকম পুলিসের লোকদের এবং সৈন্যদলের অক্ষমতারও কিছু পাইকারী শাস্তি যুক্তিসঙ্গত। তাহা হইয়াছে কি ? চট্টগ্রামে ও অন্তত্ব বৈপ্লবিক অপরাধ অনুষ্ঠিত হওয়ায় যতলোক হত ও আহত হইয়াছে এবং যত টাকার সম্পত্তি অপপ্তভ ও নষ্ট হইয়াছে, পাবনা জেলা,কিশোরগঞ্জ মহকুম, ঢাকা শহর, ঢাকার নিকটবর্তী রোহিতপুর প্রভৃতি গ্রাম, এবং চট্টগ্রাম শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ও লুণ্ঠনে তাহ অপেক্ষা কম লোক হত ও আহত এবং কম সম্পত্তি লুষ্ঠিত ও নষ্ট হয় নাই। ইহার অস্তত: কোন কোন অঞ্চলে দাঙ্গা আরম্ভ করিয়াছিল ও চালাইয়াছিল যাহারা তাহারা মুসলমান। চট্টগ্রাম শহরে ইউরোপীয়দেরও যোগ ছিল। আমরা পাইকারী শাস্তির সম্পূর্ণ বিরোধী। প্রকাশ্য আদালতের প্রকাশ্য বিচারে সাধারণ আইন অনুসারে বিচারের পর অপরাধী বলিয়া যাহারা প্রমাণিত হয়, তাহাজেরই শাস্তি সঙ্গত। কিন্তু যদি কোথাও কোন কোন হিন্দু একবিধ অপরাধ করিলে তথাকার সব হিন্দুর শাস্তি হইতে পারে, তাহা হইলে অন্ত কোথাও কোথাও অহিন্মুর অন্তবিধ অপরাধ করিলে ঐ সব অহিন্দুর পাইকারী শাস্তি ন হইবার কারণ কি ? উত্তরে বলা হইতে পারে, বক্ষ্যমাণ হিন্দুরা রাষ্ট্রবৈপ্লবিক অপরাধ করে বলিয়া হিলুদের পাইকারী দও হয়। কিন্তু তাহার প্রত্যুত্তর এই যে, বক্ষ্যমাণ অহিন্দুরাও যাহা করে, তাহাতে সভ্য মানব সমাজের ভিত্তি নষ্ট হয় এবং রাষ্ট্রও বিপন্ন হয়। “ইণ্ডিয়া ইন বণ্ডেজ” পাঠকদের মনে থাকিতে পারে, যে, আমেরিকার একেশ্বরবাদী ধর্থাচাৰ্য্য ডক্টর সাণ্ডারল্যাণ্ডের “ইণ্ডিয়া -ইন বণ্ডেজ" নামক পুস্তক প্রকাশ_করায়_প্রবাসী প্রেসকে_ বিবিধ প্রসঙ্গ-ইণ্ডিয়া ইস্ বণ্ডেঞ্জ צצe\ দুই হাজার টাকা জরিমানা দিতে হইয়াছিল এবং ঐ পুস্তক ভারতবর্ষে বে-আইনী বলিয়া ঘোষিত এবং বাজেয়াপ্ত হইয়াছিল। পরে আমেরিকায় উহার একটি সচিত্র সংস্করণ প্রকাশিত হয় এবং ফ্রান্সে তাহার ফরাসী অনুবাদ বাহির হয়। গত বৎসর ইংলণ্ডেও একটি সংস্করণ বাহির হইতে যাইতেছিল, কিন্তু কর্তৃপক্ষ তাহা বন্ধ করিয়া দেন। সম্প্রতি আমেরিকায় উহার একটি সংশোধিত ও পরিবদ্ধিত নূতন সংস্করণ দুই ডলার মূল্যে বাহির হইয়াছে। এই সংস্করণ ভারতবর্ষে পৌছে নাই, স্বতরাং বে-আইনী বলিয়া ঘোষিত ও বাজেয়াপ্তও হয় নাই। ইহার প্রকাশক The Company, 570 Lexington Ave., New York, N. Y. একটি মুদ্রিত বিজ্ঞাপনে দেখিলাম, এই নূতন সংস্করণে আটটি নূতন অধ্যায় আছে। যথা, The London Round Table Conferences, Gandhi in England, Lewis Copeland India's New Constitution, Boycott of British Goods, Lord Willingdon's Ordinances, India's Future, ostfit গত ৬ই অক্টোবর নিউ ইয়র্ক রাষ্ট্রের একটি শহরে ভক্টর সাণ্ডালাগুকে ভারতীয়দের কৃতজ্ঞতাস্বচক ও প্রীতিব্যঞ্জক ভোজ দেওয়া হয়। আমেরিকার ষে রেভারেও জন হাইন্স, হোম মহাত্মা গান্ধীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলিয়া সৰ্ব্বপ্রথমে অভিহিত করেন, তিনি এই ভোজসভায় যে বাণী প্রেরণ করেন, তাহার Wooj ato, Dr. Sunderland is destined to immortality as the Lafayette of India. ভারতীয় ব্যবস্থাপক সভার ভূতপূৰ্ব্ব সভাপতি বিঠলভাই পটেল মহাশয় সভায় উপস্থিত ছিলেন, তাহার বক্তৃতার কোন কোন অংশ উদ্ধত করিতেছি। “Dr. Sunderland,” Mr. Patel pointed out, “is a man who believes in peace. Tie is convinced that world peace can comé only if India is free. He is convinced that, freedom of India is, the essential condition of w.rld peace, that., India's question is not the domestic concern of Britain alone, that it is a world, question, that all talk of world. pence is meaningless sham.. nynsense, until India is free. On behalf of the suffering, ស្ទុ and ိုပြုံးow႕ႏို millions of India I hail Dr. Sunderland with heartfelt gratitude as one of the 9. of --- اليابانيولاسيما يلي ● law.s.i_ழலு:ஆஐடிடி