পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌষ উপেন। আমার মতামতের জন্তে তুমি এতটা ব্যস্ত হচ কেন ? স্থধাংশু। তোমার সহানুভূতি পেলে আমার বিবেকের কাছে তৰু অনেকটা শাস্তি পাব। একটু দরদ দিয়ে বুঝে দেখ ভাই—এ রকম মরুভূমি সামনে ক’রে দীর্ঘ জীবন কি কেউ কাটাতে পারে! সংসারের স্বথ, গৃহের শাভি, সপ্তানের স্নেহ, এ সবের মূল্য যে কতখানি, যা’র হারায় নি, সে বুঝবে না। আমার তো সে সবই হয়েছিল —নিৰ্ম্মম বিধাতা আমার সে সোনার সংসার পুড়িয়ে স্মশান ক’রে দিল । এখন এই শ্মশান অঁাকড়ে চিরজীবন বসে থাকতে যোগী বা সন্ন্যাসী হয়ত পারে, কিন্তু সাধারণ রক্ত-মাংসের মামুষের পক্ষে সে কি সম্ভব ? উপেন্দ্র। সে তো ঠিক কথা । স্বধাংশু । না, তুমি মুখেই শুধু বলছ, মন থেকে বলছ না ! উপেন্দ্র। তাহ’লে তোমাকে সত্যি কথাই বলি স্বধা । সত্যিই আমার মন এতে সায় দিচ্ছে না। আমি কিছুতেই মেনে নিতে পারছি নে যে, এই ব্যবস্থাই ঠিক।--তৰে এ কথাও বলি, নইলে তোমার ওপর অবিচার করা হবে—যে, তোমার অবস্থাট। আমি হয়ত ঠিক প্রাণ দিয়ে জহুভব করতে পারছিনে। তোমার মত অবস্থায় পড়লে আমিও যে ঠিক তোমার মত আচরণ করতাম না, একথা কে বলতে পারে ? স্বধাংশু। দেখ, চেষ্টার তো আমি কোন ক্রটি করি নি। আজ ছু-বচ্ছর ধরে কত রকম চিকিৎসাই তো ষ্ট’ল । তুমিও তো অনেক চেষ্টা ক’রে দেখেছ । শেষটায় ডাক্তার বললে যে, এ জীবনে আর সারবার আশা নেই। উপেন্দ্র। যাক, সে সব কথা আর কেন ? স্থধাংশু । কেবল সেবার দিল্লীতে তোমার কাছে সেই একবার মাত্র জ্ঞান হয়েছিল । তাও মাত্র কয়েক ঘন্টার জন্তে । উপেন্দ্র। ও সব কথা এখন থাক স্বধা। আজকের দিনটায় ও-সব ভুলে মনে একটু আনন্দ আনবার চেষ্টা কর ।---তোমার ভাবী পত্নীর কথা আমাকে সব বল দেখি । স্বধাংশু। তার কথা আর বলবার কি আছে ? ۵-س2 3 শুভবাত্রা vමාණූ छे८णछ । बजयाब्र cनहे, बज कि ? जांधाब्र cडी এখনও কিছুই শোনা হয় নি। ভুলে যোয়ে না যে, আমি টেলিগ্রাম পেয়ে এসেছি । তুমি তো চুপি চুপি সব কাজ সেরে নিতে যাচ্ছিলে—আগে তো কিছু জানতে দাও নি । স্বধাংশু। না না, চুপি চুপি আর কি ? হঠাৎ সব ঠিক হয়ে গেল কি-না। উপেক্স । শুনেছি না-কি তিনি খুব বিদুষী । স্বধাংশু । ই •••ন, খুব বিদুৰী আর কি। ভায়োসেশনে সেকেণ্ড ইয়ার ক্লাসে পড়েন । কিন্তু খুব প্রখর বুদ্ধি, এক একটা কঠিন বিষয়েও তার মতামত শুনলে আশ্চৰ্য্য হয়ে যেতে হয় । উপেন্দ্র । তোমার কি তার সঙ্গে আগেই আলাপ হয়েছে না কি ৷ স্বধাংশু। হ্য। ওর বাবা ইউনিভার্সিটির প্রফেসর,

তা তো শুনেছ। একটা রিসার্চ সম্বন্ধে তার সঙ্গে আলোচনা করতে প্রায়ই সেখানে যেভাম । সেই সুত্রেই

पश्रांछ7iv ! উপেন্দ্র । ৪ । তাহ’লে দেখছি দস্তুরমত লাভ ম্যারেজ’ ! স্বধাংশু। দূর ! "লাভ-ম্যারেজ’ আবার কিসের ! বুড়ে বমেসে আবার লাভ ! উপেন্দ্র । সম্বন্ধটা তবে ঘটল কি ক’রে ? সুধাংশু। মা’র কাছে আমি মাঝে মাঝে নমিতার কথা বলতাম কি-না। তাই শুনে ম| গেদ ধরলেন, ওরই সঙ্গে বিয়ে দেবেন । উপেন্দ্র । ওর বাবা রাজী হলেন ? श्५६७ । थथभप्ले ब्रfछौ छन नि । डॉब्रभद्र शर्थन শুনলেন যে, কলকাতার সব বড় বড় ডাক্তাররা মত দিয়েছেন যে, এর এ অমুখ সারবার নয়, তখন রাজী इुने ! উপেজ , আর র্তার মেয়ে ? छ्रथाश्त । ( छेश९ शनिब्बी ) ॐाग्न निक cथ८क ८कांन আপত্তি ওঠে নি । উপেন্দ্র । তবু বলছ ‘লাড়-ম্যারেজ’ নয়! বেশ বেশ