পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

كواوتي وتعه ধ্ৰু প্রবাসী 研 শুনে খুব খুনী হলাম। প্রার্থনা করি, তুমি নতুন করে बौदन चांब्रछ क'cब्र शर्थौ इe ।•••७ शाबाञ्च ८ङ थांब्र হ’ল না। লীগগীরই স্ববিধেমত একদিন এসে আমি মিনিকে নিয়ে যাব ৷ স্বধাংশু । কেন ? উপেন্দ্র। আর এখানে শুধু শুধু থেকে কি হবে ? চিকিৎসা যতদূর হবার তা তো হয়েছে। এখন থেকে ও আমার কাছেই থাকবে। তবে তোমার ঐ বামাকে আমার চাই—বাম নইলে ওকে রাখা মুস্কিল । স্বধাংশু। না না, তা কি হয় ! কিছুদিনের জন্তে হয় তো ভূমি মিনিকে নিয়ে যেতে পার, কিন্তু আমার এখানেই ও থাকবে । উপেজ। তুমি না হয় এ কথা বলছ, কিন্তু যিনি আসছেন তিনি কি তাতে রাজী হবেন ? স্থধাংশু। তুমি উাকে জান না তাই বগছ। অমন উচু মন কারো হয় না। তা নইলে কি আর আমি.। সে বলে, এখানে এলে তার একটা প্রধান কাজ হবে ওর সেবাশুশ্ৰুষা করা । উপেন্দ্র । ( উদাসীন ভাবে ) সে তে বেশ ভাল কথা । স্বধাংশু। আমরা ঠিক করেছি আমরা দুজনে মিলে ওর শারীরিক স্বধস্বাচ্ছন্দ্যের জন্তে যা-কিছু করা সম্ভব, কোন বিষয়ে ক্রটি রাখব না । কোন অধত্ব হ’তে দেব না । উপেন্দ্র । (বিষন্ন হাস্তে ) দেখ স্বধা, আমার চেয়ে বয়েস তোমার বিশেষ কম নয় । সংসারে দেখেছশুনেছও ঢের । এ-সব বড় বড় সঙ্কল্পের কথা কাৰ্য্যক্ষেত্রে নামলে ক'দিন ঠিক থাকে তা কি জান না ? স্বধাংশু। আমাদের তুমি সাধারণ দশজনের মত মনে করো না উপেন-দা। আমাদের সঙ্কল্প ঠিক থাকে কি-না সে তুমি দেখে নিয়ে। উপেক্স । আচ্ছ বেশ, ও না হয় তোমাদের কাছেই থাকবে । কিন্তু যখনি তোমাদের মনে হবে যে, এ বোঝা জার বইতে পারছ না, তখনি আমাকে খবর দিয়ে ; কোন সঙ্কোচ করে না। এ কথা জামি সম্ভই মনেই তোমাকে জানিয়ে রাখছি । [ बांश्चैौब्र यावर्थ ] छांझदौ । इश्वां, छे८°नद्रक नेि८घ्र नैौ८छब्र १वठकथांनांष्ट्र বস গে যা। এ ঘরে মেয়েরা সব আসবেন। আমি উপেনের জলখাবার পাঠিয়ে দিচ্ছি । উপেন্দ্র । না না, এখন আর জলখাবার নয়। অবেলায় খেয়ে একটুও খিদে নেই। জাহ্নবী। বেশী কিছু নয়। একটু চা তো খাবে ? উপেন্দ্র। তাহলে ঐ এক কাপ চা-ই শুধু। আর किष्ट्र नम्न । [ উভয়ে প্রস্থানোস্থত। এমন সময় মাঝের দরজা দিয়া মালতী আসিল—উপেক্সকে দেখিয়াই সে লজ্জায় আবার তাড়াতাড়ি বাছির হইয় গেল। বয়স আঠার-উনিশ-হাসিধুণী, চঞ্চল মেয়েটি। সামান্ত কারণে হাসিয়া গলিয়া পড়ে সামান্ত দুঃখে চোখ ছলছল করিয়া আসে। বিবাহ উপলক্ষ্যে একটু সাজগোজ করিয়া আসিয়াছে। হাতে প্রকাও একছড়া মাল ও ফুলের তোড়া—অস্ত হাতে দোকানের নাম-ছাপা একটা কাপড়ের প্যাকেট ] স্বধাংশু । মালতী, যাস নে আয়। আমরা চলে যাচ্ছি। [ बांभनिएकब्र प्रब्रछ1 क्ब्रिां इषांरख ७ छैरनप्वाब्र थइोन । भांणडी श्रृंáां श्रेष९ मब्रांझेब्री उठांशtनब्र cमशिरङ लांगिण। छांशब्रl छलिग्नां গেলে ছুটির প্রবেশ কৰেিল ] মালতী। মা, দেখ দেখি মালাট—খুব স্বন্দর হয়নি? আমি নিজে দোকানে ব’সে ফুল বেছে বেছে তৈরি করিয়েছি। জাহ্নবী। হ্যা বেশ হয়েছে। তোর দেওর কেমন আছে আজ ? মালতী। কালকের চেয়ে আজ একটু ভালই আছে। জাহ্নবী। তবে আসতে এত দেরি করলি ষে ? আমি সাত-পাচ ভেবে মরি। মালতী। বাড়ি থেকে চারটের আগেই বেরিয়েছিলাম: মা। তারপর মার্কেট থেকে এই মালাটা আর কলেজ ষ্ট্রীট থেকে বৌভাতের জন্তে একখানা শাড়ী কিনতে কিনঞ্চে দেরি হয়ে গেল। আরও এক জায়গায় গিয়েছিলাম তার কথা এখন বলব না । জাহ্নবী। ( ঈষৎ হাসিয়া ) আচ্ছ, তা না বললি ! তুই এলি কার সঙ্গে জামাই আসেনি ? মালতী। আসেনি তো কি। নইলে আর কারে সঙ্গে কি এত দূর ঘোরা যায়!