পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌষ, জাহ্নবী । ওমা, তা এতক্ষণও বলিস নি ! কি ভাবছে বল তো ! যাই আমি দেখে আসি গে। মালতী। কি আবার ভাববে | দাদাই তো গিয়েছেন। মেনকা, মেনকার মা, মিত্রদের বড়বে ও ছোটবে এবং সরোচিনী জাগিলেন। জাহ্নবী সমাদর করিয়া সকলকে ফরাসে বসাইলেন । মালম্ভী মেনকাকে জড়াইয়া ধরিয়া টানিতে টানিতে লইয়া গিয়া একপাশে সোফার উপর বসিল ও ছুইজনে হাসিগল্প চলিতে লাগিল। DDDDS DDDBBBS BBSBBS BB BBBB BBBDS গম্ভীরপ্রকৃতি ও তেজস্বিনী। দু-চারিটি কুশল প্রশ্নের পর জাহ্নবী বলিলেন ] জাহ্নবী। সরোজ, তুমি একটু এদের কাছে থাকে। জামাই এসেছে, আমি একবার দেখে আসি । মালতী । ( উঠিয়া ) বৌদি কোন ধরে আছে মা ? জাহ্নবী। নীচের সেই ঘরটাতেই। মালতী। একটু দেখে আসি গে। মেনকা, আয় না ভাই, আমার একলা যেতে ভয় করে । [ জাহ্নবী, মালতী ও মেনকার প্রস্থান। নীচ হইতে পাগলের চীৎকার শোনা গেল—“গেল, গেল, স—ব গেল। ঘমে নিলে কি কিছু থাকে?” ] বড়বে। ঐ বুঝি সেই পাগলী বৌটা ? মেনকার মা। হ্যা। বড়বে । আহা এমন দশা কত দিন হ’ল হয়েছে ? মেনকার মা। বছর দুই । ছোটবে। চিকিৎসা করায় নি ? মেনকার মা । করায়নি আবার ? কোন চিকিৎসা বাকী রাখে নি। সব হার মেনে গিয়েছে। [ আবার চীৎকার—“ছেড়ে দে, ছেড়ে দে, এমনি ক’রে আমাকে কাটৰি তোয়? অ্যা?” ] মেনকার মা। আজকে কিছু বাড়াবাড়ি বোধ হচ্চে । ছোটবে। আহা, ওর অন্তরাত্মা বোধ হয় বুঝতে পেরেছে আজকে ওর কি সৰ্ব্বনাশ হচ্চে । বড়বে। পেটে যদি একটা হ’ত তাহলে বোধ হয় এমন ক’রে ফেলে দিতে পারত না । সরোজিনী। পেটে তো একটা হয়েছিলই—অভাগীর কপালে যে তাও টিকলো না। যেমন বরাত ক’রে সংসারে এসেছিল । বড়বে। তাই না কি ? কি ছেলে হয়েছিল ? সরোজিনী। বেটা ছেলে । বিয়ের পর বছর-চারেক শুভযাত্রা OOH যায়-ছেলে হবেই না, হবেই না। কত কম ওষুধবিষুধ তাগা-তাবিজ ক'রে তো ঐ ছেলে হ'ল। ছেলে না শত্তর। ছেলে হয়ে অবধিই মাখাটা একটু খারাপ খারাপ । মায়ের অযত্নে ছেলেটাও ভুগে ভুগে তিন মাসের হয়ে মারা গেল। তারপর থেকেই ধোর উন্মাদ । [ মালতী ও মেনকার প্রবেশ । মেনকা বিবর্ণ, গষ্ঠীর মুখে পূৰ্ব্বের সোফার গিয়া বসিল । মালী চোখ মুছিতে মুছিতে সরোজিনীর কাছে গেল ] মালতী। জান মার্সীম, বৌদি আজ আমাকে চিনতে পেরেছে । আমাকে দেখেই বলছে, “কি লো ঠাকুরঝি, এত বাহার দিয়েছিল ধে । বিয়ে করতে যাবি ?" সরোজিনী । তাই না কি ? মালতী। হ্যা, এইটুকু কথাও ও আমার সঙ্গে কত দিন যে বলে নি । ( অশ্রীরুদ্ধ কণ্ঠে ) আজ আমার আগের কথা সব মনে পড়ছে মালীমা । আমাকে কী ভালই যে বালত ! [ তাহার চোখ দিয়া টসটস্ করিয়া জল গড়াইয় পড়িল ] সরোজিনী। ছি, মা । আজ শুভদিনে চোখের জল ফেলতে নেই। কার জন্তে তুই কষ্ট করি। সে মানুষ কি আর আছে ?...চল, ওপরে যাই । কাজকৰ্ম্ম এখনও ঢের বাকী আছে । [ भांजर्डौ८क लईग्नां मtब्रांछिनौ कलिब्रt cशंष्णन । वांलांब्र छैौ९कोब्र শোনা গেল, “ম, ওমা, মাগে, ম, ওমা, মা, মাগে, মা” ] বড়বে। আমার বৌদির পিসতুতো বোনের ঠিক এই রকমটি হয়েছিল। কাঞ্চনতলার ভৈরব-মন্দিরের মাদুলি নিয়ে এখন একেবারে সেরে গিয়েছে। এরও তাই ক’রে দেখলে হয় না ? ' মেনকার মা। মাদুলিতে তো সবার বিশ্বাস নেই মা । ছোটবে। মাছলি না হোক, কোন টোটক ওষুধ ? আমি একজনের কথা জানি । পাটনা থেকে কি একটা ওষুধ এনে খাওয়ানোতে সে ভাল হয়ে গিয়েছে। মেনকার মা । আচ্ছ, ব'লে দেখব । (cधनक ठौज नब्रांप्छद्र चटबू इ?t९ यजिब्रां छैfॉल) মেনকা। আর ওষুধ-বিষুধ খাইয়ে কি তবে মা ? মেনকার ম: ৷ কেন ?