পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e8e মেনকা । ওষুধ খেয়ে ভাল হয়ে ঘা দেখবে, তার চাইতে ওর পাগল হয়ে থাকাই ভাল নয় কি ? মেনকার মা। সে তো ঠিক কথা মা। তবু, পাগল । ভাৰতেই ষে কি রকম লাগে ! মেনকা । যদি কোন দিন ওর জ্ঞান ফিরে আসে, তাহ’লে স্বামীর এই কাজ দেখে সেই মুহূর্ভেই ও আবার পাগল হয়ে যাবে না ? বড়বে। স্বামীর আর দোষ কি ? মানুষ কি কখনও-•• ८श्नको । “भाष्ट्ररु' रु'रण कि यणझ ८योनि ! बल পুরুষ-মানুষ। এ অবস্থায় মেয়ে-মানুষ কি কখনও এই রকম আচরণ করতে পারভো ? बफ़रबी । चाष्झ ह'ल ‘शूझष भांशष ' शृङ्गष-धान्नषट्क সংসারধৰ্ম্ম করতে হবে, বংশরক্ষা করতে হবে,— মেনকা । আর ভালবাসা’ ‘একনিষ্ঠতা’ ‘স্ত্রীর প্রতি কৰ্ত্তৰা" এগুলো কি সব কথার কথা ! এত দিন যার সঙ্গে একপ্রাণ একমন হয়ে ঘর করেছিল, আজ একটু মায়াও হয় না তার ওপরে ? মেনকার মা । कथांब्र कांख ८महे । মেনকা । না মা, আমার ভারী অসহ ঠেকছে। আসবার সময় অতটা ভেবে দেখি নি। এখন চোখে দেখে আমার মনটা ষে কেমন ক’রে উঠছে তা আমি বলতেই পারছি নে। এদিকে এই পাগলের বুকফাটা কান্না আর ওদিকে তার স্বামীর বিয়ের আয়োজন ? অামার আর এক মুহুৰ্ত্তও এ বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। ছোট-বে। তোমার কথা আমি মানি ভাই। তুমি যেমন বলছ—ঐ পাগল স্ত্রীকে নিয়েষ্ট চিরজীবন কাটিয়ে দেওয়া-সেক্টটেই নিশ্চয় আদর্শ লোকের কাজ। কিন্তু সে-জাদশ মেনে চলতে পারে কয়জন ভাই ? মেনকা। ইনি না উচ্চশিক্ষিত ! সমাজে দশ জনের ७क जन ! यांझ* बजटल७ cबनौ दणी झञ्च न । उदय এর এ আদর্শচ্যুতিকে সবাই কেন নিন্দে করছে না ? কেন সবাই মেনে নিচ্ছে যে, যা হচ্চে এ-ই ঠিক এবং স্বাভাৰিক ? মেনকার মা। আঃ মেনকা, চুপ কর বলছি। মেনকা, হয়েছে, থাম্। আর এ-লব S99ఙు [ जांश्चैौब यद्वदनं ] জাহ্নবী। এবারে তোমাদের আসতে হবে মা। ছোটবে। আচ্ছ, আপনার এ বে। যদি সেরে ওঠে তাহ’লে কি হবে ? खांश्रूदौ । चाह, उर्णवान शनि cनई मग्नाई कट्बन, তাহ’লে স্থজনে মিলে-মিশেই ঘরকল্প করবে। কিন্তু সে আশা আর নেই মা । ডাক্তাররা বলেছে এ রোগ জীবনেও সারবার নয় । মেনকা । ডাক্তাররা তো সবই জানে ! মেনকার মা। আঃ মেনকা ! জাহ্নবী। সে কথা ঠিক মা । ডাক্তারদের কি আর ভুল হয় না। এক ভগবান ছাড়া আর সর্বজ্ঞ কে আছে ? তবু দেখ সাংসারিক-হিসাবে কাজ করতে গেলে ডাক্তারদের কথা মেনেই তো চলতে হয়। মেনকা । তবে ষে শুনেছিলাম অনেকদিন আগে একবার জ্ঞান হয়েছিল। জাহ্নবী। ষ্ট্য, কিন্তু সে মোটে কয়েক ঘণ্টা ছিল। ডাক্তাররা তাও বলেছে—কালেভদ্রে হয়ত অল্প সময়ের জন্তে জ্ঞান হ’তে পারে, কিন্তু একেবারে সারবে না কিছুতেই।---আর দেরি করে না মা তোমর সময় হয়ে এসেছে । [ ডানদিকের দরজা দিয়া সকলের প্রস্থান। মেনকা সকলের শে:ে বাইতেছিল, এমন সময় বা দিকের দরজা দিয়া মালতী চুপি চুপি আসি ভাষার আঁচল ধরিয়া টানিয়া রাখিল ও তারপর একপাশে লইয়। গিল্প ফিসফিস্ করির বলিল—] মালতী। আমার বরকে ষে দেখতে চেয়েছিলি দেখবি ? মেনকা । কোথায় ? মালতী। বাইরের ঘরে বসে - আছে । পাশে কুঠুরীর দরজার ফাক দিয়ে আমরা দেখতে পাৰ এখন মেনকা। না ভাই, বাড়িতে সব লোকজন। কোঁ দেখতে পেলে কি মনে করবে ? মালতী। কেউ দেখতে পাবে না, ভয় নেই। সবা ছাতে চলে গিয়েছে। মেনকা। না ভাই, আজ ভাল লাগছে না। জাজ:ে ॐांक ।