পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ং ৪২ গিয়ে শোও গে। মালতীকে ডেকে দিচ্ছি, একটু মাখায় বাতাস দিক । মেনকা । না না, আপনি ব্যস্ত হবেন না। ও বিশেষ কিছু নয়। এইটুকু রাস্ত অনায়াসেই চলে যেতে পারব। জাহ্নবী। তাহলে মালতীকে একটু ব’লে যেয়ে । নইলে সে দুঃখিত হবে। মেনকা । আপনিই বলবেন জ্যাঠাইমা । আমি বলতে গেলে সে আর আমাকে ছাড়তে চাইবে না । (cमनकांब्र मरनद्र छांब बूकिब्रा अकः श्रांपांठ गाश्प्णन-वृझषcब्र বলিলেন ) झॉक्ष्रीौ । एषांष्छ् । মেনকা । আমি আসি তাহ’লে । মা’কেও বলবেন । মেনৰ1 বঁrদিকের দরজার দিকে যাইতেছিল এমন সময় সেই দরজা দিয়া সুধাংশু প্রবেশ করিল। মেনকা ফিরিয়া মাঝের দরজা দিয়া বাহির হইয়া গেল। সুধাংশু দরজার কাছে একটু দাড়াইয়া মেনক চলিয়া গেলে পর ভিতরে আসিল ] স্বধাংশু। আমাকে ডেকেছ মা ? জাহ্নবী। ইn, এইবার তৈরি হয়ে নাও। একটু সকাল সকালই বেরিয়ে পড়তে হবে। স্ত্রী-আচারটি-আচার সব আছে তো । স্বধাংশু । আচ্ছা । জাহ্নবী। তোর সঙ্গে যে যে যাবে তারা এসেছে ? স্বধাংশু । বেশী তো কেউ নয়। জন-তিনেক বন্ধু। তাদের আরও অাধ ঘণ্টাটাক পর আসতে বলেছি। আর সতীশ যখন এসে পড়েছে তখন সেও যাবে। ওর ভাই তো আজকে ভালই আছে। জাহ্নবী। গাড়ী আনা হয়েছে ? সুধাংশু। এত আগেই কেন ? বেরোবার একটু আগে মোড় থেকে একথান। ট্যাক্সি ডেকে আনলেই হবে । জাহ্নবী। আজ রাত্তিরে তো তোর ফেরা হবে না। তা তুই কিছু ভাবিস নে। সরোজকে বলেছি, সে রাত্তিরটা এখানেই থাকবে। আর উপেনও তো রইল । স্থধাংশু । মেয়ের ধারা এসেছেন তাদের একটু জল খাইয়ে দেবে তো ? জাহ্নবী। হ্যা, তা দেবো বইকি। সে-সব ব্যবস্থা আমি ঠিক ক'রে রেখেছি । প্রবাসনা ; S99ళేు [छणिब्री बारण्ठश्रिजन-इषारख छांकिज ] স্থধাংশু। মা,”-ও এখন কি করছে মা ? অনেকক্ষণ কোন সাড়াশৰ পাইনি যেন । জাহ্নবী। হ্যা, তাই আমি দেখতে গিয়েছিলাম। দেখি ঘুমিয়ে পড়েছে। স্বধাংশু। ঘুমিয়ে পড়েছে?---বল কি ! এ সময়ে তো ও কক্ষণে ঘুমোয় না। জাহ্নবী। এ সময় কেন, কোন সময়ই ও এমন শাস্তভাবে ঘুমোয় না। ঘুমিয়ে ঘুমিয়ে তো বিড়-বিড় ক’রে বকে আর মাঝে মাঝে চমকে চমকে ওঠে । কিন্তু এখন গিয়ে দেখি, অঘোরে ঘুমুচ্ছে—যেন সে মামুষই নয়। স্বধাংশু । ভগবান রক্ষে করেছেন । জাহ্নবী। হঁ্য, আমার ভারী ভয় ছিল, আজ শুভকাজের সময় না-জানি কি ক’রে বসে । ভগবানের দয়া ! इथारत । च्षांछ नी-कि किष्क्रू थांeध्र श्घ्र नि ? জাহ্নবী। না, আজ সারাদিনের মধ্যে একটি দানাও পেটে যায় নি। তার ওপর ঐ রকম চীৎকার—তাই বোধ হয় ক্লাস্তিতে ঘুমিয়ে পড়েছে। এখন ভগবানের দয়ায় আর একটুক্ষণ ঘুমিয়ে থাকে তাহলেই মঙ্গল । স্বধাংশু। আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। জাহ্নবী। বেশী দেরি করিসনে যেন। [ স্বধাংশু ৰী-দিকের ঘরে চলির গেল। জাহ্নবী বাহিরে বাইতেছে এমন সময় বামা আসিল ] বামা। মা, সরকার-মশাই বললেন, ময়রার দোকাঃ থেকে মিষ্টিগুলো এসেছে । জাহ্নবী। আচ্ছা, ভাড়ার-ঘরে রেখে দিগে যা। বামা। তাহ’লে ভাড়ারের চাবাঁটে দিন । জাহ্নবী । ( আঁচল খুজিয়া) ও, চাবী তো তোরাঁ 夺仅硕1 বামা । ( নিজের আঁচল দেখিয়া ) ওম, তাই তো ( প্ৰস্থানোভূত) জাহ্নবী। সব ভাল ক'রে ঢেকে রাখিস, বুঝলি ? বামা ৷ ই্যা গে৷ ই্যা, সে আর আমাকে বল:ে হবে না । -