পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.cօլիs- स्ॐख्षांखों wego -- [ बाजठी इकिहा जानिन] জাহ্নবী। তবে কি আপনি মনে করেন. মালতী। কাকাবাবু, আন্ধন দেখে যান, বৌদি এ Wछfख्गंद्र । ईr । ঘরে । छांश्दौ । कडक १ ? ডাক্তার। আর দেখে কি হৰে মা ? এখন তো ভাঞ্জার। সেটা ঠিক বলা যায় না। ছু-ঘণ্টাও হতে ভালই আছে শুনছি । পারে, দু-দিনও হতে পারে । মালতী। না, আপনি দেখুন কাকাবাবু, আবার সেই রকম হবে কি-না। ডাক্তার। ( স্তোকবাক্যে ) ত,•••আর নাও হ’তে পারে । স্বধাংশু। কেন কাকাবাবু, আপনার কি সন্দেহ হয় ষে এ জ্ঞান থাকবে না । ডাক্তার। নতুন আর কি সন্দেহ হবে বাবা। আমার বিদ্যেৰুদ্ধিতে যে কথা বলে সে তো আগেই তোমাদের বলেছি। আর শুধু আমি কেন, শহরের বড় বড় ডাক্তাররাও তো সেই কথাই বলেছেন। স্বধাংশু। কিন্তু আজকে যে একেবারে স্পষ্ট জ্ঞান হয়েছে কাকাবাবু। পাগলামীর কোন চিহ্ন পৰ্যন্ত নেই। এ থেকে কি কোন---? ডাক্তার। হঠাৎ দু-একবার ধে এ রকম হ’তে পারে সে কথাও তো আমরা বলেছি। কিন্তু তা থেকে এমন আশা করা চলে না ধে, ও একেবারে সেরে উঠবে। স্বধাংশু। কিন্তু অদৃষ্ঠের কি খেলা ! ঠিক আজকেই ७झे गभद्रबहे •• ডাক্তার। কি করবে বাবা । এ জিনিষ তো কারও হাত-ধর। নয় । [ खांश्ऱौ'ब्र &य:बश् ] জাহ্নবী। মালতী তুই একটু যা তো মা ওর কাছে । [ মালতীর প্রস্থান ] ভাজারবাৰু, বৌমাকে আপনি একবার দেখবেন চলুন । ডাক্তার। দেখতে বলেন দেখতে পারি। কিন্তু ওকে আরও খানিকটে উত্তাক্ত করা ছাড়া তাতে আর কি লাভ হবে ? জাহ্নবী। তবু আপনি একবার দেখলে সব বুঝতে পারবেন। : ডাক্তার। নতুন করে বোঝবার আর কি আছে । জাহ্নবী। ডাক্তারবাবু, আপনি আমাদের শুধু ডাক্তার নন, এ পরিবারের অনেক দিনের হিতৈষী বন্ধু । আপনি ব’লে দিন এ সঙ্কটে এখন আমাদের কি করা উচিত ? ডাক্তার। স্থধাংশুর বিয়ের কথা বলছেন ? জাহ্নবী। হ্যা। ডাক্তার। ও, তা বিয়েটা আজকের মত বদ্ধই করতে হবে । এ সময়ে ওকে অতবড় একটা আখাত দেওয়া যায় না। আর দেখুন, খুব সাবধান, আজকে যে বিয়ের আয়োজন হচ্ছিল তা যেন ও ঘূণাক্ষরেও টের না পায়। দু-চারদিন দেখুন, পরে যদি••• জাহ্নবী। আর তা হয় না ডাক্তারবাবু, ও সব জেনে ফেলেছে । ডাক্তার। তাই না কি ? আহা, তাহ’লে তো বডডই শকু পেয়েছেন । উপেন্দ্র। ডাক্তারবাবু, ওর অস্থখ আবার শীগগৗরই ফিরে আসবে এ কথা যদি সত্যি হয়—তাহ'লে স্বধাংশুর বিয়েট আর বন্ধ ক'রে কাজ কি ? ডাক্তার। L একটু ভাবিয়া জাহ্নবীর দিকে চাংিপেন ] উপেনবাবু ঠিক কথাই বলেছেন । জাহবা । না না, এখন আর তা হয় না | ডাক্তার। না হবে কেন ? নতুণ তো আর কিছু ঘটে মি, যার জন্তে আগের ব্যবস্থার বদল করতে হবে l দু-দিন আগেণ্ড যা ছিল, আজও তাহ । জাহবা। আজও কি ভাই ?---এই যে বৌমার জ্ঞান হ’ল ? ডাক্তার। ভ তো হ’ল । কিন্তু সে ৰুভক্ষণের জন্তে ? আমাদের শাস্ত্র ধfদ ঠিক বুঝে থাকি তাহলে এ নিতান্তহু ক্ষণস্থায়ী । জাহ্নবী। কিন্তু তবু এখন তো ওর জ্ঞান আছে । সব দেখছে, বুঝছে। কত বড় আধাত পাবে এতে ।