পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo(obe S99శు Ta: 魔7 আর কতকগুলি অল্পবয়স্ক শিশুদের জন্য, যাহারা বিদ্যালয়ে যাইবার বয়সে পদার্পণ করে নাই । ঐ সকল কাগজের একটি অংশে নানা প্রকার খেলনা ও ঘরবাড়ি তৈরি করিবার শিশুগুছের চিরক্রীড়ারত শিশুদের পারেস্থিং শিক্ষা নক্স থাকে । শিশুর ছুরি বা কাচির সাহায্যে কাটিয়া নানা প্রকার জিনিষ তৈরি করিতে পারে। - অবৈধভাবে যে-সকল শিশুর জন্ম সম্বন্ধে স্নইডেনের আইনকানুন খুব হয় তাহদের উদারমতাবলম্বী । ১৯১৭ সালে যেসকল সংশোধন আইন পাস হয়, তাহার অংশবিশেষ তুলিয়া দিতেছি । “অবৈধভাবে জাত শিশু বৈধ সপ্তানের মত মাতার সহিত একই সম্বন্ধের অধিকারী । আইনতঃ পিত। এই সব শিশুর জীবিক নির্বাহ ও পড়াশুনার সমস্ত দায়িত্ব লইতে বাধ্য । মাত বাগদত্ত। তাহার বিবাহের শিশুর জন্ম হয়, তাহারা পিতৃপরিবারের নাম লইতে পারে । পিতাও সে-ক্ষেত্রে সস্তানের উপর আইনতঃ থাটাইতে পারেন । শিশু সে-স্থানে অধিকারী। “যদি মাতা সস্তানের সম্পূর্ণ ভার গ্রহণ করেন, তাহ হওয়ার পর, কিন্তু পর্বের যে-সকল পিতৃসম্পত্তির হুইলে শিশু মাতৃপরিবারের নাম লইতে পারে ; কিছু যদি মাতা শিশুর ভার লইতে অসমর্থ হন, তাহ হইলে বিবেচনা অনুসারে জন্মদাতা বা অন্ত কোন ব্যক্তি অভি– ভাবকত্বের পদে নিযুক্ত হন। পিতামাতা আইনতঃ ষোল বৎসর বয়সের নিম্নস্থ বা আঠার বৎসর বয়স পর্য্যন্ত সস্তানের সম্পূর্ণ ভার লক্টতে বাধ্য। যদি শিশু আঠার বৎসর বয়সের মধ্যে নিজের পায়ে দাড়াইতে সমর্থ না হয় এবং যদি পিতামাত শিশুকে অতিরিক্ত শিক্ষা দিতে সমর্থ হন, তাহ। হইলে পিতামাত আইনতঃ সে ভার লইতে বাধ্য। পিতামাতার আর্থিক সচ্ছলতার অনুযায়ী সচ্ছলতা শিশু ভোগ করিবার অধিকারী ; কিন্তু ধদি পিতা ও মাতা একসঙ্গে বাস না করেন এবং তাহদের দু-জনের অবস্থা ও সঙ্গতি সমান না হয়, তাহ। ষ্টলে শিশুর নির্দিষ্ট ব্যয় আদালত ধাৰ্য্য করিয়া দিবেন । পিতা শিশুর জন্মের প্রাক্কালে ও পরেও মাতার সমস্ত খরচ জোগাইতে বাধা ।” আইনে অবৈধ সস্তান সম্বন্ধে একটি বিশেষ ধারা আছে, গ্রীষ্মকালে মুক্ত প্রকৃতির কোলে আপনাদের গৃহ-আঙ্গিনায় ক্রীড়ারত শিশুগণ যাহার সাহায্যে শিশুর সর্বাঙ্গীন মঙ্গলের জন্য একজন বিশেষ লোক নিযুক্ত করা হয় । তিনি মাতার স্থান অধিকার করেন না ; কিন্তু মাতাকে উপযুক্ত পরামর্শ দেওয়া ও শিশুর উপযুক্ত স্বার্থরক্ষা করা, শিশুপ্রতিপালনের