পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝারখণ্ডে ভক্তি-ধৰ্ম্মের প্রভাব ঐীক্ষিতিমোহন সেন হিন্দীতে ঝাড়খণ্ড বা ঝারখণ্ড অর্থ জঙ্গলময় দেশ। এখন এই ষে হাজারীবাগ ছোটনাগপুর প্রভৃতি অধিত্যক তাহা পুরাতন কারখণ্ডেরই অন্তর্গত। বৈদ্যনাথের তীর্থও এই ঝারখণ্ডে। এখানকার লোকদের সাধারণতঃ ভিল ও কোল বলিয়াই আমরা খালাস। যাহার এ সব বিষয়ে বৈজ্ঞানিক ভাবে আলোচনা করেন র্তাহারা বলেন এই ভূভাগে প্রধানত মুগু, গাড়িয়া ও ওরাওঁ এই তিন আদিম জাতির বাগ। ওরাওঁর খুব রসিক সামাজিক ও আমোদপ্রিয়। মুণ্ডারা গৰ্ব্বিত ও গম্ভীর প্রকৃতি। পাড়িয়ার শান্ত ও সরল ৷ ইহাদের খুব উচ্চদরের সভ্যতা না থাকিলেও ইহার চিরদিনই সরল ও স্বাধীনতাপ্রিন্থ। বহু প্রাচীনকাল হইতেই ইহাদের গ্রাম ও সমাজ পঞ্চায়েতের দ্বারা মুনিয়ন্ত্রিত। তাহ ২াড়া ইহার প্রাচীনকালে কখনও কোনও রাজা জমিদারের ধার ধারে নাই। গ্রাম সমাজের সাহায্যে ইহার চিরকাল আত্মশাসন করিয়া আসিয়াছে। কাজের সুবিধার জন্তু অতি প্রাচীন কাল হইতেই এই গ্রাম মাজের নানা ভাগ আছে। ভার প্রত্যেকটির নাম পাড়হ।" বা “পাঢ়া” ও তাছার চালকের নাম “করতাহী” । ছোটনাগপুরে যে মহারাজা আছেন তার পূর্বপুরুষ এই রকমেরই একজন নায়ক ছিলেন। মুসলমান ও হিন্দু রাজাদের মাঝে মাঝে তখন আক্রমণ ঘটিত। তাই কাজের স্থবিধার জন্ত তিনি অন্ত সৰ “করতাহা”দের উপর নায়কতা করেন ও ক্রমে শক্তি সঞ্চয় করেন। ধীরে ধীরে তিনি ব্রহ্মণ্য ধর্থের দ্বারা প্রভাবান্বিত হইয়া বিদেশ হইতে হিন্দু আমলা কর্মচারী ও ব্রাহ্মণ পুরোহিতাদি আমদানী করেন । ক্রমে জন্তান্ত করতাহীদের সঙ্গে তাহার বিরোধ बार्षिण। उधन उिनि निव अिखि श्थडिज्रि कब्रिटड निंबा दिशबू e फेडङ्ग-अकिश इ३८ङ थांनौउ يصدميني বিদেশী সমস্ত আমলাদের সহায়ু করিতে লাগিলেন ও তাহীদের হাতে অঞ্চারণে সম্পূৰ্ত্তি জমাদারী বাটিয়া দিতে লাগিলেন । ইহাই “ঠিকাদারী” বন্দোবস্ত । ইহাডেই প্রাচীন গণতান্ত্ৰিক "ধু টাকাটি" এথা প্রায় লোপ হইয়া আসিল । কাজেই বিহার ৪ উত্তর-পশ্চিমের সঙ্গে কারখণ্ডের যে যোগ সে বড় দুঃখের ইতিষ্ঠাস । যাহার এ বিষয়ে বিশেষ ভাবে জানিতে চাহেল তাহাবা ঝরিখণ্ডের সমাজ সম্বন্ধে স্থপণ্ডিত রায় বাহাদুর শরংচঞ্জ রায়ু মহোদয়ের কাছে সন্ধান করিবেন। নিজের কোণ উচ্চদরের সঙ্গ তা ও সাহিত্যাদি ন৷ থাকিলেও কুরুক্ষেত্র যুদ্ধে সপ্তপুর্থীর ধারা পরিবেষ্টিত অভিমন্যর মত ঝারপগু চারিদিকে উড়িয়া মহারাষ্ট্রা হিনী বাংলা প্রভৃতি শক্তিশালী ভাষা ও সভ্যতাদির দ্বারা পরিবেষ্টিত। এখনকার খ্ৰীষ্টায় ধৰ্ম্মেয় কথা ছাড়িয়া দিলে প্রাচীন কালে ঝারগণ্ড প্রধানত: দুষ্টদিকের দুইটি ধৰ্ম্মের দ্বারা প্রভাবান্বিত। এক বাংলার কি হইতে চৈতন্ত মহাপ্রভূর বৈষ্ণবধৰ্ম্মেয় ও অন্যদিকে কবীরপন্থী ধর্শদাগী শাখার ভাব ঐশ্বধ্য ঝারথ গুকে প্রভালাষ্ঠিত করিয়াছে। চৈতন্য চরিতামুতে, মধ্যখণ্ডে, সপ্তদশ পরিড়েঙ্গে দেখিতে পাই,—মহাপ্ৰভু জগন্নাথধাম হইতে কারখগু-পথে বৃন্দাবন চলিয়াছেন। কারখণ্ডের প্রকৃতির সৌন্দর্ঘ্যে তিনি মুগ্ধ। পথে ব্যপ্রমূগকুলকেও তিনি প্রেম দিয়া চলিয়াছেন। "মথুরা যাবার ছলে লাগি ঝারিগণ্ড । ভিন্ন প্রায় লোক র্তাহ পরম পাষণ্ড ॥" যেখানে যেখানেই তিনি যান সেখানেই চমৎকার আতিথ্য পান । "যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ । পাচ সাত জন আলি করে নিমন্ত্রণ "