পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vgly মহাপ্রভূর খাদেশ মতে ভ্রইসনাতনও মথুরা হইতে জগন্নাথধামে আসিলেন। তিনিও ঝারখও পথেই জাসিলেন । “ঝারিখও বনপথে আইল চলিয়৷ ” 25उछ छब्रिडांधूड अख्लैौज, aथं *ब्रिएछ्श । ফিরিবার সময় শুধু সেই বন দিয়া নহে, মহাপ্ৰভু ষে পথ দিয়া ঝারখণ্ডের ভূভাগ অতিক্রম করিয়াছেন সেই পথে সনাতন যাইতে চাহিলেন। “যেই বন পথে প্ৰভু গেল। বৃন্দাবন । সেই পথে যাইতে মন কৈল সনাতন ॥ ষে পথে যে গ্রামে নদী, ধাহ যেই লীলা । বলভদ্র ভট্ট স্থানে সব লিখি নিল ॥” ঐ মানভূম ত বাংলা দেশই । হাজারী বাগেরও অনেক স্থান একেবারে বাংলাভাষী। ঝালদা প্রভৃতি দিকের রাচার অনেক অংশ বাংলা ভাষাভাষীদেরই দেশ । রাচী জেলার মধ্যে “মিল্পি" প্রভৃতি তিনটি থানার অধিবাসী বাংলাভাষী। তাহার সেখানে বহির হইতে আসিয়৷ কৃত্রিম ভাবে প্রাচীন অধিবাসীদের উপর চাপিয়া বলে নাই , বা “ঠিকাদারী” প্রণালীতে স্থানীয় প্রাচীন অধিবাসীদের অধিকার কড়িয়া লয় নাই ; তাহার সেখানকার সাধারণ গৃহস্থ, চাধী, প্রজা। মহাপ্রভু এই ভূভাগের কোন পথে তবে গিয়াছিলেন ? খোজ করিয়া দেখা গেল “বুডু" গ্রামে রাধাগোবিন্দের অতি প্রাচীন 泷 ఏ99మీ মন্দির আছে। স্থানীয় লোকেরা সৰাই জানেন মহাপ্ৰভু সেখানে বিশ্রাম করিয়া ছিলেন। সেখানে অধিবাসীরা ধাংলাভাষী বাঙ্গালী,যদিও তাছাদের উচ্চারণে টান আছে । এই সব বাঙ্গালীদের বৈষ্ণব ভাব এই ভূখণ্ডের চারিদিকে ছড়ায়। এ সব স্থানে ঘরে ঘরে বাংলা পদাবলীর কীৰ্ত্তন চলে। এমন কি এই সব বৈষ্ণবদের প্রভাববশতঃ কোলদের মধ্যেও অনেকে বৈষ্ণব হইয়া গিয়াছে। যাহারা বৈষ্ণব হয় নইে তাহারাও অনেক সময় যে গান গায় তাহা ভাল করিয়া ঠাহর করিয়া শুনিলে বুঝা যায় বাংলা পদ । অনেক স্থলে কোগর তাহাদের ক্রিয়াকৰ্শ্বঅনুষ্ঠানের অন্তে "হরি বোল” “ঙ্গরি বোল” বলিয়া তাহারা সমাপ্তি সুচনা করে । রাচী প্রভৃতি ঝারিখণ্ডের যে ভূভাগে বাঙ্গালী । আছেন সেখানে বহু স্থানেই বৈষ্ণব মন্দির, মঠ প্রভৃতি আছে । বৈষ্ণব ভাব কীৰ্ত্তনাদির ও সেখানে খুব ধূম। উত্তর-পশ্চিম বিহার ও রাচী জেলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়া কবীরপন্থের প্রভাব এই ঝারিখণ্ডে প্রবেশ করে । এই কবীরপন্থী মতবাদের মধ্যে আসিয়া বহু ওরাওঁ প্রভৃতি জাতির লোক ভক্ত হইয়াছেন ও গুরু হইয়া দীক্ষা দিয়াছেন। এই ঝরিখণ্ডেরই ওধারে বিলাসপুর জেলায় কবীরপন্থের ধর্শ্বদাসী শাখার প্রধান ক্ষেত্র “কুদরমাল”ও “দামাখেড়া”। ঝারিখণ্ডে কবীরপন্থী ভক্তদের কথা সময়াস্তরে আলোচনা করা ধাইবে। - wకా ایران : هر