পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌষ টাকা হরিনাথ তাহাকে দিয়াছিল তাহা যে কিসের পুরস্কার জানিতে পারিলে সে টাকা স্পর্শ করিত না। নিয়তির চালনায় নিজের ও অপরের অজ্ঞাতসারে ভবিতব্যতা পূর্ণ করিতেছিল । - উনচারিংশ পরিচ্ছেদ স্বাগত ও কামিনী মধ্যাঙ্ক অতীত হইয়াছে। স্বলোচনা কোন একটা কর্থের উপলক্ষে একবার নিজের বাসায় গিয়াছেন। বাড়িতে স্বাগত একা । আহারাস্তে কিছুক্ষণ শয়ন করিয়াছিল, নিদ্রা হয় নাই, দিবানিদ্রার অভ্যাস ছিল না। একখানি পুস্তক লইয়া পড়িল, পড়াতেও তেমন মন লাগিল न । १थंन-डशन शब्रान शृङिग्न छछ ङाशव्र घन शूजिब्रां বেড়াইত, কিন্তু অতীতের রুদ্ধ আর কিছুতেই খুলিতে পারিত না । স্বাগত জারাম-চেয়ারে বসিয়াছিল, কোলের উপর খোলী উন্ট পুস্তক। একজন দাসী আসিয়া বলিল,— দিদিমণি, এক মাগী অনেক জিনিষ বেচতে এনেচে । দেখবে ? আলস্য ভাঙিয়া স্বাগত কছিল,—দেখব, ডেকে দাও । দাসী কাজ ফেলিয়া আসিয়া:ছল, ফেরিওয়ালীকে ডাকিয়া দিয়া নিজের কাজে গেল । মাথায় চাঙার করিয়া ফেরিওয়ালী ধরে প্রবেশ করিয়াই স্বাগতাকে দেখিয়া থমকিয়া দাড়াইল । কাহার সঙ্গে দেখা হইবে জানিয়া সে আসিয়াছিল তথাপি বিস্ময় সম্পূর্ণ গোপন করিতে পারিল না। স্বাগত একবার চক্ষু তুলিয়! আবার অন্তমনা হইল । প্রথমে স্বাগতাকে দেখিয়া ফেরিওয়ালী চারিদিকে চাঙ্কিয়া দেখিল ঘরে আর কেহ আছে কি-না। স্বাগতার নিকটে চাঙারী নামাইয়া বসিল। জিজ্ঞাসা করিল,— বাড়িতে আর কেউ নেই ? অার কাউকে দেখতে পাচ্ছিনে। - - স্বাগত —এখন কেউ নেই। একজন আমার कांदइ शांटकन डिनि छैब्रि निदछब्र वांछि निरब्रहछ्न, वि८कण বেলা ৰাসবেন । - - וסואזי 8ee স্বাগত এইবার স্ত্রীলোকটিকে দেখিল । জিলোচন প্রদীপের মিটমিটে আলোকে কামিনীকে যেমন দেখিয়াছিলেন এখন তাহাকে তাহার অপেক্ষা ভাল দেখাইতেছে । পরণে থান কাপড়, মাখা পেটে-পাড়া চুঙ্গ, কোন অলঙ্কার নেই, কেবল গলায় ছোট ছোট রুদ্রাক্ষ ও প্রবালের কষ্টি । পুতিতে ছোট উল্কি। বেশ নরম সরম, চক্ষে হাবভাব নাই, কোন রকম চপলত নাই। স্বাগত তাহাকে নিতান্ত নুতন লোকের মত দেখিল। কামিনীকে যে কখন কোথাও দেখিয়াছে স্বাগতার চক্ষে তাহার কোন চিহ্ন নাই। বলিল,—কি এনেচ দেখি । কামিনী চাঙারী হইতে নানা রকম সামগ্রী বাহির করিয়া স্বাগতাকে দেখাইভে আরম্ভ করিল। ছোটবড় সেফটিপিন, মাথার কাটা, সাবান, চিরুণী, পাউডার, গন্ধসামগ্ৰী, মাথায় মাখিবার স্বগন্ধ তৈল, ফিভ, একে একে সমস্ত .বাহির করিল। স্বাগত হাতে করিয়া লেই সকল জিনিষ দেখিতে লাগিল, কামিনী একদৃষ্ট্রে তাহার মুখ দেখিতেছিল। তাহার হাতের আংটা অনেকক্ষণ ধরিয়া দেখিল। তাহার পর স্বাগতার নিকটে আর একটু সরিয়৷ বসিয়া চাপা গলায় জিজ্ঞাসা করিল,--দিদিমণি, জামাকে চিনতে পারচ না ? স্বাগত তাহার যুগের দিকে চাহিয়৷ কিছু বিস্ময়ের সহিত কহিল,—তোমাকে ত কথন দেখি নি ? এর আগে তুমি কি এ বাড়িতে আসতে ? —এখানে কেন ? দেশে তোমার নিজের বাড়িতে । তোমাকে যে ছেলেবেলা থেকে বরাবর দেখেচি । —কই, আমার ত কিছু মনে পড়ে না। ছেলে বেলাকার কোন কথা আমার মনে পড়ে না । —ও মা, সে কি কথা ! তোমার আত বিষয়জাশয়, অত বড় বাড়ি, কত লোকজন, কিছু তোমার মনে নেই ? —আমি সব ভুলে গিয়েচি । আগেকার কোন কথা কিছুতেই মনে হয় না। —তাহলে এরা তোমাকে ওষুদ্ধ করেচে, সেই জন্ত তুমি সব ভুলে গিয়েচ। পুরুষমাহুষদের তুমি ত চেন না, তোমাকে এখানে জুলিয়ে এনেচে ।