পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉંી وكا8o —না, তা নয়, তবে আগেকার কথা জানতে আমার ইচ্ছা করে। বাড়িতে আসিয়া হরিনাথ কাহাকেও কিছু বলিল না । খিড়কির দরজায় তালা বন্ধ করিয়া চাবি নিজের কাছে রাখিল । স্থলোচনা স্বাগতাকে দেখিতে না পাইয়া ভয় পাইয়াছিলেন, হরিনাথ উাহাকে বুঝাইয়া দিল স্বাগতার মনের স্থিরতা নাই, তাহাকে কোন কথা জিজ্ঞাসা করা বৃথা । হরিনাথ ও গঙ্গাধর রাত্রে অনেকক্ষণ পৰ্য্যস্ত আশঙ্কার ব্যাপার বিচার করিতে লাগিল। ভাগ্যক্রমে ঠিক সেই সময় যদি তাহারা ষ্টেশনে আসিয়া না পড়ে তাহা হইলে স্বাগতার আর কোন সন্ধান পাওয়া যাইত না । তাহারা দেখিতে পাইয়াছিল বলিয়াই যে স্বাগতার প্রাণ রক্ষণ হুইয়াছে সে-বিষয়ে তাহাদের কিছু মাত্র সংশয় রহিল না । পথের মাঝখানে যখন স্বাগতাকে অচৈতন্ত অবস্থায় দেখিতে . পায় সেবার তাঁহাদেরই চেষ্টায় স্বাগত রক্ষণ পায়, এবারও তাহার উপস্থিত না হইলে স্বাগত রক্ষা পাইত না । কোথাও তাহাকে লইয়া গিয়া ত্রিলোচন নিশ্চিত তাহাকে হত্যা করিত। কান্তিক অকপটে কিছু না বুঝিয়া সকল কথাই বলিয়া ফেলিয়াছিল। স্বাগত অথবা করুণাময়ী ইহলোকে নাই, স্ববর্ণপুরে সকলে তাহাই জানে। সে জীবিত থাকিলেই জিলোচনের সমূহ বিপদ। ত্ৰিলোচন জানিতে পারিয়াছেন করুণাময়ী মরেন নাই, স্বচক্ষে জীবিত অবস্থায় র্তাহাকে দেখিয়াছেন। দেখিয়া ত্রিলোচন কিছুতেই নিশ্চিস্ত ও নিশ্চেষ্ট হইয়া থাকিতে পারিবেন না। সমস্ত। এই যে ত্ৰিলোচন কিরূপে জানিতে পারিলেন যে, স্বাগত কলিকাতায় হরিনাথের গৃহে আছে ? হরিনাথ ও গঙ্গাধর কত খুরিয়া, কত ক্লেশ স্বীকার করিয়া দৈবাৎ স্বাগতার পরিচয় জানিতে পারিয়াছিল আর ত্ৰিলোচন স্ববর্ণপুরে নিজের বাড়িতে বসিয়া কিরূপে অবলীলাক্রমে चाणडाद्र मकान छानिएनन ? ज्यू उाशहे नत्व, अङ्कङ কৌশলের সহিত স্বাগতাকে হরিনাথের গৃহ হইতে হরণ कब्रिबा जहेब गिबाल्टिणन । cनवउीब्र हेघह नग्न ८ष, স্বাগতার এখন মৃত্যু হয় সেই কারণে জিলোচন সম্পূর্ণরূপে কৃতকাৰ্য্য হইতে পারেন নাই । দেবতার কৃপাতেই } SకObēు স্বাগত দুইবার মৃত্যুমুখ হইতে রক্ষা পাইয়াছিল। বনবিহারী ও শুামাচরণ ছাড়া কি আর কেহ ত্রিলোচনকে সংবাদ দেয় । বনবিহারী কলিকাতায় আসিয়াছিল বটে, কিন্তু হরিনাথের বাড়ি সে কেমন করিয়া জানিবে ? শু্যামাচরণকে এ পৰ্য্যন্ত দেখিতে পাওয়া যায় নাই, সে কোথায় থাকে? যদি কলিকাতায় কোথাও মোটর চালকের কাজ করে ? স্বাগতাও সময়ে সময়ে মোটরে বেড়াইতে যান, যদি শ্যামাচরণ র্তাহাকে কোথাও দেখিয়া থাকে? তাহা হইলে বাডির ঠিকানা জানিতে কতক্ষণ ? শুামাচরণকে কোনমতে খুজিয়া বাহির করিতে হইবে। হরিনাথ কহিল—তা কর, কিন্তু আমি আর কোথাও যাচ্চি নে। স্বাগতাকে আর একা রাখা হবে না । গঙ্গাধর বলিল,—তোমাকে আর কোথাও যেতে হবে ন, এইখানে গট হয়ে বসে থাক । --তোমাকেও আমার কাছে থাকতে হবে । --আচ্ছা, তাই হবে । একচত্বারিংশ পরিচ্ছেদ निश्वरिड-खांज কামিনীকে সঙ্গে করিয়া ত্ৰিলোচন ষ্টেশনের বাহিরে আসিয়া একখানা ট্যাক্সি করিলেন। মোটর-চালককে আর একটা ষ্ট্রেশনে যাইতে আদেশ করিলেন । কামিনী কিছুই বুঝিতে পারিল না। অবাক হইয়া জিজ্ঞাসা করিল,—ওঁকে একা ফেলে রেখে কোথায় যাচ্চ । ত্ৰিলোচন ঘামিতেছিলেন, সৰ্ব্বাঙ্গ কাপিতেছিল। কহিলেন, চুলায় যাচ্চি। —ওঁকে নিয়ে যাবে না ? ত্ৰিলোচন বলিলেন,—যাদের বাড়িতে থাকে তারা যে এসে পড়ল। তুমি দেখতে পাও নি, তাদের সামনে আমরা পড়লে ভারি মুস্কিল হ’ত । কামিনী বুঝিতে পারিয়াছিল করুণাময়ীর মৃত্যুসংবাদ মিথ্যা, কিন্তু আর কিছু বুঝিতে পারে নাই। বলিল,—তা হ’লে কি ওঁকে বাড়ি নিয়ে যাওয়া হবে না। —সে পরের কথা, কিন্তু তুমি যে ওঁকে দেখেচ, খবরদার ষেন সে কথা প্রকাশ না হয় ।