পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ —জামাকে দিয়ে কিছু প্রকাশ হবে না। আমাকে छूमि श दणरब डाई रुद्रद। ििक्षभ१ि ७:ब्रकश झाष्ट्र গিয়েচেন কেন ? আমাদের চিনতে পারেন না, আগের কোন কথা মনে নেই। — বোধ হয় পাগল হয়ে গিয়েচে । স্থবৰ্ণপুরে ফিরিয়া আসিয়া ত্ৰিলোচন নিশ্চিন্তু হইতে পারিলেন না। সৰ্ব্বদাই ভয় কখন কি হয়। করুণাময়ী যাgাদের আশ্রয়ে আছেন তাহারা যে সহজ লোক নয় তাছা বুঝতে জিলোচনের বাকি ছিল না। করুণাময়ী কে, তাহাও তাহারা জানিতে পারিয়াছে। র্তাহার ফোটোগ্রাফ লইয়া নানা স্থানে ঘুরিতেছিল। করুণাময়ীর মস্তিষ্কের কোনরূপ বিকার হইয়াছে, সেই কারণে তিনি, সব ভুলিয়া গিয়াছেন। যদি তিনি সারিয়া উঠেন তাহ হইলে আর ত্ৰিলোচনের পরিত্রাণ নাই। এত কৌশল করিয়া করুণাময়ীকে ষ্টেশন পৰ্য্যস্ত আনিয়া ত্রিলোচনকে ব্যর্থকাম হইতে হইল। যাহাজের কাছে করুণাময়ী রহিয়াছে তাহারা নিশ্চেষ্ট হুইয়া থাকিবে না। তাহাদের অর্থেরও অভাব নাই, মামলা-মকদ্ধমা করিতেও তাহারা কুষ্ঠিত হইবে না। ● ত্ৰিলোচনের সম্পূর্ণ রাগ হইল বনবিহারী ও গুামাচরণের উপর। তাহারা যাহা করিতে স্বীকার করিয়াছিল তাহা করিতে পারে নাই, তাহার উপর মিথ্যা কথা বলিয়া ত্ৰিলোচনকে আশ্বস্ত ও প্রবঞ্চিত করিয়াছিল। মোটরের দুর্ঘটনায় করুণাময়ী যদি রক্ষা পাইয়াছিলেন সে-সংবাদ পূৰ্ব্বে জানিতে পাৰিলে ত্রিলোচনের এত বিপদ श्रेष्ठ न, धजभई श्वाद्र भिषा घनां ब्रप्लेशेऊ श्झेऊ না। অর্থলোভে বনবিহারী ও খামাচরণ র্তাহাকে पषोभंड{ §eo भिषा जांशाग निम्नांझिण, छाशंtभद्र क९ाष्ट्र विश्वांग ना করিলে এখন এরূপ ঘোর আশঙ্কা হইত না। ছুক্ষর্শ্বের একটা প্রণালী আছে, দুৰ্ব্বত্ত হইলেই নিভয়ে সকল প্রকার কুকৰ্ম্ম করিতে পারে না। যে বিধ দিয়া হত্য করে তাহার সম্মুখে রক্তারক্তি হইয় একটা খুন হইলে রক্ত দেখিয়া হয়ত সে মূচ্ছিত হয়। পুলের উপর দুই জন লোক मैंाप्लांझेश्व आtछ्, ७क खन पनि १ाक गिग्रा घाब्र ¢क अन¢क জলে ফেলিয়া দেয় আর সে ডুবিয়া মরে তাহ হইলে সেই হত্যাকারী যে আর এক ব্যক্তিকে পিস্তল দিয়া মারিয়া ফেলিতে পারে এমন কোন স্থিরতা নাই। নেশার যেমন মাত্রা বাড়ে, দুষ্ককৰ্ম্ম৪ সেইরূপ অভ্যাসের গুণে বাড়িয়া যায়। ত্রিণোচন লু, কঙ্কণামীর শাসনে লোভতুপ্তির স্থযোগ হইত না। করুণাময়ী তীর্থভ্রমণে যাইতেছেন দেখিয়া ত্রিলোচনের দুৰ্ব্বদ্ধি উপস্থিত হইল, বৃনবিহারী জুটিল, বনবিহার খামাচরণকে যোগাড় করিল। করুণাময়ীর যদি মৃত্যু হইত অথবা মৃত্যু না হইলেও টনার ধখার্থ বৃত্তান্ত প্রকাশ হইত তাহ হইলে ত্রিলোচনের শঙ্কার কোন কারণ হইভ না। করুণাময়ী মরেন নাই আর মোটেরের সংবাদ চাপ দিয়া নৌকাডুবির কথা প্রচার করাতেই এরূপ বিপদ উপস্থিত। এখন জিলোচনের আর কোন দ্বিধা নাই, আত্মরক্ষার জন্য সকল পাপ করিতে প্রস্তুত, নারীহত্যায় কোন বাধা নাই। মামুষের অপেক্ষ দৈব বলবান। সেই কারণে সকল যড়যন্ত্র সকল সময় সফল হয় না। ত্ৰিলোচনের সকল জাল ছিন্ন হইয়া ধাইতেছিল, নিয়তির জাল তাহাকেই বেষ্টন করিতেছিল। ( ক্রমশ: )