পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহিলা-সংবাদ শ্ৰীমতী মুনীতি গুপ্ত ‘শিক্ষা বিষয়ে অধায়ন করিবার জন্য ১৯৩৯ সনের সেপ্টেম্বর মাসে বিলাত গমন করেন। সেখানে লিডস ইউনিভারসিটি হইতে পর বংসর ডিপ্লোমা লাভ করেন। তিনি এই পরীক্ষায় “শিশুর মনস্তত্ব” বিষয়ে প্রথম স্থান অধিকার করেন। তিনি অতঃপর ‘শিশুর শিক্ষার প্রতি আগ্ৰছ’ বিষয়ে গবেষণা করেন এবং গত জুন মাসে ( ১৯৩২) এমৃ এড়, উপাধি লাভ করেন। এই উপাধির জন্ত দুই বৎসর বিশ্ববিদ্যালয়ে পড়িতে হয়। শ্ৰীমতী স্বনীতি গুপ্তের কৃতি ত্ব এই যে, তিনি এক বৎসরেই এই উপাধি লাভ করতে সমর্থ ইষ্টয়াছেন। তাহার এম-এড উপাধির থিসিস্ উচ্চদরের হইয়াছে বলিয়া বিশ্ববিদ্যালয় তাহাকে পি-এইচ-ডি'র জন্য থিসিস্ পেশ করিতে অল্পমতি দিয়াছেন। বামিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাধ্যাপক এবং ‘ব্রিটিশ জনাল অফ সাইকলোজি’ পত্রিকার সম্পাদক ভ্যালেন্টাইন-মহাশয় শ্ৰীমতী স্থনীতির এম্-এড উপাধির থিসিস পুস্তকাগারে ছাপিবার যোগ্য বলিয়া মত প্রকাশ করিয়াছেন। গুপ্ত-মহাশয় বিশ্ববিদ্যালয়ে অধীত বিষয় ছাড়া আরও কতকগুলি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করিয়াছেন। কাল বোবা ও অন্ধ বিদ্যালয়ে, শিশু-স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে শ্ৰীমন্তা নীতি গুপ্ত শ্রমজীবী-বসতি অঞ্চলে এবং কারখানার বালিকাদের নৈশ সমিতিতে গমন করিয়া নানা বিষয়ে জ্ঞান লাভ করিয়াছেন। শিশুসাহিতো সুরুচি ঐসুখলতা রাও শিশুসাঙ্গিতো স্বরুচি সম্বন্ধে কিছুদিন হইল লিখিব লিখিব মনে করিতেছিলাম। প্রবালীতে শ্রদ্ধাস্পদ যুক্ত কামিনী রায় মহাশয় স্থনীতি ও স্বরুচিবিষয়ের অবতারণা করিয়াছেন ८र्शथिल्लो चडास्त्र चानजिङ श्डेलाभ। चाभब्रा श्थन ছোট ছিলাম তখন শিশুপাঠ্য সচিত্র মাসিকপত্র ও ছোটদের উপযোগী বই খুব অল্পই ছিল, এবং সেগুলির ছবিও মোটা মোট কাঠে খোদা রক হইতে ছাপা। আজকাল ছোটদের अछ कठ शमब्र श्मब्र ब्रढौन इदिएड छब्रा छभ९कांब्र বাধাই রঙীন কাগজে ছাপ মাসিক পত্র, বাধি*ী গল্পের বই প্রভৃতি বাহির হইতেছে । ইহা স্বগের বিষয় সন্দেহ নাই। কিন্তু শিশুমনকে আনন্দ ও শিক্ষা দিবার ভার पैाइाग्न। हा८ङ जडे८डप्छन, छैझा८नग्न झाङ्गि डोल्न । শিশুসাহিত্যের ভিতর দিয়া শিশুর সরল মনে যে-ছবি, .ে শিক্ষা, যে আদর্শ পৌছায়, তাহা তাঙ্গার অজ্ঞাতসারে সেখানে নিজের ছাপ রাখিয়া যায়, এবং ভবিষ্যতে তাহার শিক্ষা দীক্ষা, এমন কি রুচির উপরে প্রভাব বিস্তার করে।