পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 88° હૂં এখন শহরে ৯০ হাজার লোকের বসতি এবং জুলফায় সাড়ে-ভিন হাজার মাত্র। নেপানে অসংখ্য লোকের বসতি fছল সেপানে এপন গমের ক্ষেত । তবে পঙ্কোদ্ধার অল্পে অল্পে স্থাংস্তু ইয়াছ, শহরের প্রসিদ্ধ কার্পেট, চীন ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ جبr ..ق : ইন্মণস্থান। মাদ্রাসা চাহার বাঘ মাটির টালি, রূপার কাজ, কাপড়ের উপর কলমকারী ইত্যাদি শিল্পের পুনঃপ্রতিষ্ঠা আরম্ভ হইয়াছে। কিন্তু দেশে অর্থের দারুণ রাজস্ব আমদানীর পথ আছে তাহার প্রায়ু সবই বিদেশীর বাধায় वश्याः । অভাব এবং যা-কিছু 導 寧 舉 ইশ্বtহনে এইবা অনেক fঞ্জনিষ আছে । বর্ণনা লেগকৈব পক্ষে সম্ভব নহে । যে, মিনাকারী টালি-সংযোগে নামাবর্ণেব জামিত্তিক জালেখা, খিলান গম্বুজ মিনার ও প্রশস্ত আঙিনায় বিরাট সলগুলির তবে সহজে বল চলে | 1 S99చేు সামঞ্জস্যের সৌম্য গাম্ভীর্ধ্য, ও স্থপতির কৌশল, জ্ঞান এবং অসাধারণ পরিকল্পনার ক্ষমতার পরিচয় ইস্ফাহানের মসজিদ, প্রাসাদ ও সেতু, সকলের মধ্যে যাহা পাওয়া যায় তাহ না দেখিলে বিশ্বাস করা দুরূহ। ইস্ফাহানের মসজিদের মধ্যে সৰ্ব্বাপেক্ষা প্রাচীন মসজিদই-জামী। পোপের মতে ইহা পৃঃ একাদশ শতাব্দীতে নিৰ্ম্মিত, তাহা ন হইলেও ইহা ঠিক যে, ইহার কিছু ংশ মুহম্মদ ওলঞ্জয়তু ( ১৩১৪-১৩১৬) নিৰ্ম্মাণ করাইয়া ইস্ফাগণ । ছিলেন, স্বভরাং ইহা অস্তুতঃপক্ষে ছয়শত বৎসর আগেকার। ইহার অবস্থা এখন অতিশয় জীর্ণ। প্রাকার, অলিন্দ, গম্বুজ, খিলান সকল অংশই ভাঙিয়া পড়িতেছে। কিন্তু ভিতরের খিলান-করা ছাদের ক্ষুদ্র খিলান ঃ দেওয়ালের স্তম্ভশ্রেণীর সজ্জা অতুলনীয়। মসজিদ-ই শাহ ( ১৬১২-১৩ ) শাহ আব্বাসের একটি কীৰ্ত্তি । ইহার বিরাট প্রাঙ্গন, চারিধারে চারটি অভ্ৰভেদী খিলান-করা তোরণ, স্বন্দর গম্বুজ এবং মিনারের শ্রেণী— সমস্তই সৰ্ব্বাঙ্গ মিনার অলঙ্কারে শোভিত হইয়া আছে। কিন্তু নানাবর্ণের শোভা শেখ লুৎফুল্লাহের মসজিদের ( ১৬:৮) মিহরাবের লিওয়ানের চারিধারে যেমন স্বন্দর ওরকম আর কোনটিতেই নাই। যদিও ইহা মালমশলা বা শিল্প চাতুর্ঘ্যের হিসাবে অন্ত অনেক মসজিদ অপেক্ষ পেলো, কিন্তু সৌন্দর্ঘোর হিসাবে ইহা শ্রেষ্ঠ । প্রাসাদের মধ্যে চাহিল সেতুন ( চল্লিশ হস্ত ), তাহার স্থঠাম সুদীর্ঘ নানাবর্ণেরঞ্জিত স্তম্ভশ্রেণীতে শোভিত দরবার আয়তন, ভিতরে অমূল্য চিত্রে ভূষিত কক্ষশ্রেণী, এবং মসজিদ শেখ লুৎফুল্লাহু